ETV Bharat / city

ছিনতাইয়ের 2 দিনের মধ্যে উদ্ধার 10 লাখ, গ্রেপ্তার 2 - district police super dinesh kumar

খড়গপুরের অভিষেক জিন্দালের 10 লাখ টাকা ছিনতাই করে নেয় ছিনতাইবাজরা ৷ বালেশ্বর থেকে খড়গপুরগামী রাস্তায় হঠাৎ কিছু দুষ্কৃতী টাকাটা ছিনতাই করে নেয় ৷ খড়গপুর লোকাল থানায় অভিষেকবাবু অভিযোগ দায়ের করেন ৷ 2 দিনের মধ্যে উদ্ধার হল টাকা ৷

recovered 10 lakhs rupees
10 লাখ টাকা উদ্ধার
author img

By

Published : Dec 22, 2019, 12:11 AM IST

খড়গপুর, 21 ডিসেম্বর : দু'দিনের মধ্যে ছিনতাই হওয়া 10 লাখ টাকা উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ৷ ওই ছিনতাইয়ের সঙ্গে জড়িত 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

খড়গপুরের অভিষেক জিন্দালের 10 লাখ টাকা ছিনতাই করে নেয় ছিনতাইবাজরা ৷ অভিষেক জিন্দাল পেশায় ঠিকাদার ৷ দিন 2 আগে অভিষেকবাবুর কর্মচারী আমিনুল মোটর গাড়ি করে 10 লাখ টাকা নিয়ে বালেশ্বর থেকে ফিরছিলেন ৷ বালেশ্বর থেকে খড়গপুরগামী রাস্তায় হঠাৎ কিছু দুষ্কৃতী টাকাটা ছিনতাই করে নেয় ৷ খড়গপুর লোকাল থানায় অভিষেকবাবু অভিযোগ দায়ের করেন ৷

recovered 10 lakhs rupees
10 লাখ টাকা উদ্ধার

অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে খড়গপুর থানার পুলিশ ৷ প্রথমে কর্মচারী আমিনুলকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তার কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে ৷ এছাড়া পুলিশ জানতে পারে ছিনতাইয়ের ঘটনাটি পুরোপুরি সাজানো ৷ জেরার মুখে পড়ে আমিনুল স্বীকার করে নেয় এবং তার সঙ্গে বন্ধু আব্বাসও জড়িত বলে জানায় ৷

খড়গপুর থানার পুলিশসহ জেলা পুলিশ সুপার আব্বাসকে বীরভূমের মহম্মদ বাজার থেকে গ্রেপ্তার করে ৷ একইসঙ্গে ছিনতাই হওয়া 10 লাখ টাকার মধ্যে 9 লাখ 84 হাজার 500 টাকা উদ্ধার করে ৷ ছিনতাইয়ের কিনারার গোটা ঘটনাটি নিজেদের সাফল্য বলে দাবি করেছেন পুলিশ সুপার দীনেশ কুমার ৷

শনিবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে ছিনতাই হওয়া 10 লাখ টাকা উদ্ধার করার পুরো বিষয়টি তুলে ধরেন জেলা পুলিশ সুপার ৷ এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িয়ে আছেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ ৷

খড়গপুর, 21 ডিসেম্বর : দু'দিনের মধ্যে ছিনতাই হওয়া 10 লাখ টাকা উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ৷ ওই ছিনতাইয়ের সঙ্গে জড়িত 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

খড়গপুরের অভিষেক জিন্দালের 10 লাখ টাকা ছিনতাই করে নেয় ছিনতাইবাজরা ৷ অভিষেক জিন্দাল পেশায় ঠিকাদার ৷ দিন 2 আগে অভিষেকবাবুর কর্মচারী আমিনুল মোটর গাড়ি করে 10 লাখ টাকা নিয়ে বালেশ্বর থেকে ফিরছিলেন ৷ বালেশ্বর থেকে খড়গপুরগামী রাস্তায় হঠাৎ কিছু দুষ্কৃতী টাকাটা ছিনতাই করে নেয় ৷ খড়গপুর লোকাল থানায় অভিষেকবাবু অভিযোগ দায়ের করেন ৷

recovered 10 lakhs rupees
10 লাখ টাকা উদ্ধার

অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে খড়গপুর থানার পুলিশ ৷ প্রথমে কর্মচারী আমিনুলকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তার কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে ৷ এছাড়া পুলিশ জানতে পারে ছিনতাইয়ের ঘটনাটি পুরোপুরি সাজানো ৷ জেরার মুখে পড়ে আমিনুল স্বীকার করে নেয় এবং তার সঙ্গে বন্ধু আব্বাসও জড়িত বলে জানায় ৷

খড়গপুর থানার পুলিশসহ জেলা পুলিশ সুপার আব্বাসকে বীরভূমের মহম্মদ বাজার থেকে গ্রেপ্তার করে ৷ একইসঙ্গে ছিনতাই হওয়া 10 লাখ টাকার মধ্যে 9 লাখ 84 হাজার 500 টাকা উদ্ধার করে ৷ ছিনতাইয়ের কিনারার গোটা ঘটনাটি নিজেদের সাফল্য বলে দাবি করেছেন পুলিশ সুপার দীনেশ কুমার ৷

শনিবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে ছিনতাই হওয়া 10 লাখ টাকা উদ্ধার করার পুরো বিষয়টি তুলে ধরেন জেলা পুলিশ সুপার ৷ এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িয়ে আছেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ ৷

Intro:দু দিনের মধ্যে ছিনতাই হওয়া 10 লক্ষ টাকা উদ্ধার ,খড়গপুরে রেশমি মেটালিক্সের ঠিকাদার অভিষেক জিন্দালের ছিনতাই হওয়া 10 লক্ষ টাকা উদ্ধার করলো জেলা পুলিশ , বীরভূম থেকে গ্রেফতার 2 , তদন্ত চলবে বলে জানালেন পুলিশ সুপার দিনেশ কুমার l Body:দু দিনের মধ্যে ছিনতাই হওয়া 10 লক্ষ টাকা উদ্ধার ,খড়গপুরে রেশমি মেটালিক্সের ঠিকাদার অভিষেক জিন্দালের ছিনতাই হওয়া 10 লক্ষ টাকা উদ্ধার করলো জেলা পুলিশ , বীরভূম থেকে গ্রেফতার 2 , তদন্ত চলবে বলে জানালেন পুলিশ সুপার দিনেশ কুমার l



ফের জেলা পুলিশের সাফল্য , দুদিনের মাথায় কিনারা বড়ো সড়ো ছিনতাইয়ের l দিন দুয়েক আগেই খড়গপুরে রেশমি মেটালিক্সের ঠিকাদার অভিষেক জিন্দালের এক কর্মচারী 10 লক্ষ টাকা মোটর বাইকে করে নিয়ে আসার সময় বালেশ্বর থেকে খড়গপুর গামী রাস্তায় হঠাৎই কিছু দুষ্কৃতী টাকাটি ছিনতাই করে নেয় l এরপরে অভিযোগ দায়ের করা হয় খড়গপুর লোকাল থানায় l অভিযোগের ভিত্তিতে শেখ আমিনুল নামে ওই কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ l জিজ্ঞাসাবাদে শেখ আমিনুল এর কথায় ধরা পড়ে একাধিক অসঙ্গতি l এর পরেই ছিনতাইয়ের ঘটনাটি যে সম্পূর্ণ সাজানো এমন তথ্য আসর পুলিশের হাতে l জেরায় শেখ আমিনুল স্বীকার করে নেয় সে ও তার বন্ধু শেখ আব্বাস মিলে গোটা ঘটনাটি ঘটায় l এরপরই শেখ আমিনুল কে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হয় শেখ আব্বাস নামে তার অপর সঙ্গীকেও l একই সাথে খোয়া যাওয়া 10 লক্ষ টাকার মধ্যে 9লাখ 84 হাজার 500 টাকা উদ্ধার করে জেলা পুলিশ l গোটা ঘটনা নিজেদের সাফল্য বলেই দাবি জেলা পুলিশ সুপার দীনেশ কুমার l এদিন এক সাংবাদিক সম্মেলন করে পুরো বিষয়টি সাংবাদিকদের কাছে তুলে ধরেন পুলিশ সুপার নিজে l এদিন পুলিশ সুপার বলেন আমরা তদন্ত করে নেমে জানতে পারি পুরোটাই সাজানো ঘটনা l এরপর আমরা তদন্ত শুরু করি এবং বীরভূম থেকে বাকিদের গ্রেফতার করা হয় l আমরা তদন্ত চালিয়ে যাব l আর কেউ কেউ এর সাথে যুক্ত আছে কিনা সে বিষয়ে তদন্তের খাতিরে l রবিবার ধৃতদের তোলা হবে মেদিনীপুর জেলা আদালতে l Conclusion:দু দিনের মধ্যে ছিনতাই হওয়া 10 লক্ষ টাকা উদ্ধার ,খড়গপুরে রেশমি মেটালিক্সের ঠিকাদার অভিষেক জিন্দালের ছিনতাই হওয়া 10 লক্ষ টাকা উদ্ধার করলো জেলা পুলিশ , বীরভূম থেকে গ্রেফতার 2 , তদন্ত চলবে বলে জানালেন পুলিশ সুপার দিনেশ কুমার l
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.