কলকাতা, 28 ফেব্রুয়ারি : রবিবার যে সমস্ত পৌরসভায় নির্বাচন ছিল, তার মধ্যে দু’টি পৌরসভার দু’টি বুথে পুনর্নির্বাচনের ঘোষণা করল নির্বাচন কমিশন (Bengal Election Commission Issues repoll order for only two booths from more than hundred municipality) ৷ গতকালের ভোট শেষে সোমবার সকাল 8টা থেকে সমস্ত অভিযোগ খতিয়ে দেখেন কমিশনের আধিকারিকরা ৷ তার পরই তাঁরা এই সিদ্ধান্ত নেন ৷
কমিশন জানিয়েছে, শ্রীরামপুরের 25 নম্বর ওয়ার্ডের 7 নম্বর বুথে এবং দক্ষিণ দমদমের 33 নম্বর ওয়ার্ডের 4 নম্বর বুথে ওই পুনর্নির্বাচন হবে ৷ শ্রীরামপুরের মহেশ কলোনী যুব কিশোর সঙ্ঘ ও দক্ষিণ দমদমের লেক পয়েন্ট স্কুলে ওই ভোট নেওয়া হবে ৷ কী কারণে এই দুই বুথে ফের ভোট নেওয়ার সিদ্ধান্ত হল, তাও জানিয়েছে কমিশন ৷ তাদের বক্তব্য, নির্বাচনী প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কারণে ভোট হয়নি এই দুই বুথে । তাই এই সিদ্ধান্ত ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, গতকাল রাজ্যের 108টি পৌরসভার নির্বাচন ছিল (Bengal Civic Polls 2022) ৷ দিনভর বাংলার বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির ছবি সামনে এসেছে ৷ বিরোধীরা প্রতিটি ক্ষেত্রেই শাসক দল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিরুদ্ধে অভিযোগ করেছে ৷ প্রতিবাদে আজ বনধ ডাকে বিজেপি (BJP) ৷ কমিশনের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ দেখায় বামফ্রন্ট (Left Front) ৷ বিরোধীরা অবশ্য সামগ্রিক পৌরভোটই বাতিল করে নতুন করে নির্বাচন করানোর দাবি জানিয়েছিল ৷ কিন্তু কমিশনের সিদ্ধান্ত থেকে স্পষ্ট যে তারা রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলির দাবিকে আমল দেয়নি ৷
এদিকে গতকালকের ভোটে ব্যাপক অশান্তির অভিযোগের খবরে আজ রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে রাজভবনে তলব করেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) । কমিশনের পক্ষ থেকে পুননির্বাচন হবে না বলে জানানো হয় । সেই বৈঠক চলাকালীন রাজ্য কমিশনের পক্ষ থেকে যে খবর জানানো হয়, তা হল 108টি পৌরসভার কোথাও হচ্ছে না পুনর্নির্বাচন । তবে কমিশনার ও রাজ্যপাল বৈঠক শেষ হওয়ার পর বিকেল সাড়ে 5টা নাগাদ পুনর্নির্বাচনের খবর সামনে আসে ।
আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : জমা পড়ল হাজারেরও বেশি অভিযোগ, কমিশন বলল 'বিক্ষিপ্ত অশান্তি'