ETV Bharat / bharat

ফের অশান্ত মণিপুর, মহিলা-শিশু অপহরণ অভিযোগে সর্বাত্মক বনধ

জিরিবামে তিন মহিলা এবং শিশুকে অপহরণ অভিযোগ জঙ্গিদের বিরুদ্ধে ৷ ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, থৌবলের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল।

MANIPUR VIOLENCE
ফের অশান্ত মণিপুর (প্রতীকী ছবি)
author img

By PTI

Published : 20 hours ago

ইম্ফল, 13 নভেম্বর: ফের অশান্ত মণিপুর ৷ জিরিবাম জেলায় তিন মহিলা এবং শিশুকে অপহরণ অভিযোগ জঙ্গিদের বিরুদ্ধে ৷ প্রতিবাদে 13টি নাগরিক অধিকার সংস্থার ডাকে বুধবার সর্বাত্মক বনধ হল মণিপুরে । তার জেরে ইম্ফল উপত্যকায় স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছে ৷ মঙ্গলবার সন্ধ্যা ছ'টায় শুরু হওয়া বনধের কারণে ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, থৌবল, কাকচিং এবং বিষ্ণুপুরের পাঁচটি এলাকায় ব্যবসায়িক এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল।

বেসরকারি এবং সরকারি পরিবহণও বন্ধ ছিল ৷ একই সঙ্গে সরকারি অফিসগুলিতে উপস্থিতির হারও খুব কম ছিল বলে জানা গিয়েছে ৷ অল ক্লাব অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন, মেরা পাইবি লুপ (এসিওএএম লুপ), আদিবাসী পিপলস অ্যাসোসিয়েশন অফ কাংলেইপাক (আইপিএকে) এবং কাংলেইপাক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (কেএসএ)-সহ অন্যরা এই বনধ ডাকে। ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (আইপিএসএ)-ও এই ধর্মঘটে সামিল হয়েছিল।

বনধ চলাকালীন ইম্ফল উপত্যকায় অবশ্য কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে জিরিবামের কাছে নাগা-অধ্যুষিত তামেংলং জেলার ওল্ড কাইফুন্ডাইয়ের কাছে সশস্ত্র জঙ্গিরা পণ্য বহনকারী দুটি ট্রাকে আগুনে লাগিয়ে দিয়েছে। সন্দেহভাজন জঙ্গিরা এনএইচ 37 বরাবর ট্রাকগুলিকে গুলি চালিয়ে থামিয়ে দেয় ৷ এরপরই ট্রাকগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে ৷ রংমেই নাগা স্টুডেন্টস অর্গানাইজেশন ঘটনার তীব্র নিন্দা করেছে ৷ কুকি জঙ্গিরা এর পিছনে রয়েছে বলেও তারা অভিযোগ করেছে। ট্রাকগুলিতে চাল, পেঁয়াজ ও আলু নিয়ে যাওয়া হচ্ছিল ৷

পুলিশ জানিয়েছে, জঙ্গিদের হাতে বন্দী থাকা 6 নিখোঁজ ব্যক্তির ছবি সোশাল মিডিয়ায় ঘুরছে ৷ তাদের সন্ধানে অভিযানও চালাচ্ছে পুলিশ। এদিকে, রাজ্য কংগ্রেসের তরফে অবিলম্বে তিন মহিলা এবং শিশুর মুক্তির আবেদন জানানো হয়েছে ৷ একই সঙ্গে জোর দিয়ে তারা জানিয়েছে, রাজ্যের দুটি সংঘাতরত সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের অবসান ঘটাতে কেন্দ্রের অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত।

ইম্ফল, 13 নভেম্বর: ফের অশান্ত মণিপুর ৷ জিরিবাম জেলায় তিন মহিলা এবং শিশুকে অপহরণ অভিযোগ জঙ্গিদের বিরুদ্ধে ৷ প্রতিবাদে 13টি নাগরিক অধিকার সংস্থার ডাকে বুধবার সর্বাত্মক বনধ হল মণিপুরে । তার জেরে ইম্ফল উপত্যকায় স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছে ৷ মঙ্গলবার সন্ধ্যা ছ'টায় শুরু হওয়া বনধের কারণে ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, থৌবল, কাকচিং এবং বিষ্ণুপুরের পাঁচটি এলাকায় ব্যবসায়িক এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল।

বেসরকারি এবং সরকারি পরিবহণও বন্ধ ছিল ৷ একই সঙ্গে সরকারি অফিসগুলিতে উপস্থিতির হারও খুব কম ছিল বলে জানা গিয়েছে ৷ অল ক্লাব অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন, মেরা পাইবি লুপ (এসিওএএম লুপ), আদিবাসী পিপলস অ্যাসোসিয়েশন অফ কাংলেইপাক (আইপিএকে) এবং কাংলেইপাক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (কেএসএ)-সহ অন্যরা এই বনধ ডাকে। ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (আইপিএসএ)-ও এই ধর্মঘটে সামিল হয়েছিল।

বনধ চলাকালীন ইম্ফল উপত্যকায় অবশ্য কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে জিরিবামের কাছে নাগা-অধ্যুষিত তামেংলং জেলার ওল্ড কাইফুন্ডাইয়ের কাছে সশস্ত্র জঙ্গিরা পণ্য বহনকারী দুটি ট্রাকে আগুনে লাগিয়ে দিয়েছে। সন্দেহভাজন জঙ্গিরা এনএইচ 37 বরাবর ট্রাকগুলিকে গুলি চালিয়ে থামিয়ে দেয় ৷ এরপরই ট্রাকগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে ৷ রংমেই নাগা স্টুডেন্টস অর্গানাইজেশন ঘটনার তীব্র নিন্দা করেছে ৷ কুকি জঙ্গিরা এর পিছনে রয়েছে বলেও তারা অভিযোগ করেছে। ট্রাকগুলিতে চাল, পেঁয়াজ ও আলু নিয়ে যাওয়া হচ্ছিল ৷

পুলিশ জানিয়েছে, জঙ্গিদের হাতে বন্দী থাকা 6 নিখোঁজ ব্যক্তির ছবি সোশাল মিডিয়ায় ঘুরছে ৷ তাদের সন্ধানে অভিযানও চালাচ্ছে পুলিশ। এদিকে, রাজ্য কংগ্রেসের তরফে অবিলম্বে তিন মহিলা এবং শিশুর মুক্তির আবেদন জানানো হয়েছে ৷ একই সঙ্গে জোর দিয়ে তারা জানিয়েছে, রাজ্যের দুটি সংঘাতরত সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের অবসান ঘটাতে কেন্দ্রের অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.