কলকাতা, 18 এপ্রিল: আগামী 29 এপ্রিল বিধানসভা ভোট এন্টালিতে । তার ঠিক আগের মুহূর্তে বোমাবাজি এবং বোমা মজুত করে রাখার ঘটনা চিন্তায় ফেলেছে লালবাজারকে । এর আগেও এলাকায় একাধিকবার রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের খবর সামনে আসে। এ বার বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে । এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিশ । দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ ৷
বৃহস্পতিবার রাতে প্রগতি ময়দান থানা এলাকার খানাবাড়ি এলাকায় ব্যাপক বোমাবাজির ঘটনা সামনে আসে । এই ঘটনায় দুটি রাজনৈতিক দল গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়ে বলে অভিযোগ । এই ঘটনায় প্রগতি ময়দান এবং এন্টালি থানার পাশাপাশি সমান্তরালভাবে তদন্ত চালাচ্ছিলেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা ।
আরও পড়ুন: এক ফোঁটা জলও নয় রোজায়, প্রশংসা করে দিন পিছলেন বিচারপতি চন্দ্রচূড়
অবশেষে শনিবার ভোররাতে পল্টু এবং তার সাগরেদকে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করে কলকাতা পুলিশ । কোথা থেকে তারা বোমা পেয়েছিল, এবং কার অঙ্গুলিহেলনে এই ঘটনা ঘটেছে, তার পূর্ণ তদন্ত করে দেখতে চায় লালবাজার ।