ETV Bharat / entertainment

ঝরঝরে বাংলায় কবিতা পাঠ বিদ্যার, ভিডিয়ো দেখে মুগ্ধ শ্রীলেখা - VIDYA BALAN BENGALI POEM RECITATION

সুকুমার রায়ের 'আবোল তাবোল' থেকে কবিতা পাঠ বিদ্যা বালান, রাজেশ শর্মার ৷ 'ভুল ভুলাইয়া 3'-এর সেটে মজাদার কাণ্ড-কারখানা ৷ দেখে মুগ্ধ শ্রীলেখা মিত্র ৷

Vidya Balan and Rajesh Sharma
বাংলায় কবিতা পাঠ বিদ্যার (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 13, 2024, 7:31 PM IST

হায়দরাবাদ, 13 নভেম্বর: বাংলাটা ঠিক আসে না যাঁরা বলেন তাঁদের গালে কষিয়ে থাপ্পড় অভিনেত্রী বিদ্যা বালানের ৷ অভিনেতা রাজেশ শর্মার সঙ্গে আবোল তাবোল পাঠ অভিনেত্রীর ৷ বিদ্যার বাংলার সংস্কৃতির প্রতি টান-ভালোবাসা দেখে আবেগে আপ্লুত নেটপাড়া ৷ সোশাল মিডিয়ায় সেই আবেগ তুলে ধরলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷

এই মুহূর্তে বক্সঅফিসে আনিজ বাজমি পরিচালিত 'ভুল ভুলাইয়া 3' ছক্কা হাকাচ্ছে ৷ 12 দিনেই গ্লোবালি ছবি ঢুকে গিয়েছে 300 কোটির ক্লাবে ৷ এরই মধ্যে সোশাল মিডিয়ায় সেটের একটি মজাদার ভিডিয়ো শেয়ার করেছেন বিদ্যা ৷

সেখানেই অভিনেত্রীকে বাংলার অভিনেতা রাজেশ শর্মার সঙ্গে সুকুমার রায়ের আবোল তাবোল সংকলন থেকে একটি কবিতা পাঠ করতে শোনা যায় ৷ আসলে 'বন্ধু' রাজেশ 7 বছর আগে সুপাত্র কবিতা পাঠ শিখিয়েছিলেন বিদ্যাকে ৷ এখন সেটা কতটা মনে রয়েছে, মজার ছলে সেই পরীক্ষাই ধরা পড়েছে এই ভিডিয়োতে ৷

2023 সালে বাংলা সাহিত্যিক-কবি সুকুমার রায়ের লেখা আবোল তাবোল 100 বছর পূর্ণ করেছে ৷ ছোট ছোট অনেক ছেলে-মেয়েদের মুখে আজও জনপ্রিয় এই বইয়ের কবিতা শোনা যায় ৷ সেই বই থেকেই সৎ পাত্র কবিতা পাঠ করেন বিদ্যা-রাজেশ ৷

ভিডিয়োতে বেশ কিছু জায়গায় বিদ্যা আটকে গেলেও সু-শিক্ষকের মতো তাঁকে গার্ড করেছেন রাজেশ ৷ পুরনো সেই স্মৃতি ভুল ভুলাইয়ার সেটে আরও একবার ঝালিয়ে নেন দুই তারকা ৷ ভাইরাল ভিডিয়ো ফেসবুক পেজে শেয়ার করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷ তিনি লেখেন, "কি মিষ্টি ৷ দুজন নন-বেঙ্গলি অভিনেতা আবোল তাবোল পাঠ করছেন ৷ ভাগ্যক্রমে দুজনকেই চিনি ৷"

অভিনেত্রী এরপর লেখেন, "অনেকেই জানেন না, জাতীয়স্তরে বিজ্ঞাপনের জন্য বিদ্যা আমার স্কিন টেস্ট নিয়েছিলেন ৷ সেটা পরিণীতা হওয়ার আগে ৷ রাজেশ ঘরের ছেলে ৷ খুব ভালো অভিনেতা ও সহকর্মী ৷ যাঁর সঙ্গে আমি কাজও করেছি ৷ জেন জি কি এই কবিতা জানে?"

হায়দরাবাদ, 13 নভেম্বর: বাংলাটা ঠিক আসে না যাঁরা বলেন তাঁদের গালে কষিয়ে থাপ্পড় অভিনেত্রী বিদ্যা বালানের ৷ অভিনেতা রাজেশ শর্মার সঙ্গে আবোল তাবোল পাঠ অভিনেত্রীর ৷ বিদ্যার বাংলার সংস্কৃতির প্রতি টান-ভালোবাসা দেখে আবেগে আপ্লুত নেটপাড়া ৷ সোশাল মিডিয়ায় সেই আবেগ তুলে ধরলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷

এই মুহূর্তে বক্সঅফিসে আনিজ বাজমি পরিচালিত 'ভুল ভুলাইয়া 3' ছক্কা হাকাচ্ছে ৷ 12 দিনেই গ্লোবালি ছবি ঢুকে গিয়েছে 300 কোটির ক্লাবে ৷ এরই মধ্যে সোশাল মিডিয়ায় সেটের একটি মজাদার ভিডিয়ো শেয়ার করেছেন বিদ্যা ৷

সেখানেই অভিনেত্রীকে বাংলার অভিনেতা রাজেশ শর্মার সঙ্গে সুকুমার রায়ের আবোল তাবোল সংকলন থেকে একটি কবিতা পাঠ করতে শোনা যায় ৷ আসলে 'বন্ধু' রাজেশ 7 বছর আগে সুপাত্র কবিতা পাঠ শিখিয়েছিলেন বিদ্যাকে ৷ এখন সেটা কতটা মনে রয়েছে, মজার ছলে সেই পরীক্ষাই ধরা পড়েছে এই ভিডিয়োতে ৷

2023 সালে বাংলা সাহিত্যিক-কবি সুকুমার রায়ের লেখা আবোল তাবোল 100 বছর পূর্ণ করেছে ৷ ছোট ছোট অনেক ছেলে-মেয়েদের মুখে আজও জনপ্রিয় এই বইয়ের কবিতা শোনা যায় ৷ সেই বই থেকেই সৎ পাত্র কবিতা পাঠ করেন বিদ্যা-রাজেশ ৷

ভিডিয়োতে বেশ কিছু জায়গায় বিদ্যা আটকে গেলেও সু-শিক্ষকের মতো তাঁকে গার্ড করেছেন রাজেশ ৷ পুরনো সেই স্মৃতি ভুল ভুলাইয়ার সেটে আরও একবার ঝালিয়ে নেন দুই তারকা ৷ ভাইরাল ভিডিয়ো ফেসবুক পেজে শেয়ার করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷ তিনি লেখেন, "কি মিষ্টি ৷ দুজন নন-বেঙ্গলি অভিনেতা আবোল তাবোল পাঠ করছেন ৷ ভাগ্যক্রমে দুজনকেই চিনি ৷"

অভিনেত্রী এরপর লেখেন, "অনেকেই জানেন না, জাতীয়স্তরে বিজ্ঞাপনের জন্য বিদ্যা আমার স্কিন টেস্ট নিয়েছিলেন ৷ সেটা পরিণীতা হওয়ার আগে ৷ রাজেশ ঘরের ছেলে ৷ খুব ভালো অভিনেতা ও সহকর্মী ৷ যাঁর সঙ্গে আমি কাজও করেছি ৷ জেন জি কি এই কবিতা জানে?"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.