ETV Bharat / city

তৃণমূলের প্রতিশ্রুতির সঙ্গে বিজেপির ইস্তাহারে মিল ঘিরে বিতর্ক - বিজেপির প্রতিশ্রুতি

রবিবার ইস্তাহার প্রকাশ করল বিজেপি ৷ সেখানে তৃণমূলের ইস্তাহারের কিছু প্রতিশ্রুতির সঙ্গে মিল রয়েছে ৷ তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ৷

তৃণমূলের প্রতিশ্রুতির সঙ্গে বিজেপির ইস্তাহারে মিল ঘিরে বিতর্ক
তৃণমূলের প্রতিশ্রুতির সঙ্গে বিজেপির ইস্তাহারে মিল ঘিরে বিতর্ক
author img

By

Published : Mar 21, 2021, 9:22 PM IST

Updated : Mar 21, 2021, 9:35 PM IST

কলকাতা, 21 মার্চ : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য ইস্তাহার প্রকাশ করল বিজেপি ৷ কিন্তু সেই ইস্তাহারে এমন কয়েকটি বিষয় থেকে গেল যার সঙ্গে মিল পাওয়া যাচ্ছে তৃণমূলের ইস্তাহারেরও ৷

রবিবার বিধাননগরের এক সংস্কৃতি কেন্দ্রে ইস্তাহার প্রকাশ করে বিজেপি ৷ দলের হেভিওয়েট নেতা অমিত শাহের হাত দিয়ে ইস্তাহার প্রকাশ করা হয় ৷ পরে ইস্তাহার নিয়ে একাধিক বিষয়ের উল্লেখ করেন বিজেপির এই হেভিওয়েট নেতা ৷

ইস্তাহার থেকে অমিত শাহের উল্লেখ করা বিষয়গুলির মধ্যে রয়েছে - ওবিসির মধ্যে মাহিষ্য, তিলি ইত্যাদি পিছিয়ে পড়া সম্প্রদায়কে আনার চেষ্টা করা হবে, প্রতিটি পরিবারের অন্তত একজন সদস্যকে কর্মসংস্থানের নিশ্চিয়তা দেওয়া হবে, বিধবাদের পেনশন 1 হাজার থেকে 3 হাজার টাকা করা হবে, পুরোহিত কল্যাণ বোর্ড গড়া হবে ও পুরোহিতদের ভাতার ব্যবস্থা করা হবে এবং অন্নপূর্ণা ক্যান্টিন হবে রাজ্যজুড়ে ৷

এই বিষয়গুলির অনেক কিছু তৃণমূল কংগ্রেসের ইস্তাহারে ছিল বলে অভিযোগ ৷ যেমন - মাহিষ্য-তিলি ইত্যাদি সম্প্রদায়ের বিষয়টি ৷ তৃণমূল কংগ্রেসের ইস্তাহারের এই সম্প্রদায়কে ওবিসির সমান সুবিধা দেওয়ার জন্য টাস্ক ফোর্স গঠন করার কথা বলা হয়েছে ৷ তাছাড়া বিধবাদের পেনশনের কথাও ছিল তৃণমূলের ইস্তাহারে ৷ যা বিজেপির ইস্তাহারেও রয়েছে ৷ আর তৃণমূল যেভাবে মা ক্যান্টিন চালু করেছে ৷ বিজেপির অন্নপূর্ণা ক্যান্টিনের মধ্যেও তারই ছায়া দেখা যাচ্ছে বলে অনেকে মনে করছেন ৷

আরও পড়ুন : সরকারি চাকরিতে মহিলাদের সংরক্ষণের সংকল্প বিজেপির

স্বাভাবিক ভাবেই তাই এই বিষয়গুলি নিয়ে সরব হয়েছে তৃণমূল ৷ বিজেপির ইস্তাহার প্রকাশ শেষ হতেই তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন শাসক দলের সাংসদ সৌগত রায় ৷

কলকাতা, 21 মার্চ : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য ইস্তাহার প্রকাশ করল বিজেপি ৷ কিন্তু সেই ইস্তাহারে এমন কয়েকটি বিষয় থেকে গেল যার সঙ্গে মিল পাওয়া যাচ্ছে তৃণমূলের ইস্তাহারেরও ৷

রবিবার বিধাননগরের এক সংস্কৃতি কেন্দ্রে ইস্তাহার প্রকাশ করে বিজেপি ৷ দলের হেভিওয়েট নেতা অমিত শাহের হাত দিয়ে ইস্তাহার প্রকাশ করা হয় ৷ পরে ইস্তাহার নিয়ে একাধিক বিষয়ের উল্লেখ করেন বিজেপির এই হেভিওয়েট নেতা ৷

ইস্তাহার থেকে অমিত শাহের উল্লেখ করা বিষয়গুলির মধ্যে রয়েছে - ওবিসির মধ্যে মাহিষ্য, তিলি ইত্যাদি পিছিয়ে পড়া সম্প্রদায়কে আনার চেষ্টা করা হবে, প্রতিটি পরিবারের অন্তত একজন সদস্যকে কর্মসংস্থানের নিশ্চিয়তা দেওয়া হবে, বিধবাদের পেনশন 1 হাজার থেকে 3 হাজার টাকা করা হবে, পুরোহিত কল্যাণ বোর্ড গড়া হবে ও পুরোহিতদের ভাতার ব্যবস্থা করা হবে এবং অন্নপূর্ণা ক্যান্টিন হবে রাজ্যজুড়ে ৷

এই বিষয়গুলির অনেক কিছু তৃণমূল কংগ্রেসের ইস্তাহারে ছিল বলে অভিযোগ ৷ যেমন - মাহিষ্য-তিলি ইত্যাদি সম্প্রদায়ের বিষয়টি ৷ তৃণমূল কংগ্রেসের ইস্তাহারের এই সম্প্রদায়কে ওবিসির সমান সুবিধা দেওয়ার জন্য টাস্ক ফোর্স গঠন করার কথা বলা হয়েছে ৷ তাছাড়া বিধবাদের পেনশনের কথাও ছিল তৃণমূলের ইস্তাহারে ৷ যা বিজেপির ইস্তাহারেও রয়েছে ৷ আর তৃণমূল যেভাবে মা ক্যান্টিন চালু করেছে ৷ বিজেপির অন্নপূর্ণা ক্যান্টিনের মধ্যেও তারই ছায়া দেখা যাচ্ছে বলে অনেকে মনে করছেন ৷

আরও পড়ুন : সরকারি চাকরিতে মহিলাদের সংরক্ষণের সংকল্প বিজেপির

স্বাভাবিক ভাবেই তাই এই বিষয়গুলি নিয়ে সরব হয়েছে তৃণমূল ৷ বিজেপির ইস্তাহার প্রকাশ শেষ হতেই তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন শাসক দলের সাংসদ সৌগত রায় ৷

Last Updated : Mar 21, 2021, 9:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.