ETV Bharat / city

নজর নন্দীগ্রামে, লোকসভার নিরিখে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা বাকি 29 কেন্দ্রেও

author img

By

Published : Mar 31, 2021, 7:22 PM IST

Updated : Mar 31, 2021, 9:42 PM IST

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট ৷ 30 টি আসনে ভোট হবে ৷ রাজ্যের বেশ কয়েকটি জেলায় ৷ তার মধ্যে সবার নজর নন্দীগ্রামে৷ সেখানে মুখোমুখি মমতা-শুভেন্দু ৷

বঙ্গ ভোটের দ্বিতীয় দফার 30 আসনে লোকসভার নিরিখে এগিয়ে তৃণমূল
বঙ্গ ভোটের দ্বিতীয় দফার 30 আসনে লোকসভার নিরিখে এগিয়ে তৃণমূল

কলকাতা, 31 মার্চ : আট দফার বঙ্গ ভোটের প্রথম দফা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ৷ গত শনিবার পশ্চিমবঙ্গের 30 টি আসনের ভোটাররা ইভিএম বন্দি করেছেন তাঁদের রায় ৷ এবার পালা দ্বিতীয় দফার ৷

বৃহস্পতিবার দ্বিতীয় দফার নির্বাচনেও 30 টি আসনে ভোটগ্রহণ করা হবে ৷ বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরের যে ক’টি আসনে ভোট হয়নি প্রথম দফায়, সেগুলিতে ভোট হবে ৷ অন্যদিকে দক্ষিণ 24 পরগনারও বেশ কয়েকটি আসনে ভোটগ্রহণ হবে আগামিকাল, বৃহস্পতিবার ৷

তবে দ্বিতীয় দফায় সব নজর রয়েছে একটিই আসনের দিকে ৷ আর তা হল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ৷ ওই আসনে সম্মুখসমরে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির শুভেন্দু অধিকারী ৷ যিনি মমতা ও তাঁর ভাইপো অভিষেকের বিরুদ্ধে বিদ্রোহ করে কয়েক মাস আগেই তৃণমূল কংগ্রেস ত্যাগ করেছেন ৷

আর বাকি আসনগুলিতেও বেশ কয়েকজন তারকা ও হেভিওয়েট প্রার্থী রয়েছেন ৷ তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, অশোক দিন্দা (ময়না-বিজেপি), সৌমেন মহাপাত্র (তমলুক-তৃণমূল), অভিনেতা সোহম (চণ্ডীপুর-তৃণমূল), মানস ভুঁইয়া (সবং-তৃণমূল), ভারতী ঘোষ (বিজেপি) ও হুমায়ুন কবীর (তৃণমূল) - দু’জনে ডেবরা আসনে লড়ছেন, অভিনেত্রী সায়ন্তিকা (বাঁকুড়া-তৃণমূল) এবং অভিনেতা হিরণ (খড়গপুর সদর-বিজেপি) ৷

দ্বিতীয় দফার ভোটের পরিসংখ্যান
দ্বিতীয় দফার ভোটের পরিসংখ্যান

এবার যদি পরিসংখ্যানের হিসেব দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে 2016 সালের বিধানসভা ভোটে এই 30 টি মধ্যে 21 টি আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস ৷ বামেদের দখলে ছিল 5 টি আসন ৷ বিজেপি জিতেছিল 1 টি আসনে এবং কংগ্রেস পেয়েছিল 3টি আসন ৷ কিন্তু 2019 সালে লোকসভা ভোটে গেরুয়া ঝড়ে বদলে যায় পরিস্থিতি ৷ তৃণমূলের আসনে সেভাবে ভাগ বসাতে না পারলেও বাম-কংগ্রেসকে একেবারে শূন্যে নামিয়ে দিয়েছিল বিজেপি ৷ লোকসভার ফলের নিরিখে এই 30 টি আসনের মধ্যে 19 টিতে তৃণমূল এগিয়েছিল ৷ আর বিজেপি এগিয়ে ছিল 11 টি আসনে ৷

দ্বিতীয় দফার ভোটের পরিসংখ্যান
দ্বিতীয় দফার ভোটের পরিসংখ্যান

2016 সালের নির্বাচনে এই 30 টি আসন থেকে তৃণমূল 48.21 শতাংশ, বামেরা 30.97 শতাংশ, বিজেপি 9.62 শতাংশ ও কংগ্রেস 11.36 শতাংশ ভোট পেয়েছিল ৷ 2019 সালের লোকসভা নির্বাচনের সময় এই অঙ্কটা অনেকটাই বদলে যায় ৷ ওই নির্বাচনের নিরিখে এই 30 টি আসনে তৃণমূল 44.48 শতাংশ, বামেরা 6.50 শতাংশ, বিজেপি 42.53 শতাংশ এবং কংগ্রেস 1.22 শতাংশ ভোট পেয়েছিল ৷

দ্বিতীয় দফার ভোটের পরিসংখ্যান
দ্বিতীয় দফার ভোটের পরিসংখ্যান

আরও পড়ুন : কমিশনের নির্দেশে রিটার্নিং অফিসার, পুলিশ কর্তা সহ একাধিক বদল

তবে যে আসনের দিকে সকলে তাকিয়ে, সেই নন্দীগ্রামে 2016 সালে জিতেছিল তৃণমূল ৷ নন্দীগ্রাম থেকে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ সেই শুভেন্দু এবার বিজেপির প্রার্থী ৷ আর নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী স্বয়ং পার্টি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই আসনে 2019 সালের লোকসভা ভোটের নিরিখেও এগিয়েছিল তৃণমূল কংগ্রেস ৷

কলকাতা, 31 মার্চ : আট দফার বঙ্গ ভোটের প্রথম দফা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ৷ গত শনিবার পশ্চিমবঙ্গের 30 টি আসনের ভোটাররা ইভিএম বন্দি করেছেন তাঁদের রায় ৷ এবার পালা দ্বিতীয় দফার ৷

বৃহস্পতিবার দ্বিতীয় দফার নির্বাচনেও 30 টি আসনে ভোটগ্রহণ করা হবে ৷ বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরের যে ক’টি আসনে ভোট হয়নি প্রথম দফায়, সেগুলিতে ভোট হবে ৷ অন্যদিকে দক্ষিণ 24 পরগনারও বেশ কয়েকটি আসনে ভোটগ্রহণ হবে আগামিকাল, বৃহস্পতিবার ৷

তবে দ্বিতীয় দফায় সব নজর রয়েছে একটিই আসনের দিকে ৷ আর তা হল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ৷ ওই আসনে সম্মুখসমরে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির শুভেন্দু অধিকারী ৷ যিনি মমতা ও তাঁর ভাইপো অভিষেকের বিরুদ্ধে বিদ্রোহ করে কয়েক মাস আগেই তৃণমূল কংগ্রেস ত্যাগ করেছেন ৷

আর বাকি আসনগুলিতেও বেশ কয়েকজন তারকা ও হেভিওয়েট প্রার্থী রয়েছেন ৷ তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, অশোক দিন্দা (ময়না-বিজেপি), সৌমেন মহাপাত্র (তমলুক-তৃণমূল), অভিনেতা সোহম (চণ্ডীপুর-তৃণমূল), মানস ভুঁইয়া (সবং-তৃণমূল), ভারতী ঘোষ (বিজেপি) ও হুমায়ুন কবীর (তৃণমূল) - দু’জনে ডেবরা আসনে লড়ছেন, অভিনেত্রী সায়ন্তিকা (বাঁকুড়া-তৃণমূল) এবং অভিনেতা হিরণ (খড়গপুর সদর-বিজেপি) ৷

দ্বিতীয় দফার ভোটের পরিসংখ্যান
দ্বিতীয় দফার ভোটের পরিসংখ্যান

এবার যদি পরিসংখ্যানের হিসেব দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে 2016 সালের বিধানসভা ভোটে এই 30 টি মধ্যে 21 টি আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস ৷ বামেদের দখলে ছিল 5 টি আসন ৷ বিজেপি জিতেছিল 1 টি আসনে এবং কংগ্রেস পেয়েছিল 3টি আসন ৷ কিন্তু 2019 সালে লোকসভা ভোটে গেরুয়া ঝড়ে বদলে যায় পরিস্থিতি ৷ তৃণমূলের আসনে সেভাবে ভাগ বসাতে না পারলেও বাম-কংগ্রেসকে একেবারে শূন্যে নামিয়ে দিয়েছিল বিজেপি ৷ লোকসভার ফলের নিরিখে এই 30 টি আসনের মধ্যে 19 টিতে তৃণমূল এগিয়েছিল ৷ আর বিজেপি এগিয়ে ছিল 11 টি আসনে ৷

দ্বিতীয় দফার ভোটের পরিসংখ্যান
দ্বিতীয় দফার ভোটের পরিসংখ্যান

2016 সালের নির্বাচনে এই 30 টি আসন থেকে তৃণমূল 48.21 শতাংশ, বামেরা 30.97 শতাংশ, বিজেপি 9.62 শতাংশ ও কংগ্রেস 11.36 শতাংশ ভোট পেয়েছিল ৷ 2019 সালের লোকসভা নির্বাচনের সময় এই অঙ্কটা অনেকটাই বদলে যায় ৷ ওই নির্বাচনের নিরিখে এই 30 টি আসনে তৃণমূল 44.48 শতাংশ, বামেরা 6.50 শতাংশ, বিজেপি 42.53 শতাংশ এবং কংগ্রেস 1.22 শতাংশ ভোট পেয়েছিল ৷

দ্বিতীয় দফার ভোটের পরিসংখ্যান
দ্বিতীয় দফার ভোটের পরিসংখ্যান

আরও পড়ুন : কমিশনের নির্দেশে রিটার্নিং অফিসার, পুলিশ কর্তা সহ একাধিক বদল

তবে যে আসনের দিকে সকলে তাকিয়ে, সেই নন্দীগ্রামে 2016 সালে জিতেছিল তৃণমূল ৷ নন্দীগ্রাম থেকে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ সেই শুভেন্দু এবার বিজেপির প্রার্থী ৷ আর নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী স্বয়ং পার্টি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই আসনে 2019 সালের লোকসভা ভোটের নিরিখেও এগিয়েছিল তৃণমূল কংগ্রেস ৷

Last Updated : Mar 31, 2021, 9:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.