ETV Bharat / city

বিজেপির ইস্তাহারকে জুমলা বলল তৃণমূল কংগ্রেস - তৃণমূল কংগ্রেস

বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করার বিষয়ে বলা হয়েছে । আর এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন, বিজেপির কথায় ভুলবে না বাংলার মানুষ । কারণ, এনআরসি বা নাগরিকত্ব দিতে গিয়ে অসমে মানুষের কী অবস্থা হয়েছে, তা সকলেই দেখেছে । এর থেকে শিক্ষা নিয়ে মানুষ কখনোই বিজেপিকে সমর্থন করবে না ।

বিজেপির ইস্তাহারকে জুমলা বলল তৃণমূল কংগ্রেস
বিজেপির ইস্তাহারকে জুমলা বলল তৃণমূল কংগ্রেস
author img

By

Published : Mar 21, 2021, 10:03 PM IST

কলকাতা, 21 মার্চ : বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করার বিষয়ে বলা হয়েছে । আর এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন, বিজেপির কথায় ভুলবে না বাংলার মানুষ । কারণ, এনআরসি বা নাগরিকত্ব দিতে গিয়ে অসমে মানুষের কী অবস্থা হয়েছে, তা সকলেই দেখেছে । এর থেকে শিক্ষা নিয়ে মানুষ কখনোই বিজেপিকে সমর্থন করবে না ।

তৃণমূলের এই প্রবীণ সাংসদ এদিন বলেন, ‘‘বাংলার জন্য ইস্তাহার, কিন্তু তা প্রকাশ করলেন একজন গুজরাটের লোক । আর তাঁর পাশে ছিলেন একজন মধ্যপ্রদেশের বাসিন্দা ।’’ এদিন তৃণমূল কটাক্ষ করেছে, এই ঘটনার অর্থ, বিজেপি বাংলার ক্ষমতায় আসতে চায় কিন্তু বাংলায় তাঁদের ইস্তাহার প্রকাশ করার মতো কোনও মুখ নেই । আর সে কারণেই টুরিস্ট গ্যাংদের এনে ইস্তাহার প্রকাশ করতে হচ্ছে । সৌগত রায় এও বলেন, ‘‘দলের বিষয়গুলি পরিচালনার জন্য এখনও বিজেপির কাছে কোনও সক্ষম নেতা নেই ।’’

তৃণমূল নেতৃত্বের ব্যাখ্যা, বিজেপির এই ইস্তাহার আসলে কিছু নির্বাচনী প্রতিশ্রুতি । এই প্রতিশ্রুতি যে তাঁরা রক্ষা করবেন তার কোনও অর্থ নেই । কারণ, অতীতে 2014 সালে দেখা গিয়েছিল বছরে দু'কোটি চাকরি আর প্রত্যেক নাগরিকের ব্যাংক একাউন্টে 15 লক্ষ টাকা করে পাঠাবেন বলেছিলেন তারা । কিন্তু নির্বাচনে জেতার পর সেই প্রতিশ্রুতি ভুলে গিয়েছেন তারা । এবারও যে তা হবে না তার নিশ্চয়তা কে দেবে ?

সৌগত রায় বলেন, ‘‘বিজেপি আসলে তৃণমূল কংগ্রেসকে অনুকরণ ও অনুসরণ করছে । বিজেপির ইস্তাহার ভালো করে লক্ষ্য করলে এও দেখা যাবে বেশ কিছু জিনিস তৃণমূলের অনুসরণ করে করা হয়েছে ।’’ দমদমের সাংসদ বলেন, ‘‘বিজেপির ইশতেহারের কী বিশ্বাস যোগ্যতা আছে ? কারণ অতীতেও দেখা গিয়েছে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করেনি এই দলটি ।’’

এ দিন ইশতেহারে প্রকাশ করতে গিয়ে বিজেপি শীর্ষ নেতৃত্ব বলেছে, রাজ্যে তাদের সরকার গঠিত হলে, নাগরিকত্ব সংশোধনী আইন দ্বারা রাজ্য মন্ত্রিসভায় পাস করবে- যার উপর ভিত্তি করেই মানুষকে নাগরিকত্ব দেওয়া হবে । এদিন বিজেপির এই দাবিকেও ভিত্তিহীন বলেছে তৃণমূল কংগ্রেস । সৌগত রায় বলেন, ‘‘এটি একটি কেন্দ্রীয় আইন ৷ এর জন্য রাজ্য মন্ত্রিসভার অনুমতি প্রয়োজন কী !’’ তিনি আরও বলেন, ‘‘অসমে নাগরিকত্ব আইন চালু করেছে বিজেপি। সেখানে 17 লক্ষ হিন্দুকে তারা নাগরিকত্ব দেওয়ার নামে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে । এখানেও কি তাই করতে চায় বিজেপি ! নাগরিকত্ব দিতে গিয়ে অসমে মানুষের কী অবস্থা হয়েছে তা সকলেই দেখেছে । এর থেকে শিক্ষা নিয়ে মানুষ কখনোই বিজেপিকে সমর্থন করবে না । সবচেয়ে বড় কথা রাজ্যে বিজেপি সরকার গঠিত হবেই না । কাজেই তারা নাগরিকত্ব সংশোধনী আইন রাজ্য মন্ত্রিসভায় পাস করার সুযোগ পাবেন না ।’’

এ দিন বাংলাকে বঞ্চিত করার অভিযোগও করেছেন সৌগত রায়। তিনি বলেন, ‘‘ইস্তাহারের মাধ্যমে বাংলার হয়ে দাবি পেশ করছেন বিজেপি নেতারা । অথচ দিনের পর দিন দেখা গিয়েছে তারা বাংলাকে বঞ্চিত করছে । ভয়াবহ আম্ফান ঘূর্ণিঝড়ের পর রাজ্যকে মাত্র 1000 কোটি টাকা দিয়েছে । আর কোনও সাহায্য করেনি কেন্দ্র । জিএসটির ন্যায্য পাওনা এখনও বাকি । করোনাকালে রাজ্যকে মাত্র দেড়শো কোটি টাকা দিয়েছে কেন্দ্র । গত বছর প্রায় ১ লক্ষ কোটি টাকার মতো অর্থ বাংলা এবং বাঙালিকে বিজেপি সরকার দেয়নি ।

আরও পড়ুন : তৃণমূলের প্রতিশ্রুতির সঙ্গে বিজেপির ইস্তাহারে মিল ঘিরে বিতর্ক

সর্বোপরি সৌগত রায়ের প্রশ্ন, সোনার বাংলা তৈরি করার কথা বলছে বিজেপি । এই সোনার বাংলা কি বহিরাগত নেতাদের হাতে তৈরি হবে ! তাঁর ভাষায়, এই ইস্তাহার আসলে পরিকল্পিত মিথ্যাচার, বিজেপির জুমলা।

কলকাতা, 21 মার্চ : বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করার বিষয়ে বলা হয়েছে । আর এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন, বিজেপির কথায় ভুলবে না বাংলার মানুষ । কারণ, এনআরসি বা নাগরিকত্ব দিতে গিয়ে অসমে মানুষের কী অবস্থা হয়েছে, তা সকলেই দেখেছে । এর থেকে শিক্ষা নিয়ে মানুষ কখনোই বিজেপিকে সমর্থন করবে না ।

তৃণমূলের এই প্রবীণ সাংসদ এদিন বলেন, ‘‘বাংলার জন্য ইস্তাহার, কিন্তু তা প্রকাশ করলেন একজন গুজরাটের লোক । আর তাঁর পাশে ছিলেন একজন মধ্যপ্রদেশের বাসিন্দা ।’’ এদিন তৃণমূল কটাক্ষ করেছে, এই ঘটনার অর্থ, বিজেপি বাংলার ক্ষমতায় আসতে চায় কিন্তু বাংলায় তাঁদের ইস্তাহার প্রকাশ করার মতো কোনও মুখ নেই । আর সে কারণেই টুরিস্ট গ্যাংদের এনে ইস্তাহার প্রকাশ করতে হচ্ছে । সৌগত রায় এও বলেন, ‘‘দলের বিষয়গুলি পরিচালনার জন্য এখনও বিজেপির কাছে কোনও সক্ষম নেতা নেই ।’’

তৃণমূল নেতৃত্বের ব্যাখ্যা, বিজেপির এই ইস্তাহার আসলে কিছু নির্বাচনী প্রতিশ্রুতি । এই প্রতিশ্রুতি যে তাঁরা রক্ষা করবেন তার কোনও অর্থ নেই । কারণ, অতীতে 2014 সালে দেখা গিয়েছিল বছরে দু'কোটি চাকরি আর প্রত্যেক নাগরিকের ব্যাংক একাউন্টে 15 লক্ষ টাকা করে পাঠাবেন বলেছিলেন তারা । কিন্তু নির্বাচনে জেতার পর সেই প্রতিশ্রুতি ভুলে গিয়েছেন তারা । এবারও যে তা হবে না তার নিশ্চয়তা কে দেবে ?

সৌগত রায় বলেন, ‘‘বিজেপি আসলে তৃণমূল কংগ্রেসকে অনুকরণ ও অনুসরণ করছে । বিজেপির ইস্তাহার ভালো করে লক্ষ্য করলে এও দেখা যাবে বেশ কিছু জিনিস তৃণমূলের অনুসরণ করে করা হয়েছে ।’’ দমদমের সাংসদ বলেন, ‘‘বিজেপির ইশতেহারের কী বিশ্বাস যোগ্যতা আছে ? কারণ অতীতেও দেখা গিয়েছে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করেনি এই দলটি ।’’

এ দিন ইশতেহারে প্রকাশ করতে গিয়ে বিজেপি শীর্ষ নেতৃত্ব বলেছে, রাজ্যে তাদের সরকার গঠিত হলে, নাগরিকত্ব সংশোধনী আইন দ্বারা রাজ্য মন্ত্রিসভায় পাস করবে- যার উপর ভিত্তি করেই মানুষকে নাগরিকত্ব দেওয়া হবে । এদিন বিজেপির এই দাবিকেও ভিত্তিহীন বলেছে তৃণমূল কংগ্রেস । সৌগত রায় বলেন, ‘‘এটি একটি কেন্দ্রীয় আইন ৷ এর জন্য রাজ্য মন্ত্রিসভার অনুমতি প্রয়োজন কী !’’ তিনি আরও বলেন, ‘‘অসমে নাগরিকত্ব আইন চালু করেছে বিজেপি। সেখানে 17 লক্ষ হিন্দুকে তারা নাগরিকত্ব দেওয়ার নামে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে । এখানেও কি তাই করতে চায় বিজেপি ! নাগরিকত্ব দিতে গিয়ে অসমে মানুষের কী অবস্থা হয়েছে তা সকলেই দেখেছে । এর থেকে শিক্ষা নিয়ে মানুষ কখনোই বিজেপিকে সমর্থন করবে না । সবচেয়ে বড় কথা রাজ্যে বিজেপি সরকার গঠিত হবেই না । কাজেই তারা নাগরিকত্ব সংশোধনী আইন রাজ্য মন্ত্রিসভায় পাস করার সুযোগ পাবেন না ।’’

এ দিন বাংলাকে বঞ্চিত করার অভিযোগও করেছেন সৌগত রায়। তিনি বলেন, ‘‘ইস্তাহারের মাধ্যমে বাংলার হয়ে দাবি পেশ করছেন বিজেপি নেতারা । অথচ দিনের পর দিন দেখা গিয়েছে তারা বাংলাকে বঞ্চিত করছে । ভয়াবহ আম্ফান ঘূর্ণিঝড়ের পর রাজ্যকে মাত্র 1000 কোটি টাকা দিয়েছে । আর কোনও সাহায্য করেনি কেন্দ্র । জিএসটির ন্যায্য পাওনা এখনও বাকি । করোনাকালে রাজ্যকে মাত্র দেড়শো কোটি টাকা দিয়েছে কেন্দ্র । গত বছর প্রায় ১ লক্ষ কোটি টাকার মতো অর্থ বাংলা এবং বাঙালিকে বিজেপি সরকার দেয়নি ।

আরও পড়ুন : তৃণমূলের প্রতিশ্রুতির সঙ্গে বিজেপির ইস্তাহারে মিল ঘিরে বিতর্ক

সর্বোপরি সৌগত রায়ের প্রশ্ন, সোনার বাংলা তৈরি করার কথা বলছে বিজেপি । এই সোনার বাংলা কি বহিরাগত নেতাদের হাতে তৈরি হবে ! তাঁর ভাষায়, এই ইস্তাহার আসলে পরিকল্পিত মিথ্যাচার, বিজেপির জুমলা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.