খড়গপুর, 21 ডিসেম্বর : দু'দিনের মধ্যে ছিনতাই হওয়া 10 লাখ টাকা উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ৷ ওই ছিনতাইয়ের সঙ্গে জড়িত 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷
খড়গপুরের অভিষেক জিন্দালের 10 লাখ টাকা ছিনতাই করে নেয় ছিনতাইবাজরা ৷ অভিষেক জিন্দাল পেশায় ঠিকাদার ৷ দিন 2 আগে অভিষেকবাবুর কর্মচারী আমিনুল মোটর গাড়ি করে 10 লাখ টাকা নিয়ে বালেশ্বর থেকে ফিরছিলেন ৷ বালেশ্বর থেকে খড়গপুরগামী রাস্তায় হঠাৎ কিছু দুষ্কৃতী টাকাটা ছিনতাই করে নেয় ৷ খড়গপুর লোকাল থানায় অভিষেকবাবু অভিযোগ দায়ের করেন ৷
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে খড়গপুর থানার পুলিশ ৷ প্রথমে কর্মচারী আমিনুলকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তার কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে ৷ এছাড়া পুলিশ জানতে পারে ছিনতাইয়ের ঘটনাটি পুরোপুরি সাজানো ৷ জেরার মুখে পড়ে আমিনুল স্বীকার করে নেয় এবং তার সঙ্গে বন্ধু আব্বাসও জড়িত বলে জানায় ৷
খড়গপুর থানার পুলিশসহ জেলা পুলিশ সুপার আব্বাসকে বীরভূমের মহম্মদ বাজার থেকে গ্রেপ্তার করে ৷ একইসঙ্গে ছিনতাই হওয়া 10 লাখ টাকার মধ্যে 9 লাখ 84 হাজার 500 টাকা উদ্ধার করে ৷ ছিনতাইয়ের কিনারার গোটা ঘটনাটি নিজেদের সাফল্য বলে দাবি করেছেন পুলিশ সুপার দীনেশ কুমার ৷
শনিবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে ছিনতাই হওয়া 10 লাখ টাকা উদ্ধার করার পুরো বিষয়টি তুলে ধরেন জেলা পুলিশ সুপার ৷ এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িয়ে আছেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ ৷