ETV Bharat / city

Abhishek Banerjee appeals in HC: চোখ দেখাতে বিদেশে যেতে নিষেধাজ্ঞা ইডির, হাইকোর্টে অভিষেক

author img

By

Published : Jun 2, 2022, 12:28 PM IST

চোখ দেখাতে বিদেশে যেতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee appeals in Calcutta High Court)। তবে তাতে নিষেধাজ্ঞা জারি করেছে ইডি ৷ এর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক (Abhishek Banerjee appeals in HC)৷

abhishek-banerjee-appeals-in-calcutta-high-court-to-stay-ed-travel-ban-order
চোখ দেখাতে বিদেশে যেতে নিষেধাজ্ঞা ইডির, হাইকোর্টে অভিষেক

কলকাতা, 2 জুন: ইডি-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee appeals in Calcutta High Court)।

চোখের চিকিৎসা করাতে তাঁকে দুবাই যেতে হয় ৷ সেই কারণে 3-10 জুনের মধ্যে যাতে কয়লা পাচার কাণ্ডে তাঁকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ডেকে না পাঠায়, এই মর্মে ইডি-কে চিঠি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । কিন্তু ইডির পক্ষ থেকে অভিষেককে নোটিস দিয়ে জানানো হয়, তিনি যেন দেশের বাইরে না যান (ED travel ban order)। ইডির নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ বিচারপতি বিবেক চৌধুরীর বেঞ্চে দুপুর 2টোয় জরুরি ভিত্তিতে শুনানি হবে এই মামলার (Abhishek Banerjee appeals in HC)।

আরও পড়ুন: AITC Supports Abhishek : বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্যে বাধা নেই, অভিষেকের বক্তব্য অবমাননাকর নয় : চন্দ্রিমা

সম্প্রতি কয়লা পাচার কাণ্ডে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি । কিন্তু অভিষেক সব প্রশ্নের উত্তর দেননি বলে উল্লেখ করে ইডি । সেই কারণে ফের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷

কলকাতা, 2 জুন: ইডি-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee appeals in Calcutta High Court)।

চোখের চিকিৎসা করাতে তাঁকে দুবাই যেতে হয় ৷ সেই কারণে 3-10 জুনের মধ্যে যাতে কয়লা পাচার কাণ্ডে তাঁকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ডেকে না পাঠায়, এই মর্মে ইডি-কে চিঠি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । কিন্তু ইডির পক্ষ থেকে অভিষেককে নোটিস দিয়ে জানানো হয়, তিনি যেন দেশের বাইরে না যান (ED travel ban order)। ইডির নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ বিচারপতি বিবেক চৌধুরীর বেঞ্চে দুপুর 2টোয় জরুরি ভিত্তিতে শুনানি হবে এই মামলার (Abhishek Banerjee appeals in HC)।

আরও পড়ুন: AITC Supports Abhishek : বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্যে বাধা নেই, অভিষেকের বক্তব্য অবমাননাকর নয় : চন্দ্রিমা

সম্প্রতি কয়লা পাচার কাণ্ডে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি । কিন্তু অভিষেক সব প্রশ্নের উত্তর দেননি বলে উল্লেখ করে ইডি । সেই কারণে ফের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.