ETV Bharat / bharat

প্রেসিডেন্ট হোক তাঁদের মেয়ে ! ভারতে পুজো-প্রার্থনা কমলার গ্রামে - KAMALA HARRIS TAMIL NADU VILLAGE

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনী আবহে ভারতের একটি ছোট্ট গ্রামে বিশাল ব্যানারে হাসিমুখে কমলা হ্যারিস ৷ এই গ্রামেই জন্মেছিলেন তাঁর দাদু কূটনীতিক পিভি গোপালন ৷

Kamala Harris’s Ancestral Village In Tamil Nadu
তামিলনাড়ুতে কমলা হ্যারিসের পৈতৃক গ্রাম (ছবি সৌজন্য: এপিটিএন)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2024, 4:42 PM IST

তিরুবারুর, 5 নভেম্বর: সেজে উঠেছে কমলার পৈতৃক গ্রাম ৷ হ্যারিসের সাফল্য কামলা করে একটি বিশাল ব্যানার তৈরি হয়েছে ৷ তাতে হাসিমুখে কমলাকে দেখা যাচ্ছে ৷ আমেরিকার স্থানীয় সময় মঙ্গলবার আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচন ৷ সেখানে ডেমোক্রেটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ৷ তাঁর প্রতিপক্ষ আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট রিপাবলিকার ডোনাল্ড ট্রাম্প ৷ গত এক দশকের মধ্যে এমন হাড্ডাহাড্ডি লড়াই আমেরিকাবাসী তো বটেই, বিশ্ববাসীও দেখেনি ৷

এই বিশ্বের সবচেয়ে পুরনো গণতন্ত্রে প্রেসিডেন্ট নির্বাচন ৷ এই আবহে সাজো সাজো ভারতের তামিলনাড়ুর তিরুবারুর জেলার ছোট্ট গ্রাম থুলাসেনদ্রাপূরমে ৷ কমলা হ্যারিস যেন ট্রাম্পকে হারিয়ে এই নির্বাচনে জয়ী হয়ে আমেরিকার প্রেসিডেন্ট হন ৷ এই কামনা করে মঙ্গলবার সকালে গ্রামবাসীরা শ্রী ধর্মা সাস্থা মন্দিরে পুজো দিয়েছেন ৷ এই মন্দিরের সঙ্গে কমলা হ্যারিসের পরিবারের একটা যোগাযোগ রয়েছে ৷ কমলা হ্যারিস আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলে, তিনিই হবেন প্রথম মহিলা প্রেসিডেন্ট, প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা প্রেসিডেন্ট এবং প্রথম দক্ষিণ এশিয়া বংশোদ্ভূত প্রেসিডেন্ট ৷

US Presidential Election 2024
তামিলনাড়ুতে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের পৈতৃক গ্রাম (ছবি সৌজন্য: এপিটিএন)

থুলাসেনদ্রাপূরমে থাকতেন কমলার দাদু পিভি গোপালন ৷ তিনি ভারতের প্রাক্তন কূটনীতিক ছিলেন ৷ তাঁরই মেয়ে শ্যামলা গোপালন কমলার মা ৷ তিনি 22 বছর বয়সে আমেরিকা পাড়ি দেন ৷ এর আগে 2020 সালের অগস্টে কমলা হ্যারিস যখন ডেমোক্রেটদের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনীত হন, তখনও গ্রামে অসময়ে দীপাবলি পালন করা হয়েছিল ৷ পরে হ্যারিস ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর গ্রামে উৎসব পালন হয় ৷

Ancestral Village of Kamala Harris in Tamil Nadu
তামিলনাড়ুতে কমলা হ্যারিসের পৈতৃক গ্রামের মন্দির (ছবি সৌজন্য: এপিটিএন)

গ্রামের কাউন্সিলর আরুলমোঝি বলেন, "এই মাটির মেয়ে নির্বাচনে জয়ী হন ৷ যাতে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশটির প্রেসিডেন্ট হন তিনি, তার জন্য আমরা প্রার্থনা করছি ৷ তাঁর পূর্বপুরুষরা আমাদের গ্রামের... তিনি একটা বড় পদের জন্য লড়ছেন ৷ আমরা চাই তিনি জয়ী হন ৷" কাউন্সিলরের স্বামী টি সুধাকর একটি বিশেষ 'অভিষেকের' আয়োজন করেছেন ৷ তাতে চন্দনকাঠ, হলুদ দিয়ে হবে অভিষেক ৷ শ্রী ধর্মা সাস্থা মন্দিরের দেবতা কমলার পরিবারের কুলদেবতা ৷ তাঁর উদ্দেশে বিশেষ 'অর্চনাই' করা হয় এদিন ৷

4 নভেম্বর একইভাবে মাদুরাইয়ের অনুশানাথিন অনুগ্রহম নামের একটি আধ্যাত্মিক সংগঠনে বিশেষ প্রার্থনা হয় ৷ যদি কমলা এবার প্রেসিডেন্ট নির্বাচিত হলে পাইনগানাডু গ্রামের নেতারা 'অন্নধানম' অর্থাৎ বিনামূল্যে গরিবদের খাওয়াবেন ৷ আজ ভারতীয় বংশোদ্ভূত মহিলা প্রেসিডেন্ট প্রার্থীর জন্য ৷

তিরুবারুর, 5 নভেম্বর: সেজে উঠেছে কমলার পৈতৃক গ্রাম ৷ হ্যারিসের সাফল্য কামলা করে একটি বিশাল ব্যানার তৈরি হয়েছে ৷ তাতে হাসিমুখে কমলাকে দেখা যাচ্ছে ৷ আমেরিকার স্থানীয় সময় মঙ্গলবার আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচন ৷ সেখানে ডেমোক্রেটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ৷ তাঁর প্রতিপক্ষ আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট রিপাবলিকার ডোনাল্ড ট্রাম্প ৷ গত এক দশকের মধ্যে এমন হাড্ডাহাড্ডি লড়াই আমেরিকাবাসী তো বটেই, বিশ্ববাসীও দেখেনি ৷

এই বিশ্বের সবচেয়ে পুরনো গণতন্ত্রে প্রেসিডেন্ট নির্বাচন ৷ এই আবহে সাজো সাজো ভারতের তামিলনাড়ুর তিরুবারুর জেলার ছোট্ট গ্রাম থুলাসেনদ্রাপূরমে ৷ কমলা হ্যারিস যেন ট্রাম্পকে হারিয়ে এই নির্বাচনে জয়ী হয়ে আমেরিকার প্রেসিডেন্ট হন ৷ এই কামনা করে মঙ্গলবার সকালে গ্রামবাসীরা শ্রী ধর্মা সাস্থা মন্দিরে পুজো দিয়েছেন ৷ এই মন্দিরের সঙ্গে কমলা হ্যারিসের পরিবারের একটা যোগাযোগ রয়েছে ৷ কমলা হ্যারিস আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলে, তিনিই হবেন প্রথম মহিলা প্রেসিডেন্ট, প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা প্রেসিডেন্ট এবং প্রথম দক্ষিণ এশিয়া বংশোদ্ভূত প্রেসিডেন্ট ৷

US Presidential Election 2024
তামিলনাড়ুতে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের পৈতৃক গ্রাম (ছবি সৌজন্য: এপিটিএন)

থুলাসেনদ্রাপূরমে থাকতেন কমলার দাদু পিভি গোপালন ৷ তিনি ভারতের প্রাক্তন কূটনীতিক ছিলেন ৷ তাঁরই মেয়ে শ্যামলা গোপালন কমলার মা ৷ তিনি 22 বছর বয়সে আমেরিকা পাড়ি দেন ৷ এর আগে 2020 সালের অগস্টে কমলা হ্যারিস যখন ডেমোক্রেটদের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনীত হন, তখনও গ্রামে অসময়ে দীপাবলি পালন করা হয়েছিল ৷ পরে হ্যারিস ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর গ্রামে উৎসব পালন হয় ৷

Ancestral Village of Kamala Harris in Tamil Nadu
তামিলনাড়ুতে কমলা হ্যারিসের পৈতৃক গ্রামের মন্দির (ছবি সৌজন্য: এপিটিএন)

গ্রামের কাউন্সিলর আরুলমোঝি বলেন, "এই মাটির মেয়ে নির্বাচনে জয়ী হন ৷ যাতে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশটির প্রেসিডেন্ট হন তিনি, তার জন্য আমরা প্রার্থনা করছি ৷ তাঁর পূর্বপুরুষরা আমাদের গ্রামের... তিনি একটা বড় পদের জন্য লড়ছেন ৷ আমরা চাই তিনি জয়ী হন ৷" কাউন্সিলরের স্বামী টি সুধাকর একটি বিশেষ 'অভিষেকের' আয়োজন করেছেন ৷ তাতে চন্দনকাঠ, হলুদ দিয়ে হবে অভিষেক ৷ শ্রী ধর্মা সাস্থা মন্দিরের দেবতা কমলার পরিবারের কুলদেবতা ৷ তাঁর উদ্দেশে বিশেষ 'অর্চনাই' করা হয় এদিন ৷

4 নভেম্বর একইভাবে মাদুরাইয়ের অনুশানাথিন অনুগ্রহম নামের একটি আধ্যাত্মিক সংগঠনে বিশেষ প্রার্থনা হয় ৷ যদি কমলা এবার প্রেসিডেন্ট নির্বাচিত হলে পাইনগানাডু গ্রামের নেতারা 'অন্নধানম' অর্থাৎ বিনামূল্যে গরিবদের খাওয়াবেন ৷ আজ ভারতীয় বংশোদ্ভূত মহিলা প্রেসিডেন্ট প্রার্থীর জন্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.