দুর্গাপুর, 5 জুন : ক্রমশ বাড়ছে কোরোনার প্রকোপ । সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে জমায়েতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল । তাই জগন্নাথদেবের স্নানযাত্রা উপলক্ষ্যে দুর্গাপুরের ইসকনের মন্দিরে পালিত হল নাম মাত্র করে।
আজ জগন্নাথদেবের স্নানযাত্রা । আজ থেকে 15 দিন পরে রথযাত্রা উৎসব আয়োজিত হয় বিশ্বজুড়ে । দুর্গাপুরের ইসকনের মন্দিরে অন্যান্যবার আজকের দিনে ভক্তবৃন্দদের ঢল নামে। অগণিত ভক্তবৃন্দ এই দিনটিতে মন্দিরে এসে উপস্থিত হন । কিন্তু এবার কোরোনা আতঙ্কে সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে জমায়েতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অনাড়ম্বরপূর্ণ জগন্নাথদেবের স্নানযাত্রা এবার অন্য ভাবে পালিত হচ্ছে ইসকনের মন্দিরে। চিরাচরিত রীতি ও সংস্কৃতি মেনে জগন্নাথ, সুভদ্রা, বলরামকে স্নানযাত্রায় মন্দিরের পিছনে নিয়ে যাওয়া হয় । অনাড়ম্বরের সঙ্গে স্নান যাত্রা অনুষ্ঠান আয়োজিত হয়। তবে এবার ভক্তদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । শুধুমাত্র মন্দিরের সেবায়েতরাই বিগ্রহকে স্নান করানোর সুযোগ পান । ইসকন মন্দিরের সেবায়েত প্রভু ঔদার্য নন্দ জানান, “ এবার কোরোনা আতঙ্কের জেরে আমরা স্নানযাত্রাতে ভক্তদের না আসার কথা ঘোষণা করেছি। অন্যান্যবার হাজার হাজার ভক্ত এই মন্দিরে এসে উৎসবে সামিল হন । কিন্তু এবার পরিস্থিতি একেবারে আলাদা। কেন্দ্র ও রাজ্য সরকারের স্বাস্থ্য বিধি অনুযায়ী নিষেধাজ্ঞা মেনে চলছি আমরা । রথযাত্রার আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বন্ধ করেছি এবার।"
আজ সমস্ত রীতি-রেওয়াজ মেনে দুর্গাপুরের ইসকনের মন্দির জগন্নাথদেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয় । সাধারণ ভক্তবৃন্দদের জমায়েত করতে না দেওয়ার জন্যই মন্দিরে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ।
দুর্গাপুরের ইসকনে অনাড়ম্বরে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
কোরোনার জেরে আজ অনাড়ম্বরে পালিত হল জগন্নাথদেবের স্নানযাত্রা । মন্দির কর্তৃপক্ষের তরফে ভক্তদের জমায়েত করতে নিষেধ করা হয়েছে ।
দুর্গাপুর, 5 জুন : ক্রমশ বাড়ছে কোরোনার প্রকোপ । সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে জমায়েতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল । তাই জগন্নাথদেবের স্নানযাত্রা উপলক্ষ্যে দুর্গাপুরের ইসকনের মন্দিরে পালিত হল নাম মাত্র করে।
আজ জগন্নাথদেবের স্নানযাত্রা । আজ থেকে 15 দিন পরে রথযাত্রা উৎসব আয়োজিত হয় বিশ্বজুড়ে । দুর্গাপুরের ইসকনের মন্দিরে অন্যান্যবার আজকের দিনে ভক্তবৃন্দদের ঢল নামে। অগণিত ভক্তবৃন্দ এই দিনটিতে মন্দিরে এসে উপস্থিত হন । কিন্তু এবার কোরোনা আতঙ্কে সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে জমায়েতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অনাড়ম্বরপূর্ণ জগন্নাথদেবের স্নানযাত্রা এবার অন্য ভাবে পালিত হচ্ছে ইসকনের মন্দিরে। চিরাচরিত রীতি ও সংস্কৃতি মেনে জগন্নাথ, সুভদ্রা, বলরামকে স্নানযাত্রায় মন্দিরের পিছনে নিয়ে যাওয়া হয় । অনাড়ম্বরের সঙ্গে স্নান যাত্রা অনুষ্ঠান আয়োজিত হয়। তবে এবার ভক্তদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । শুধুমাত্র মন্দিরের সেবায়েতরাই বিগ্রহকে স্নান করানোর সুযোগ পান । ইসকন মন্দিরের সেবায়েত প্রভু ঔদার্য নন্দ জানান, “ এবার কোরোনা আতঙ্কের জেরে আমরা স্নানযাত্রাতে ভক্তদের না আসার কথা ঘোষণা করেছি। অন্যান্যবার হাজার হাজার ভক্ত এই মন্দিরে এসে উৎসবে সামিল হন । কিন্তু এবার পরিস্থিতি একেবারে আলাদা। কেন্দ্র ও রাজ্য সরকারের স্বাস্থ্য বিধি অনুযায়ী নিষেধাজ্ঞা মেনে চলছি আমরা । রথযাত্রার আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বন্ধ করেছি এবার।"
আজ সমস্ত রীতি-রেওয়াজ মেনে দুর্গাপুরের ইসকনের মন্দির জগন্নাথদেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয় । সাধারণ ভক্তবৃন্দদের জমায়েত করতে না দেওয়ার জন্যই মন্দিরে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ।