কলকাতা, 10 অক্টোবর : বেহালা জয়রামপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি প্রতিবারের মতো এবারেও তাদের পুজোর ভাবনায় এনেছে থিমের ছোঁয়া। এবার তাদের পুজোর থিম 'প্রস্তুতি'।
করোনা আবহে মানুষের কাছে প্রধান চিন্তার বিষয় ছিল, কীভাবে তাঁরা নিজেদের প্রাণ বাঁচাবেন। কীভাবে বাঁচাবে নিজেদের কাজ। এই পরিস্থিতিতেও আবার কিছু সংখ্যক মানুষ যে যেভাবে পেরেছেন অন্যের পাশে এসে দাঁড়িয়েছেন। অতিমারির মধ্যে, ডাক্তার, নার্স, পুলিশ কর্মী, সমাজকর্মী বা সাফাই কর্মীরা যে ভূমিকা পালন করেছেন, তা সত্যিই অতুলনীয়। মূলত সেই দিকটিকেই থিমের মাধ্যমে তুলে ধরতে চেয়েছে ক্লাব কর্তৃপক্ষ ৷ এবারের পুজোয় তাদের ট্যাগ লাইন 'দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ'।
আরও পড়ুন : Durga Puja: বোড়াল পার্লামেন্ট ক্লাবে দেবীর দশমহাবিদ্যা রূপ
এই পুজোর প্রতিমা এবং মণ্ডপের ভাবনায় রয়েছেন শিল্পী উপাসনা চট্টোপাধ্যায় ৷ তাঁর কথায়,"পুজোর এই কদিন যাঁরা ঠাকুর দেখতে রাস্তায় ঢল নামান তাঁরা আসলে আনন্দ খোঁজেন। তাই আমার এবারের প্রতিমার থিম 'আনন্দ'। একই সঙ্গে রয়েছে মূল মণ্ডপ ভাবনা 'প্রস্তুতি'। এই করোনা আবহে আমরা অনেকটাই পিছিয়ে পড়েছি। সব কাজই প্রায় প্রস্তুতিতেই থেমে গিয়েছিল। আবারও আমরা ভাল ভাবে বাঁচার জন্য প্রস্তুতি শুরু করেছি। বিপদে সবাই সবার পাশে এসে দাঁড়িয়েছে। এই সব কিছু নিয়েই এবারের থিম।"
ক্লাব সদস্য বরুণ দত্ত জানিয়েছেন, করোনা বিধি মেনেই এই পুজোতেও তৈরি হয়েছে উন্মুক্ত মণ্ডপ। কেউ অঞ্জলি দিতে চাইলে তা দিতে হবে মণ্ডপের বাইরে রাস্তায় দাঁড়িয়ে। প্রতিমা বরণ করতে মণ্ডপের ভিতরে ভিড় করতে দেওয়া হবে না। বরং মা'ই মণ্ডপ ছেড়ে বেরিয়ে আসবেন বাইরে।