কলকাতা, 29 সেপ্টেম্বর : নিম্নচাপের জেরে হওয়া বৃষ্টিতে জলমগ্ন গোটা কলকাতা এবং তার সংলগ্ন অঞ্চল ৷ দুপুরের পর থেকে বৃষ্টি কমে গেলও এখনও জলমগ্ন হয়ে রয়েছে কলকাতার অধিকাংশ এলাকা ৷ আর তারই মধ্যে আগামিকাল ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ৷ যেখানে প্রার্থী খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু, সেই কেন্দ্রের অলিতে গলিতে জমে রয়েছে হাঁটু সমান জল ৷ আর এই জমা জলের মধ্যেই আগামিকাল নির্বাচন ৷ প্রশ্ন উঠছে তবে কি জমা জলেই ভোটের লাইনে দাঁড়াতে হবে ভোটারদের ? যদিও, কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসকের দাবি, আজ মাঝরাতের মধ্যে ভবানীপুর সহ পুরো কলকাতার জল নেমে যাবে ৷
এ দিন কলকাতা পৌরনিগম থেকে ফিরহাদ জানান, আজ মধ্য রাতের মধ্যে ভবানীপুর সহ গোটা কলকাতা শহরের সব জায়গা থেকে জল নেমে যাবে ৷ ভবানীপুর বিধানসভার খিদিরপুর এলাকা বাদ দিয়ে প্রায় সব জায়গায় জল নেমে গেছে ৷ খিদিরপুরের জল অনেকটা নেমেছে ৷ আশা করা যাচ্ছে ভাটা শুরু হলে, আজ রাত 12 টার মধ্যে পুরো জল নেমে যাবে ৷ ফিরহাদ এও বলেন, খোদ মুখ্যমন্ত্রী তাঁরে নির্দেশ দিয়েছেন ভোটাররা যাতে নিশ্চিন্তে ভোট দিতে পারেন তার ব্যবস্থা করতে ৷
আরও পড়ুন : Ahiritola Building Collapse : আহিরীটোলায় বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মৃত এক শিশু-সহ 2
তবে, রাস্তার জমা জল নামানোর ক্ষেত্রে পৌরনিগমের মুখ্য প্রশাসকের এই তৎপরতা পিছনে আরও একটি কারণ রয়েছে বলে জানা গিয়েছে ৷ নির্বাচন কমিশনের তরফে কলকাতার পুর কমিশনার বিনোদ কুমারকে নির্দেশ দেওয়া হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, ভোট কেন্দ্রগুলির বাইরে যাতে জল জমে না থাকে, সেই ব্যবস্থা করতে ৷ সেই নির্দেশিকা আসার পরেই কলকাতা পৌরনিগমের জল নামানোর তৎপরতা আরও বেড়ে যায় ৷ ফল স্বরূপ দুপুরের পর শহরের বেশ কিছু এলাকার জল নিমেষের মধ্যে গায়েব হয়ে যায় ৷
আরও পড়ুন : Kolkata rain : একটানা বৃষ্টিতে ফের জলমগ্ন কলকাতার উত্তর থেকে দক্ষিণ
তবে, এই জল নামানোর তৎপরতা অন্য সময় কেন দেখা যায় না ? সেই প্রশ্নও উঠতে শুরু করেছে ৷ তবে, কি মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে ভোটে দাঁড়িয়েছেন এবং তাঁর জয় তৃণমূল পরিচালিত সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ সেই কারণেই প্রশাসনের এই তৎপরতা ? প্রশ্ন বিভিন্ন মহলের ৷ অভিযোগ উঠেছে, অন্যসময় শহরের জমা জল নামাতে এত তৎপরতা কেন দেখায় না ? তবে, কি শুধুই শাসকদলের স্বার্থ রক্ষার্থেই প্রশাসন তৎপর ? এমন একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ৷
আরও পড়ুন : Weather Forecast : কলকাতায় মধ্যরাত থেকে চলছে বৃষ্টি, তিন জেলায় জারি লাল সতর্কতা
অন্যদিকে, ভবানীপুরের উপনির্বাচনে অতিরিক্ত 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে বিজেপিকে তোপ দেগেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ বিজেপিকে নিশানা করে তিনি বলেন, বিজেপি পরাজয়ের আতঙ্কে ভুগছে ৷ তাই নির্বাচন কমিশনকে ব্যতিব্যস্ত করছে ৷ তাঁর অটুট বিশ্বাস, 15 কোম্পানি বাহিনী দিক বা 50 কোম্পানি ৷ ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনে জিতবেন ৷