ETV Bharat / city

অনুপস্থিতিতে ছাত্র-বিক্ষোভে উত্তাল দুর্গাপুরের বেসরকারি কলেজ

ছাত্র-বিক্ষোভের জেরে উত্তাল দুর্গাপুরের কাঁকসার একটি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজ। উপস্থিতির হার ৫০ শতাংশের কম হলে দিতে হবে 7500 টাকা জরিমানা ৷

ছাত্র-বিক্ষোভ
author img

By

Published : Nov 18, 2019, 8:13 PM IST

কাঁকসা, 18 নভেম্বর: কলেজে উপস্থিতির হার 50 শতাংশের কম হলে দিতে হবে 7500 টাকা জরিমানা ৷ তবেই পরীক্ষায় বসতে পারবে ছাত্ররা ৷ দুর্গাপুরের একটি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজ কর্তৃপক্ষ সোমবার এই নির্দেশ জারির পর পড়ুয়ারা ক্ষিপ্ত হয়ে কলেজের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে ।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে যায় কাঁকসা থানার পুলিশ ৷ ছাত্র-ছাত্রীদের অভিযোগ, কলেজের তরফ থেকে প্লেসমেন্টের সুযোগ দেওয়া হয় না । তাই অন্য জায়গা থেকে প্রশিক্ষণ নিতে হচ্ছে ৷ ফলে তারা কলেজে নিয়মিত আসতে পারে না ৷ সেজন্য উপস্থিতির হার কমে যাচ্ছে ৷ যদি কলেজ ঠিকঠাক প্লেসমেন্টের সুযোগ করে দিত তাহলে বাইরে থেকে প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন হত না ৷ সেটাই যখন কলেজ দিতে পারছে না তাহলে টাকা কেন নেওয়া হচ্ছে বলে প্রশ্ন ছাত্রছাত্রীদের ।

আজ ছাত্র-ছাত্রীরা কলেজের প্রশাসনিক বিভাগ ঘেরাও করে ৷ তবে কলেজ কর্তৃপক্ষ নিজেদের অবস্থানে অনড় রয়েছে ।

কাঁকসা, 18 নভেম্বর: কলেজে উপস্থিতির হার 50 শতাংশের কম হলে দিতে হবে 7500 টাকা জরিমানা ৷ তবেই পরীক্ষায় বসতে পারবে ছাত্ররা ৷ দুর্গাপুরের একটি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজ কর্তৃপক্ষ সোমবার এই নির্দেশ জারির পর পড়ুয়ারা ক্ষিপ্ত হয়ে কলেজের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে ।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে যায় কাঁকসা থানার পুলিশ ৷ ছাত্র-ছাত্রীদের অভিযোগ, কলেজের তরফ থেকে প্লেসমেন্টের সুযোগ দেওয়া হয় না । তাই অন্য জায়গা থেকে প্রশিক্ষণ নিতে হচ্ছে ৷ ফলে তারা কলেজে নিয়মিত আসতে পারে না ৷ সেজন্য উপস্থিতির হার কমে যাচ্ছে ৷ যদি কলেজ ঠিকঠাক প্লেসমেন্টের সুযোগ করে দিত তাহলে বাইরে থেকে প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন হত না ৷ সেটাই যখন কলেজ দিতে পারছে না তাহলে টাকা কেন নেওয়া হচ্ছে বলে প্রশ্ন ছাত্রছাত্রীদের ।

আজ ছাত্র-ছাত্রীরা কলেজের প্রশাসনিক বিভাগ ঘেরাও করে ৷ তবে কলেজ কর্তৃপক্ষ নিজেদের অবস্থানে অনড় রয়েছে ।

Intro:ছাত্র বিক্ষোভের জেরে উত্তাল দুর্গাপুরের কাঁকসার একটি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজ।এই কলেজের ছাত্রদের অভিযোগ যে যাদের কলেজে উপস্থিতির হার ৫০% এর কম তাদের কে পরীক্ষায় বসতে হলে কলেজ কে ৭৫০০ টাকা দিতে হবে।আর কলেজের পক্ষ থেকে এমন নির্দেশনামা দেখেই উত্তেজিত কয়েকশো ছাত্র-ছাত্রী কলেজের গেটে তালা ঝুলিয়ে আন্দোলনে নেমে পড়ে।পরিস্থিতি সামাল দিতে কলেজে আসে কাঁকসা থানার পুলিশ।কিন্তু ছাত্রদের এই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশকে বিশেষ কোনও ভুমিকা গ্রহন করতে দেখা যায়নি।কলেজ কর্তৃপক্ষ সংবাদমাধ্যমের কর্মীরা এই খবর সংগ্রহ করতে গেলে তাদের সাথে দুর্ব্যবহার করে।ছাত্র-ছাত্রীদের অভিযোগ যে বিশ্ববিদ্যালয় এর থেকে ৫০% এর কম অনুপস্থিতি আছে যাদের তারা পরীক্ষায় বসার অনুমোদন পেয়েছে তাহলে কলেজ এত টাকা নেবে কেনও?দিনভর কলেজ কর্তৃপক্ষ নিজেদের অবস্থানে অনড় থাকায় ছাত্র বিক্ষোভ অব্যাহত।।Body:হConclusion:হ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.