ETV Bharat / bharat

'রামোজি ফিল্ম সিটি-ইটিভি ভারত দেখে আমরা অভিভূত', জানালেন গায়ানা সরকারের প্রতিনিধিরা - GUYANA PMO DELEGATES

রামোজি ফিল্ম সিটি, ইটিভি ভারত ঘুরে দেখলেন গায়ানার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মীদের একটি প্রতিনিধি দল ৷ জানালেন, ফিল্ম সিটি দেখে তাঁরা অভিভূত ৷

Guyana PMO Delegates Visits ETV Bharat
ইটিভি ভারত ঘুরে দেখলেন গায়ানার পিএমও প্রতিনিধি দল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2024, 7:52 PM IST

হায়দরাবাদ, 28 নভেম্বর: গায়ানা সরকারের একটি প্রতিনিধি দল হায়দরাবাদে রামোজি ফিল্ম সিটি ও ইটিভি ভারতের অফিস ঘুরে দেখলেন ৷ তাঁরা গায়ানার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মী ৷ তাঁদের এই সফর আইটিইসি-মিডিয়া ম্যানেজমেন্ট প্রোগ্রাম ফর জার্নালিস্টস অ্যান্ড মিডিয়া প্রফেশনালস-এর একটি অংশ ৷ সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গায়ানা সফরে গিয়েছিলেন ৷ 2 সপ্তাহব্যাপী এই প্রোগ্রামটির ব্যবস্থাপনায় রয়েছে বিদেশমন্ত্রক ৷

এই প্রতিনিধি দলের 15 জন গায়ানার প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ন্যাশনাল কমিউনিকেশন নেটওয়ার্ক, পাবলিক ইনফরমেশন উইং-এর ভিডিয়োগ্রাফার, এডিটর, সোশাল মিডিয়ার কনটেন্ট অফিসার এবং ক্যামেরা বিভাগে কর্মরত ৷

রামোজি ফিল্ম সিটি ছাড়াও এই প্রতিনিধি দলটি হায়দরাবাদের চারমিনার, গোলকোন্ডা ফোর্টের মতো ঐতিহাসিক স্থানগুলি দর্শন করে ৷ এছাড়া লেজার শো, টি-হাব স্টার্ট-আপ সেন্টার দেখেন ৷ এইসবের পাশাপাশি তাঁরা ইউনেসকো স্বীকৃত হেরিটেজ সাইট রামাপ্পা মন্দির এবং ওয়ারঙ্গলের একহাজার স্তম্ভের মন্দিরেও যান ৷

রামোজি ফিল্ম সিটি, ইটিভি ভারতের কার্যালয় দেখে অভিভূত গায়ানা সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মী তেজপাল ব্রিজমোহন ৷ পাবলিক ইনফরমেশন দফতরের টেকনিক্যাল ম্যানেজার তেজপাল বলেন, "রামোজি ফিল্ম সিটি দেখার অভিজ্ঞতা আমি ভাষায় বর্ণনা করতে পারব না ৷ ইটিভি ভারত যা করেছে, তাতে আমি অবাক হয়ে গিয়েছি ৷ সহকর্মীরা এবং আমি বাকরুদ্ধ ৷ আশা করি, আমরাও এই ধরনের কাজই আমাদের দেশে করতে পারব ৷"

গায়ানার প্রেসিডেন্টের কার্যালয়ের ফোটোগ্রাফার লাচম্যান সিংয়ের মতও একই ৷ তিনি বলেন, "রামোজি ফিল্ম সিটি'র মতো এমন দুর্দান্ত প্রজেক্ট আমি কখনও শুনিনি বা দেখিওনি ৷ সিটির প্রতিটি অংশের প্রতিটি ভাগে শুধুই বিস্ময় ৷ এটা যাঁর মস্তিষ্কপ্রসূত, তাঁর কথা ভেবে আশ্চর্য লাগছে ৷ আমরা সবশেষে ইটিভি স্টুডিয়ো দেখলাম, খুব ভালো লাগল ৷ এখানে প্রযুক্তিকে যে সূক্ষ্মতার সঙ্গে কাজে লাগানো হয়েছে, সামান্যতম বিষয়টিকে নিখুঁত করতে যে পরিশ্রম করা হয়েছে, আমার তা অত্যন্ত ভালো লেগেছে ৷ আশা করি, গায়ানা ফিরে আমিও এই বিষয়গুলি কার্যকর করব ৷ "

প্রেসিডেন্টের কার্যালয়ের ডিজিটাল কমিউনিকেশনস-এর আধিকারিক তুরানলাল সিচরণ বলেন, "আমি আরও আরও দেখতে চাই ৷ রামোজি ফিল্ম সিটি বিশাল জায়গা জুড়ে ৷ শুধু যে এটাই তার বৈশিষ্ট্য, তা নয় ৷ যাঁরা এটা গড়ে তুলেছেন, তাঁরা ছোটখাটো বিষয়গুলিতেও সমান নজর দিয়েছেন, যা আমার হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে গিয়েছে ৷ বাহুবলীর সেট দেখার অভিজ্ঞতা আমাদের প্রতিনিধিদের কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে ৷"

তিনি আরও জানান যে, ইটিভি ভারত ঘুরে দেখাটা তাঁদের কাছে সম্মানের ৷ তুরানলাল সিচরণ বলেন, "আমাদের সামনে যে প্রক্রিয়াগুলি এবং প্রযুক্তিগুলি তুলে ধরা হয়েছে, সেই মানের সঙ্গে তুলনা করেই আমরা আমাদের নিজেদের পদ্ধতিগুলিকেও তৈরি করব, এটাই আমাদের লক্ষ্য ৷"

হায়দরাবাদ, 28 নভেম্বর: গায়ানা সরকারের একটি প্রতিনিধি দল হায়দরাবাদে রামোজি ফিল্ম সিটি ও ইটিভি ভারতের অফিস ঘুরে দেখলেন ৷ তাঁরা গায়ানার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মী ৷ তাঁদের এই সফর আইটিইসি-মিডিয়া ম্যানেজমেন্ট প্রোগ্রাম ফর জার্নালিস্টস অ্যান্ড মিডিয়া প্রফেশনালস-এর একটি অংশ ৷ সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গায়ানা সফরে গিয়েছিলেন ৷ 2 সপ্তাহব্যাপী এই প্রোগ্রামটির ব্যবস্থাপনায় রয়েছে বিদেশমন্ত্রক ৷

এই প্রতিনিধি দলের 15 জন গায়ানার প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ন্যাশনাল কমিউনিকেশন নেটওয়ার্ক, পাবলিক ইনফরমেশন উইং-এর ভিডিয়োগ্রাফার, এডিটর, সোশাল মিডিয়ার কনটেন্ট অফিসার এবং ক্যামেরা বিভাগে কর্মরত ৷

রামোজি ফিল্ম সিটি ছাড়াও এই প্রতিনিধি দলটি হায়দরাবাদের চারমিনার, গোলকোন্ডা ফোর্টের মতো ঐতিহাসিক স্থানগুলি দর্শন করে ৷ এছাড়া লেজার শো, টি-হাব স্টার্ট-আপ সেন্টার দেখেন ৷ এইসবের পাশাপাশি তাঁরা ইউনেসকো স্বীকৃত হেরিটেজ সাইট রামাপ্পা মন্দির এবং ওয়ারঙ্গলের একহাজার স্তম্ভের মন্দিরেও যান ৷

রামোজি ফিল্ম সিটি, ইটিভি ভারতের কার্যালয় দেখে অভিভূত গায়ানা সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মী তেজপাল ব্রিজমোহন ৷ পাবলিক ইনফরমেশন দফতরের টেকনিক্যাল ম্যানেজার তেজপাল বলেন, "রামোজি ফিল্ম সিটি দেখার অভিজ্ঞতা আমি ভাষায় বর্ণনা করতে পারব না ৷ ইটিভি ভারত যা করেছে, তাতে আমি অবাক হয়ে গিয়েছি ৷ সহকর্মীরা এবং আমি বাকরুদ্ধ ৷ আশা করি, আমরাও এই ধরনের কাজই আমাদের দেশে করতে পারব ৷"

গায়ানার প্রেসিডেন্টের কার্যালয়ের ফোটোগ্রাফার লাচম্যান সিংয়ের মতও একই ৷ তিনি বলেন, "রামোজি ফিল্ম সিটি'র মতো এমন দুর্দান্ত প্রজেক্ট আমি কখনও শুনিনি বা দেখিওনি ৷ সিটির প্রতিটি অংশের প্রতিটি ভাগে শুধুই বিস্ময় ৷ এটা যাঁর মস্তিষ্কপ্রসূত, তাঁর কথা ভেবে আশ্চর্য লাগছে ৷ আমরা সবশেষে ইটিভি স্টুডিয়ো দেখলাম, খুব ভালো লাগল ৷ এখানে প্রযুক্তিকে যে সূক্ষ্মতার সঙ্গে কাজে লাগানো হয়েছে, সামান্যতম বিষয়টিকে নিখুঁত করতে যে পরিশ্রম করা হয়েছে, আমার তা অত্যন্ত ভালো লেগেছে ৷ আশা করি, গায়ানা ফিরে আমিও এই বিষয়গুলি কার্যকর করব ৷ "

প্রেসিডেন্টের কার্যালয়ের ডিজিটাল কমিউনিকেশনস-এর আধিকারিক তুরানলাল সিচরণ বলেন, "আমি আরও আরও দেখতে চাই ৷ রামোজি ফিল্ম সিটি বিশাল জায়গা জুড়ে ৷ শুধু যে এটাই তার বৈশিষ্ট্য, তা নয় ৷ যাঁরা এটা গড়ে তুলেছেন, তাঁরা ছোটখাটো বিষয়গুলিতেও সমান নজর দিয়েছেন, যা আমার হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে গিয়েছে ৷ বাহুবলীর সেট দেখার অভিজ্ঞতা আমাদের প্রতিনিধিদের কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে ৷"

তিনি আরও জানান যে, ইটিভি ভারত ঘুরে দেখাটা তাঁদের কাছে সম্মানের ৷ তুরানলাল সিচরণ বলেন, "আমাদের সামনে যে প্রক্রিয়াগুলি এবং প্রযুক্তিগুলি তুলে ধরা হয়েছে, সেই মানের সঙ্গে তুলনা করেই আমরা আমাদের নিজেদের পদ্ধতিগুলিকেও তৈরি করব, এটাই আমাদের লক্ষ্য ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.