ETV Bharat / city

5 হাজার ছুঁতে চলল রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা - কোরোনা সংক্রমণ

রাজ্যে পাঁচ হাজার ছুঁতে চলল কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 230 জনের ৷

COVID-19
COVID-19
author img

By

Published : May 29, 2020, 7:22 PM IST

কলকাতা, 29 মে: রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছুঁইছুঁই ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়েছে 277 জন ৷ এর ফলে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 4 হাজার 813 ৷

রাজ্যে পরিযায়ী শ্রমিকরা ফেরার পরেই বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ গতকাল রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়েছিল 344 জন । যা একদিনে সর্বোচ্চ । আজ সেই সংখ্যাটা কিছুটা কমে দাঁড়িয়েছে 277-এ ৷

অন্যদিকে বেড়েছে মৃতের সংখ্যাও ৷ একদিনে রাজ্যে কোরোনা সংক্রমণে মৃত্যু হয়েছে সাতজনের ৷ মৃতের মোট সংখ্যা বর্তমানে 230 ৷ কো-মর্ডিবিটিতে মৃত্যু 72 জনের ৷

এদিকে সুস্থ হওয়ার সংখ্যাও বেড়েছে রাজ্যে ৷ আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 107 জন কোরোনা আক্রান্ত ৷ বর্তমানে অ্যাকটিভ কোরোনা আক্রান্তের সংখ্যা 2 হাজার 736 ৷ এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 1 হাজার 755 জন ৷

রাজ্যে আজ মোট 9 হাজার 282টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত 1 লাখ 75 হাজার 769টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এরমধ্যে 2.60 শতাংশের রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷

কলকাতা, 29 মে: রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছুঁইছুঁই ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়েছে 277 জন ৷ এর ফলে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 4 হাজার 813 ৷

রাজ্যে পরিযায়ী শ্রমিকরা ফেরার পরেই বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ গতকাল রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়েছিল 344 জন । যা একদিনে সর্বোচ্চ । আজ সেই সংখ্যাটা কিছুটা কমে দাঁড়িয়েছে 277-এ ৷

অন্যদিকে বেড়েছে মৃতের সংখ্যাও ৷ একদিনে রাজ্যে কোরোনা সংক্রমণে মৃত্যু হয়েছে সাতজনের ৷ মৃতের মোট সংখ্যা বর্তমানে 230 ৷ কো-মর্ডিবিটিতে মৃত্যু 72 জনের ৷

এদিকে সুস্থ হওয়ার সংখ্যাও বেড়েছে রাজ্যে ৷ আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 107 জন কোরোনা আক্রান্ত ৷ বর্তমানে অ্যাকটিভ কোরোনা আক্রান্তের সংখ্যা 2 হাজার 736 ৷ এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 1 হাজার 755 জন ৷

রাজ্যে আজ মোট 9 হাজার 282টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত 1 লাখ 75 হাজার 769টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এরমধ্যে 2.60 শতাংশের রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.