কলকাতা, 2 জুন: ইডি-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee appeals in Calcutta High Court)।
চোখের চিকিৎসা করাতে তাঁকে দুবাই যেতে হয় ৷ সেই কারণে 3-10 জুনের মধ্যে যাতে কয়লা পাচার কাণ্ডে তাঁকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ডেকে না পাঠায়, এই মর্মে ইডি-কে চিঠি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । কিন্তু ইডির পক্ষ থেকে অভিষেককে নোটিস দিয়ে জানানো হয়, তিনি যেন দেশের বাইরে না যান (ED travel ban order)। ইডির নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ বিচারপতি বিবেক চৌধুরীর বেঞ্চে দুপুর 2টোয় জরুরি ভিত্তিতে শুনানি হবে এই মামলার (Abhishek Banerjee appeals in HC)।
সম্প্রতি কয়লা পাচার কাণ্ডে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি । কিন্তু অভিষেক সব প্রশ্নের উত্তর দেননি বলে উল্লেখ করে ইডি । সেই কারণে ফের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷