কলকাতা, 13 নভেম্বর: আরজি কর হাসপাতালের ঘটনার পর সরকারি হাসপাতালে চলতে থাকা 'থ্রেট কালচার' সংক্রান্ত অভিযোগ বার বার প্রকাশ্যে এসেছে। এবার কলকাতা হাইকোর্টে মামলা তালিকা ভুক্ত করতে কর্মচারীদের জুনিয়র আইনজীবীরা হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করলেন খোদ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।
প্রধান বিচারপতি একটি মামলার শুনানিতে বলেন, "সিঙ্গল বেঞ্চের নির্দেশের কপি ছাড়াই ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে তা তালিকাভুক্ত করতে বলছেন জুনিয়র আইনজীবীরা। তাঁদের বক্তব্য মামলার শুনানির সময় তাঁরা সিঙ্গল বেঞ্চের নির্দেশের কপি জমা দেবেন। আপিল মামলা যাতে তালিকাভুক্ত করা হয় তার জন্য তাঁরা কোর্ট অফিসারদের জন্য রীতিমতো হুমকি দিচ্ছেন !"
প্রধান বিচারপতি আরও বলেন, "হাইকোর্ট চলে আদালতের কর্মচারীদের জন্য। তাঁদের এভাবে হুমকি দিলে কী করে আদালত চলবে ? হুমকি দিলে তাঁরা কী করবেন ? কর্মচারিদের কাঁধে ভর করে হাইকোর্ট সচল থাকে।" তারপরই প্রধান বিচারপতি জানান, তিনি সংশ্লিষ্ট মামলাটি শুনবেন না। পরের সপ্তাহে ফের মামলার শুনানি হবে ৷
এর আগে মামলাটি অন্য দুই বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলে নির্দেশের সার্ভার কপি ছাড়াই তাতে অনুমতি দেয় হাইকোর্ট। এদিন যখন মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে শুনানির জন্য আসে তখন মামলাকারীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য ফের সময় চান নির্দেশের সার্ভার কপি আদালতে দেওয়ার জন্য।
তারপরই বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য জানান, মামলা দায়ের করার সময়ও নির্দেশের কপি ছাড়াই মামলা করার অনুমতি চেয়েছিলেন আইনজীবী। একই সঙ্গে বিচারপতি প্রশ্ন তোলেন, নির্দেশের কপি ছাড়াই কীভাবে আপিল মামলা দায়ের করতে পারেন আইনজীবী ? সেই সময় প্রধান বিচারপতি জানান, দেখা যাচ্ছে সিনিয়র আইনজীবীদের যাঁরা জুনিয়র রয়েছেন তাঁরা কোর্টের অফিসারদের হুমকি দিচ্ছেন যাতে মামলা দ্রুত ফাইল হয়। এটা অত্যন্ত দুঃখের বিষয়।