কলকাতা, 21 মার্চ : দুয়ারে রেশন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ঘরের মহিলাদের জন্য বিশেষ মাসিক ভাতার ব্যবস্থা ৷ তৃণমূল কংগ্রেসের ইস্তাহারে কার্যত কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায় ৷
তাই এবার সকলের নজর ভারতীয় জনতা পার্টির দিকে ৷ তাদের ইস্তাহারে কী থাকবে, তা নিয়েই জোর আলোচনা বাংলার বিভিন্ন মহলে ৷
গত বুধবার কালীঘাটে নিজের বাড়ি থেকে তৃণমূল কংগ্রেসের ইস্তাহার প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার ঠিক চারদিনের মাথায় ইস্তাহার প্রকাশ করতে চলেছে বিজেপি ৷ বিজেপি কি পারবে তৃণমূলকে টেক্কা দিতে ? এই প্রশ্নই রাজ্য রাজনীতিতে সবচেয়ে প্রাসঙ্গিক হয়ে উঠেছে ৷
দলের নেতা শমীক ভট্টাচার্য অবশ্য জানিয়েছেন, বিজেপির ইস্তাহারে এমন চমক থাকবে, যাতে অনায়াসেই তৃণমূলকে টেক্কা দেওয়া যাবে ৷ আর বাংলার মানুষ বিজেপির ইস্তাহারকেই গ্রহণ করবেন ৷ কিন্তু ঠিক কী থাকবে ইস্তাহারে, তা নিয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি শমীকবাবু ৷
বঙ্গ বিজয়ের লক্ষ্য নিয়ে এবার নির্বাচনী যুদ্ধে নেমেছে বিজেপি ৷ সভা থেকে সোশ্যাল মিডিয়া, মোদি থেকে সমস্ত প্রার্থী, সকলেই সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন রোজ ৷ তাই বিজেপি কীভাবে এই সোনার বাংলা গড়ে তুলতে চায়, তার রোড ম্যাপ ইস্তাহারে থাকবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ব্যাখ্যা, বাম জমানার প্রায় পুরোটাই পশ্চিমবঙ্গের শিল্পের গ্রাফ ক্রমশ নিচের দিকে নেমেছে ৷ বন্ধ হয়েছে কল-কারখানা ৷ তবে একেবারে শেষের দিকে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য টাটার গাড়ি কারখানা তৈরির উদ্য়োগ নিয়েছিলেন ৷ কিন্তু জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যার জেরে তৈরি হওয়া আন্দোলন সেই উদ্যোগকে ভেস্তে দেয় ৷ তার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে বিনিয়োগের অনেক প্রতিশ্রুতি হয়তো এসেছে ৷ কিন্তু বাস্তবায়িত হয়নি সেই অর্থে ৷
তাই রাজনৈতিক পর্যবেক্ষকদের ওই অংশ মনে করছে যে শিল্পায়ন, বেকারত্ব সমস্যা থেকে মুক্তির দিশা ইস্তাহারে দেখাতে পারলে ভোটারদের মন অনেকটাই জয় করতে পারবে বিজেপি ৷ তার সঙ্গে গত কয়েক বছরে সরকারি নিয়োগ সংক্রান্ত যে আন্দোলনগুলি হয়েছে বা হচ্ছে, সেগুলি নিয়ে স্পষ্ট দিশা থাকতে হবে ৷
তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের অন্য একটি অংশের মতে, শুধু কর্মসংস্থান নয় ৷ সরকারি সুবিধা কী পাওয়া যাবে, সেই দিকেই মানুষের লক্ষ্য থাকবে ৷ তার উপর মমতা একাধিক জনদরদী প্রকল্পের কথা ঘোষণা করে দিয়েছেন ৷ সেই বিষয়টিকে টেক্কা দেওয়ার মতো কিছু রাখতে হবে বিজেপিকে ৷ একই সঙ্গে অনুপ্রবেশ সংক্রান্ত সমস্যা, নাগরিকত্ব আইন নিয়েও ইস্তাহারে কি থাকে, সেদিকেও নজর রয়েছে সকলের ৷
তবে বিজেপির একটি সূত্র জানাচ্ছে যে মমতার দুয়ারে রেশনের পাল্টা এক দেশ, এক রেশন কার্ডের কথা তুলে ধরা হবে ইস্তাহারে ৷ তাছাড়া শিক্ষা-স্বাস্থ্য নিয়ে স্পষ্ট ব্যাখ্যা থাকবে ৷ বিশেষ করে জেলায় জেলায় তৈরি হওয়া সুপার স্পেশালিটি হাসপাতালগুলিতে পরিষেবা না পাওয়ার যে অভিযোগ ওঠে, তা নির্মূল করতে বিশেষ বার্তা দেওয়া হবে ৷
আরও পড়ুন : 50-55 বছর ধরে বাংলার বিকাশ ডাউন, মোদির নিশানায় কং-বাম-তৃণমূল
কিন্তু শেষ পর্যন্ত ঠিক কী কী থাকবে, এখন সেটাই দেখার ৷ তার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘণ্টা ৷