কলকাতা, 22 নভেম্বর : রাজ্যপালের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান । দার্জিলিঙে রাজভবনে দু'জনে বৈঠক করেন । রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে দু'জনের মধ্যে আলোচনা হয় ।
নিজের টুইটার হ্যান্ডল থেকে এই বিষয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন রাজ্যপাল জগদীপ ধনকড় । সেখানে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের আক্রমণ করেন তিনি । রাজ্যপাল বলেন, "আবদুল মান্নানও জানিয়েছেন, রাজ্যের সরকার রাজনৈতিকভাবে চলছে । দুর্নীতি ও অপরাধে ভরে গেছে । এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত । যারা জনগণের কাজে নিযুক্ত তাঁরা রাজনৈতিক ছায়া থেকে বের হতে পারছেন না ।"
রাজ্যপালের মতে, বাংলায় নিরপেক্ষ নির্বাচন করতে গেলে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন । সময় থাকতে এই পদক্ষেপ করতে হবে বলে তিনি জানান । পাশাপাশি বলেন, "কেন্দ্রীয় বাহিনীকে যেন নিরপেক্ষ ব্যক্তি নিয়ন্ত্রণ করেন । তা না হলে সমস্যা । নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্রের জন্য অতি আবশ্যিক ।"