ETV Bharat / city

দামোদরে তলিয়ে গেল 2 যুবক

দুর্গাপুরে দামোদর নদে তলিয়ে গেলেন পশ্চিম মেদিনীপুরের দুই যুবক ৷ বছর কুড়ির মহম্মদ মহসিন ও বছর উনিশের রাহুল বাগমারি দিন কয়েক আগে দুর্গাপুরে মার্কেটিংয়ের কাজের জন্য এসেছিলেন ৷

দামোদরে তলিয়ে গেল 2 যুবক
author img

By

Published : Oct 28, 2019, 8:03 AM IST

দুর্গাপুর, 28 অক্টোবর : দামোদর নদে স্নান করতে নেমে জলে তলিয়ে গেলেন দুই যুবক । তাঁদের নাম মহম্মদ মহসিন ও রাহুল বাগমারি । তাঁদের বাড়ির পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে ৷

বছর কুড়ির মহম্মদ মহসিন ও বছর উনিশের রাহুল বাগমারি দিন কয়েক আগে দুর্গাপুরে মার্কেটিংয়ের কাজের জন্য আসেন ৷ কোকওভেন থানার রবীন্দ্রপল্লিতে বাড়িভাড়া নেন । গতকাল ছুটি থাকায় আরও ছয় বন্ধুকে নিয়ে দামোদর নদের পিকনিক স্পটে চলে আসেন তাঁরা ।

এরপর জলে নামেন মহসিন এবং রাহুল । তাঁরা জলের তোড়ে তলিয়ে যান । খবর পেয়ে ঘটনাস্থানে আসে কোকওভেন ও বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ । কিন্তু জলে ডুবুরি নামাতে অনেকটা দেরি হয়েছে বলে অভিযোগ তুলে ক্ষোভপ্রকাশ করেন রোহিত ভগৎ নামে এই দুই যুবকের সহকর্মী ।

দেখুন ভিডিয়ো

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিনিয়ত এই ধরনের দুর্ঘটনা ঘটেই চলেছে । বাড়ছে জলে ডুবে মৃত্যুর ঘটনা । একটু নজরদারির ব্যবস্থা যদি সরকারিস্তরে কোনওভাবে করা যায় তাহলে এই ধরনের ঘটনা আটকানো যায় । এর আগে বড়জোড়া থানার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল কিছুদিন ৷ কিন্তু তারপর সব চুপচাপ । দুর্গাপুর ব্যারেজের দুর্গাপুরের দিকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় -এই তিনটি লকগেট থেকে যেদিকে জল ছাড়া হয়, সেই দিক বিপজ্জনক বলে চিহ্নিত ৷ তারপরও একই ঘটনা বারবার ঘটছে । ডুবুরি নামলেও এখনও দুই যুবকের খোঁজ মেলেনি ।

দুর্গাপুর, 28 অক্টোবর : দামোদর নদে স্নান করতে নেমে জলে তলিয়ে গেলেন দুই যুবক । তাঁদের নাম মহম্মদ মহসিন ও রাহুল বাগমারি । তাঁদের বাড়ির পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে ৷

বছর কুড়ির মহম্মদ মহসিন ও বছর উনিশের রাহুল বাগমারি দিন কয়েক আগে দুর্গাপুরে মার্কেটিংয়ের কাজের জন্য আসেন ৷ কোকওভেন থানার রবীন্দ্রপল্লিতে বাড়িভাড়া নেন । গতকাল ছুটি থাকায় আরও ছয় বন্ধুকে নিয়ে দামোদর নদের পিকনিক স্পটে চলে আসেন তাঁরা ।

এরপর জলে নামেন মহসিন এবং রাহুল । তাঁরা জলের তোড়ে তলিয়ে যান । খবর পেয়ে ঘটনাস্থানে আসে কোকওভেন ও বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ । কিন্তু জলে ডুবুরি নামাতে অনেকটা দেরি হয়েছে বলে অভিযোগ তুলে ক্ষোভপ্রকাশ করেন রোহিত ভগৎ নামে এই দুই যুবকের সহকর্মী ।

দেখুন ভিডিয়ো

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিনিয়ত এই ধরনের দুর্ঘটনা ঘটেই চলেছে । বাড়ছে জলে ডুবে মৃত্যুর ঘটনা । একটু নজরদারির ব্যবস্থা যদি সরকারিস্তরে কোনওভাবে করা যায় তাহলে এই ধরনের ঘটনা আটকানো যায় । এর আগে বড়জোড়া থানার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল কিছুদিন ৷ কিন্তু তারপর সব চুপচাপ । দুর্গাপুর ব্যারেজের দুর্গাপুরের দিকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় -এই তিনটি লকগেট থেকে যেদিকে জল ছাড়া হয়, সেই দিক বিপজ্জনক বলে চিহ্নিত ৷ তারপরও একই ঘটনা বারবার ঘটছে । ডুবুরি নামলেও এখনও দুই যুবকের খোঁজ মেলেনি ।

Intro:৮ জন বন্ধু মিলে দুর্গাপুর ব্যারেজে গিয়েছিলো স্নান করতে। হঠাৎ বিপত্তি, দামোদরের জলে তলিয়ে যায় দু'জন। এরা প্রত্যেকেই একটি বেসরকারি মার্কেটিং কোম্পানির কর্মী বলে জানা গেছে। দীপাবলির ছুটি উপলক্ষে গিয়েছিল দামোদরের জলে স্নান করতে। ঘটনাস্থলে বড়জোড়া থানার পুলিশ। এখনও পর্যন্ত পরিচয় জানা যায়নি তলিয়ে যাওয়া দুই যুবকের। তাদেরকে খুঁজেও পাওয়া যায়নি। স্থানীয় জেলেরা নদীতে জাল ফেলে তল্লাশি চালাচ্ছে। পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয়েছে ডুবুরিদের কে।Body:হConclusion:হ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.