ETV Bharat / city

কোরোনা আতঙ্কের জের, শিবপুর IIEST-র হস্টেল খালির নির্দেশ

রাজ্য সরকারের তরফে সোমবার থেকে সমস্ত স্কুল-কলেজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে ৷

Shibpur IIEST directed indian students to leave hostel
শিবপুরের IIEST
author img

By

Published : Mar 19, 2020, 4:52 PM IST

Updated : Mar 19, 2020, 6:47 PM IST

হাওড়া, 19 মার্চ : কোরোনা-আতঙ্কে কিছুদিন আগেই পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল শিবপুর IIEST কর্তৃপক্ষ । এবার হস্টেল ছাড়ার নির্দেশিকা জারি করল তারা । 21 মার্চের মধ্যে পড়ুয়াদের হস্টেল খালি করতে বলা হয়েছে । তবে বিদেশি পড়ুয়াদের ক্ষেত্রে এই নির্দেশিকা কার্যকর হবে না । আপাতত হস্টেলেই তাদের থাকার বন্দোবস্ত করা হয়েছে ৷

এই নির্দেশিকা কার্যকর হওয়ার পর থেকেই হস্টেল খালি করা শুরু করে দিয়েছে পড়ুয়ারা । আজ সকালে উলফেন্ডেন হল-এর পড়ুয়াদের অনেকেই ঘর ছেড়ে দিয়েছে । তবে শুধু ঘর ছাড়ার নির্দেশ নয়, বাড়ানো হয়েছে পঠনপাঠন বন্ধের সময়সীমাও । IIEST-র তরফে রেজিস্ট্রার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘প্রথম পর্যায়ে 31 মার্চ পর্যন্ত পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছিল । কিন্তু পরে ১৫ এপ্রিল পর্যন্ত পঠনপাঠন বন্ধ থাকবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। ’’ তবে বিদেশি পড়ুয়াদের ক্ষেত্রে এই ধরনের কোনও নির্দেশ দেওয়া হয়নি । যদি তারা চাইলে অনুমতি নিয়ে IIEST ক্যাম্পাস ছাড়তে পারে । কবে স্বাভাবিক পরিস্থিতিতে পঠনপাঠন শুরু হবে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি ।

শিবপুরের IIEST-র হোস্টেল খালি করার নির্দেশ

হাওড়া, 19 মার্চ : কোরোনা-আতঙ্কে কিছুদিন আগেই পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল শিবপুর IIEST কর্তৃপক্ষ । এবার হস্টেল ছাড়ার নির্দেশিকা জারি করল তারা । 21 মার্চের মধ্যে পড়ুয়াদের হস্টেল খালি করতে বলা হয়েছে । তবে বিদেশি পড়ুয়াদের ক্ষেত্রে এই নির্দেশিকা কার্যকর হবে না । আপাতত হস্টেলেই তাদের থাকার বন্দোবস্ত করা হয়েছে ৷

এই নির্দেশিকা কার্যকর হওয়ার পর থেকেই হস্টেল খালি করা শুরু করে দিয়েছে পড়ুয়ারা । আজ সকালে উলফেন্ডেন হল-এর পড়ুয়াদের অনেকেই ঘর ছেড়ে দিয়েছে । তবে শুধু ঘর ছাড়ার নির্দেশ নয়, বাড়ানো হয়েছে পঠনপাঠন বন্ধের সময়সীমাও । IIEST-র তরফে রেজিস্ট্রার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘প্রথম পর্যায়ে 31 মার্চ পর্যন্ত পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছিল । কিন্তু পরে ১৫ এপ্রিল পর্যন্ত পঠনপাঠন বন্ধ থাকবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। ’’ তবে বিদেশি পড়ুয়াদের ক্ষেত্রে এই ধরনের কোনও নির্দেশ দেওয়া হয়নি । যদি তারা চাইলে অনুমতি নিয়ে IIEST ক্যাম্পাস ছাড়তে পারে । কবে স্বাভাবিক পরিস্থিতিতে পঠনপাঠন শুরু হবে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি ।

শিবপুরের IIEST-র হোস্টেল খালি করার নির্দেশ
Last Updated : Mar 19, 2020, 6:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.