কলকাতা, 9 এপ্রিল : যে সংখ্যালঘুরা একসময় মমতা বন্দ্য়োপাধ্যায়ের নিশ্চিত ভোটার ছিলেন ৷ তাঁরা এখন আর তৃণমূলের সঙ্গে নেই ৷ আর সেটা বুঝতে পেরেই মমতা সংখ্যালঘু ভোটারদের এক হওয়ার কথা বলছেন ৷
অন্তত এমনটাই মনে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম হেভিওয়েট নেতা অমিত শাহ ৷ শুক্রবার তিনি কলকাতায় সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানেই তিনি এই মত পোষণ করেছেন ৷
উল্লেখ্য, সংখ্যালঘু ভোটারদের এক হওয়ার আবেদন করতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ একেবারে নির্বাচনী জনসভা থেকে তিনি এই আবেদন করেছেন ৷ যা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে ৷ নির্বাচনে কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি ৷ তার প্রেক্ষিতে মমতাকে নোটিসও দিয়েছে নির্বাচন কমিশন ৷
এদিন সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অমিত শাহ বলেন, ‘‘যেভাবে সংখ্যালঘু ভোটকে এক হতে বলছে, তাতে প্রমাণ হয় যে ওই ভোট ব্যাঙ্ক তাঁর থেকে সরে যাচ্ছে ৷ এসব না করে দিদির উচিত হারের কারণ পর্যালোচনা করেন ৷’’
তাঁর আরও দাবি, যাঁদের এই ভোট ভাগ হতে না দেওয়ার আবেদন করা হচ্ছে ৷ তাঁরাও যেমন বিষয়টি শুনছেন ৷ তেমন বাকিরাও শুনছেন ৷ তাই উভয়পক্ষই সব বুঝে নিশ্চয় ভোটদান করবেন ৷
অমিত শাহের অভিযোগ, অনুপ্রবেশের কারণে বাংলার মানুষ মমতার উপর রেগে ৷ তুষ্টিকরণের রাজনীতির জন্য বাংলার মানুষ মমতার বিরুদ্ধে চলে গিয়েছেন ৷ তাছাড়া সবরকম দুর্নীতির সঙ্গে তৃণমূলের যোগ প্রমাণিত হয়েছে ৷ তাই তৃণমূলকে উদ্দেশ্য করে তাঁর প্রশ্ন, তাহলে কীসের ভিত্তিতে ভোট চাইছে তৃণমূল ?
একই সঙ্গে তিনি আবার কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলিকে বাংলায় চালু করতে না দেওয়া নিয়ে সরব হয়েছেন ৷ তাঁর দাবি, মোদিক জনপ্রিয়তা যাতে বেড়ে না যায়, সেই ভয়ের কারণে কেন্দ্রীয় প্রকল্পের কাজ এখানে করতে দেওয়া হয়নি ৷
আরও পড়ুন : হারের অজুহাত সাজাতেই ভোটের হিংসার দাবি মমতার, দাবি অমিতের
এদিন ইমাম ভাতার প্রসঙ্গও উঠেছে অমিত শাহর সাংবাদিক বৈঠকে ৷ বিজেপি এই রাজ্যের ক্ষমতায় এলে কি ইমাম ভাতা উঠে যাবে ? তিনি জানান, কোনও ধর্মের সঙ্গে পক্ষপাতে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না ৷ নতুন যে সরকার হবে, তারাই এই নিয়ে সিদ্ধান্ত নেবে ৷