ETV Bharat / city

26 দিনের লড়াই শেষ, কোভিডে প্রয়াত পবিত্র চট্টোপাধ্যায়

26 দিন ধরে করোনাভাইরাসের সঙ্গে তীব্র লড়াই চালিয়ে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দুর্গাপুর পৌর নিগমের জল দফতরের মেয়র পারিষদ সদস্য পবিত্র চট্টোপাধ্যায়ের ৷

mic water of durgapur corporation pabitra chatterjee passed away after battling with covid 19
26 দিনের লড়াই শেষ, কোভিডে প্রয়াত পবিত্র চট্টোপাধ্যায়
author img

By

Published : May 25, 2021, 4:56 PM IST

দুর্গাপুর, 25 মে : টানা 26 দিনের লড়াই শেষ ৷ কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হল দুর্গাপুর পৌর নিগমের জল দফতরের মেয়র পারিষদ সদস্য পবিত্র চট্টোপাধ্যায়ের ৷ মঙ্গলবার বিকেল 4 টের সময় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি ।

কোভিডে আক্রান্ত হয়ে পবিত্র চট্টোপাধ্যায় দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন । প্রথম থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তাঁর ।এরপর কোমাতে চলে যান তিনি । 26 দিনের লড়াই শেষ হল আজ ।

আরও পড়ুন: শীর্ষ আদালত থেকে আবেদন প্রত্যাহার সিবিআইয়ের, নারদ মামলা হাইকোর্টেই

কংগ্রেস ছেড়ে 2016 সালের পরে তৃণমূলে যোগ দেন উখড়ার বাসিন্দা পবিত্র চট্টোপাধ্যায় । তারপরে তিনি দুর্গাপুরে যান পাকাপাকিভাবে । এখানে দুর্গাপুর পৌর নিগমের নির্বাচনে স্টিল টাউনশিপের 7 নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন তিনি । তাঁকে জল দফতরের মেয়র পারিষদ সদস্য করা হয় ।

দুর্গাপুর, 25 মে : টানা 26 দিনের লড়াই শেষ ৷ কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হল দুর্গাপুর পৌর নিগমের জল দফতরের মেয়র পারিষদ সদস্য পবিত্র চট্টোপাধ্যায়ের ৷ মঙ্গলবার বিকেল 4 টের সময় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি ।

কোভিডে আক্রান্ত হয়ে পবিত্র চট্টোপাধ্যায় দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন । প্রথম থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তাঁর ।এরপর কোমাতে চলে যান তিনি । 26 দিনের লড়াই শেষ হল আজ ।

আরও পড়ুন: শীর্ষ আদালত থেকে আবেদন প্রত্যাহার সিবিআইয়ের, নারদ মামলা হাইকোর্টেই

কংগ্রেস ছেড়ে 2016 সালের পরে তৃণমূলে যোগ দেন উখড়ার বাসিন্দা পবিত্র চট্টোপাধ্যায় । তারপরে তিনি দুর্গাপুরে যান পাকাপাকিভাবে । এখানে দুর্গাপুর পৌর নিগমের নির্বাচনে স্টিল টাউনশিপের 7 নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন তিনি । তাঁকে জল দফতরের মেয়র পারিষদ সদস্য করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.