হাওড়া, 29 ফেব্রুয়ারি : কর্মস্থানে কর্মরত অবস্থাত মৃত্যু পূর্ব রেলের এক ইঞ্জিনিয়রের । নাম দিব্যেন্দু সাহু(42) ৷ পূর্ব রেলের সিনিয়র ইঞ্জিনিয়র ছিলেন । হাওড়া স্টেশনে কাজ করতেন তিনি ৷ সেখানেই মারা যান ৷
রেল সূত্রে খবর, লাইন তদারকি করার সময় মাথা ঘুরে পড়ে যান দিব্যেন্দুবাবু । তাঁকে উদ্ধার করা হয় আশঙ্কাজনক অবস্থায় । তারপর তাঁকে হাওড়ার ময়দানের কাছে রেলের অর্থোপেডিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
দিব্যেন্দুবাবুর মৃত্যুকে ঘিরে রেলের বিভিন্ন স্তরের কর্মীরা চিফ মেডিকেল সুপারিনটেনডেন্টের ঘরের সামনে বিক্ষোভ দেখান । কর্মীদের নির্ধারিত সময়েরও বেশি কাজ করানো হয় বলে অভিযোগ করে ইস্টার্ন রেলের মেন্স ইউনিয়ন ও ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস, এই দুই সংগঠনের । কর্মীরা আরও জানান, অনেক গ্যাংম্যানও রেলে কাটা পড়েছে । তা সত্ত্বেও কর্তৃপক্ষের কোনও ভ্রুক্ষেপ নেই ।
মৃতের স্ত্রী, মঞ্জুরী সাহুর অভিযোগ, তাঁর স্বামীকে ছুটি দেওয়া হত না । কাজের চাপ থাকত বেশি । এমন কী দিন দুয়েক আগেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁকে সাসপেন্ড করার হুমকিও দেয় । এসব সহ্য করতে না পেরেই তাঁর মৃত্যু হয়েছে ।
এই বিষয়ে পূর্ব রেলের DRM ইসাক খান জানিয়েছেন, "কী কারণে ওই সিনিয়র সেকশন ইঞ্জিনিয়রের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত করলেই জানা যাবে । কোনও অভ্যন্তরীণ শারীরিক সমস্যা ছিল কি না তাও ময়নাতদন্তে স্পষ্ট হবে ।" তবে তিনি মানসিক অত্যাচার এবং নির্ধারিত সময়ের বেশি কাজ করানোর অভিযোগ অস্বীকার করেছেন ।