ETV Bharat / city

মঙ্গলে মহাযুদ্ধ, দফা তিনে নজরে হেভিওয়েট থেকে তারকা

মঙ্গলবার তৃতীয় দফায় দক্ষিণ 24 পরগনার 16 আসন, হাওড়ার 7 আসন ও হুগলির 8 টি বিধানসভা আসনে ভাগ্য নির্ধারণ হবে মোট 205 জন প্রার্থীর ৷ এর মধ্যে 192 জন পুরুষ ও 13 মহিলা প্রার্থী রয়েছেন ৷

bengal-election-2021-3rd-phase-assembly-election-preview
bengal-election-2021-3rd-phase-assembly-election-preview
author img

By

Published : Apr 5, 2021, 2:05 PM IST

Updated : Apr 5, 2021, 3:07 PM IST

কলকাতা, 5 এপ্রিল : দু‘দফার ভোট হয়ে গিয়েছে ৷ ঘামছোটা গ্রীষ্মের পারদ ছাপিয়ে চড়ছে ভোটের উত্তাপ ৷ মঙ্গলবার তৃতীয় দফার ভোট ৷ দক্ষিণ 24 পরগনা, হাওড়া ও হুগলির 31 বিধানসভা আসনে লড়াই হতে চলেছে আগামীকাল ৷ গত দুই বারের মতোই এবারেও বেশ কিছু আসনে থাকবে বিশেষ নজর ৷ তার মধ্যে কোথাও রয়েছেন হেভিওয়েট প্রার্থী, কোথাও রয়েছেন তারকা প্রার্থী ৷

bengal-election-2021-3rd-phase-assembly-election-preview
ভোট গ্রহণ হবে যে 31 কেন্দ্রে

দক্ষিণ 24 পরগনার বারুইপুর পশ্চিমে তৃতীয়বার জয়ের খোঁজে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় । তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী দেবোপম চট্টোপাধ্যায় । অন্যদিকে দক্ষিণ 24 পরগনারই রায়দিঘিতে ফের একবার সিপিএম প্রার্থী বর্ষীয়ান বাম নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় । 2011 ও 2016 সালে তৃণমূলের তারকা প্রার্থী দেবশ্রী রায়ের কাছে হারতে হয়েছিল তাঁকে । যদিও এ বার দেবশ্রীকে টিকিট দেয়নি তৃণমূল । প্রার্থী করা হয়েছে অলোক জলদাতাকে । হুগলির তারকেশ্বর কেন্দ্রও থাকছে নজরে । এই কেন্দ্রে এ বার তৃণমূল প্রার্থী রমেন্দু সিংহরায় । বিজেপির হেভিওয়েট প্রার্থী রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত । দু‘দিন আগেই তারকেশ্বরে জনসভা করেছেন নরেন্দ্র মোদি । পালাবদলে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির । উলুবেড়িয়া উত্তরে তৃণমূল প্রার্থী রাজ্যের মন্ত্রী নির্মল মাজি ৷ হাওড়ার শ্যামপুরের লড়াইও কম জমজমাট নয় ৷ এখানে বিজেপি প্রার্থী টলি অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী । তাঁকে লড়তে হবে তৃণমূলের চার বারের বিধায়ক প্রার্থী কালীপদ মণ্ডলের সঙ্গে । অন্য প্রতিপক্ষ কংগ্রেসের অমিতাভ চক্রবর্তী । নজরে উলুবেড়িয়া দক্ষিণও ৷ সৌজন্যে আরেক টলি অভিনেত্রী পাপিয়া অধিকারী ৷ তিনিই এবার এই কেন্দ্রে বিজেপি প্রার্থী ৷ এখানে তৃণমূল প্রার্থী পুলক রায় । তৃতীয় দফায় সুজাতাও কৌতূহলের কেন্দ্রে ৷ বিষ্ণপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ ৷ হুগলির আরামবাগে এবারের তৃণমূল প্রার্থী সুজাতা । প্রতিপক্ষ বিজেপির প্রার্থী মধুসূদন বাগ ও সিপিআইএমএর শক্তিমোহন মালিক ৷

bengal-election-2021-3rd-phase-assembly-election-preview
31 আসনে কোন দল কোথায়

আরও পড়ুন: চুঁচুড়ার সভায় বাবুল-লকেটকে তীব্র কটাক্ষ মমতার

মঙ্গলবার তৃতীয় দফায় দক্ষিণ 24 পরগনা 16 আসন, হাওড়ার 7 আসন ও হুগলির 8 টি বিধানসভা আসনে ভাগ্য নির্ধারণ হবে মোট 205 জন প্রার্থীর ৷ এর মধ্যে 192 জন পুরুষ ও 13 মহিলা প্রার্থী রয়েছেন ৷ 3 জেলায় মোট পোলিং বুথের সংখ্যা 10 হাজার 871 ৷ এর মধ্যে নির্ধারিত বুথের সংখ্য 8 হাজার 480টি ৷ করোনার কারণে অতিরিক্ত 2 হাজার 391টি বুথ করা হয়েছে ৷

bengal-election-2021-3rd-phase-assembly-election-preview
তৃতীয় দফার আসনের অঙ্ক

3 জেলায় মোট ভোটারের সংখ্যা 78 লাখ 52 হাজার 425 ৷ পুরুষ ভোটারের সংখ্য 39 লাখ 93 হাজার 280 ৷ মহিলা ভোটার 38 লাখ 58 হাজার 902 ৷ তৃতীয় লিঙ্গের ভোটার 243 ৷ প্রথম দুই দফার মতোই কালও ভোট শুরু হবে সকাল 7টায়, ভোটপর্ব চলবে সন্ধে সাড়ে 6টা অবধি ৷

কলকাতা, 5 এপ্রিল : দু‘দফার ভোট হয়ে গিয়েছে ৷ ঘামছোটা গ্রীষ্মের পারদ ছাপিয়ে চড়ছে ভোটের উত্তাপ ৷ মঙ্গলবার তৃতীয় দফার ভোট ৷ দক্ষিণ 24 পরগনা, হাওড়া ও হুগলির 31 বিধানসভা আসনে লড়াই হতে চলেছে আগামীকাল ৷ গত দুই বারের মতোই এবারেও বেশ কিছু আসনে থাকবে বিশেষ নজর ৷ তার মধ্যে কোথাও রয়েছেন হেভিওয়েট প্রার্থী, কোথাও রয়েছেন তারকা প্রার্থী ৷

bengal-election-2021-3rd-phase-assembly-election-preview
ভোট গ্রহণ হবে যে 31 কেন্দ্রে

দক্ষিণ 24 পরগনার বারুইপুর পশ্চিমে তৃতীয়বার জয়ের খোঁজে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় । তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী দেবোপম চট্টোপাধ্যায় । অন্যদিকে দক্ষিণ 24 পরগনারই রায়দিঘিতে ফের একবার সিপিএম প্রার্থী বর্ষীয়ান বাম নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় । 2011 ও 2016 সালে তৃণমূলের তারকা প্রার্থী দেবশ্রী রায়ের কাছে হারতে হয়েছিল তাঁকে । যদিও এ বার দেবশ্রীকে টিকিট দেয়নি তৃণমূল । প্রার্থী করা হয়েছে অলোক জলদাতাকে । হুগলির তারকেশ্বর কেন্দ্রও থাকছে নজরে । এই কেন্দ্রে এ বার তৃণমূল প্রার্থী রমেন্দু সিংহরায় । বিজেপির হেভিওয়েট প্রার্থী রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত । দু‘দিন আগেই তারকেশ্বরে জনসভা করেছেন নরেন্দ্র মোদি । পালাবদলে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির । উলুবেড়িয়া উত্তরে তৃণমূল প্রার্থী রাজ্যের মন্ত্রী নির্মল মাজি ৷ হাওড়ার শ্যামপুরের লড়াইও কম জমজমাট নয় ৷ এখানে বিজেপি প্রার্থী টলি অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী । তাঁকে লড়তে হবে তৃণমূলের চার বারের বিধায়ক প্রার্থী কালীপদ মণ্ডলের সঙ্গে । অন্য প্রতিপক্ষ কংগ্রেসের অমিতাভ চক্রবর্তী । নজরে উলুবেড়িয়া দক্ষিণও ৷ সৌজন্যে আরেক টলি অভিনেত্রী পাপিয়া অধিকারী ৷ তিনিই এবার এই কেন্দ্রে বিজেপি প্রার্থী ৷ এখানে তৃণমূল প্রার্থী পুলক রায় । তৃতীয় দফায় সুজাতাও কৌতূহলের কেন্দ্রে ৷ বিষ্ণপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ ৷ হুগলির আরামবাগে এবারের তৃণমূল প্রার্থী সুজাতা । প্রতিপক্ষ বিজেপির প্রার্থী মধুসূদন বাগ ও সিপিআইএমএর শক্তিমোহন মালিক ৷

bengal-election-2021-3rd-phase-assembly-election-preview
31 আসনে কোন দল কোথায়

আরও পড়ুন: চুঁচুড়ার সভায় বাবুল-লকেটকে তীব্র কটাক্ষ মমতার

মঙ্গলবার তৃতীয় দফায় দক্ষিণ 24 পরগনা 16 আসন, হাওড়ার 7 আসন ও হুগলির 8 টি বিধানসভা আসনে ভাগ্য নির্ধারণ হবে মোট 205 জন প্রার্থীর ৷ এর মধ্যে 192 জন পুরুষ ও 13 মহিলা প্রার্থী রয়েছেন ৷ 3 জেলায় মোট পোলিং বুথের সংখ্যা 10 হাজার 871 ৷ এর মধ্যে নির্ধারিত বুথের সংখ্য 8 হাজার 480টি ৷ করোনার কারণে অতিরিক্ত 2 হাজার 391টি বুথ করা হয়েছে ৷

bengal-election-2021-3rd-phase-assembly-election-preview
তৃতীয় দফার আসনের অঙ্ক

3 জেলায় মোট ভোটারের সংখ্যা 78 লাখ 52 হাজার 425 ৷ পুরুষ ভোটারের সংখ্য 39 লাখ 93 হাজার 280 ৷ মহিলা ভোটার 38 লাখ 58 হাজার 902 ৷ তৃতীয় লিঙ্গের ভোটার 243 ৷ প্রথম দুই দফার মতোই কালও ভোট শুরু হবে সকাল 7টায়, ভোটপর্ব চলবে সন্ধে সাড়ে 6টা অবধি ৷

Last Updated : Apr 5, 2021, 3:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.