ETV Bharat / city

26 দিনের লড়াই শেষ, কোভিডে প্রয়াত পবিত্র চট্টোপাধ্যায়

author img

By

Published : May 25, 2021, 4:56 PM IST

26 দিন ধরে করোনাভাইরাসের সঙ্গে তীব্র লড়াই চালিয়ে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দুর্গাপুর পৌর নিগমের জল দফতরের মেয়র পারিষদ সদস্য পবিত্র চট্টোপাধ্যায়ের ৷

mic water of durgapur corporation pabitra chatterjee passed away after battling with covid 19
26 দিনের লড়াই শেষ, কোভিডে প্রয়াত পবিত্র চট্টোপাধ্যায়

দুর্গাপুর, 25 মে : টানা 26 দিনের লড়াই শেষ ৷ কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হল দুর্গাপুর পৌর নিগমের জল দফতরের মেয়র পারিষদ সদস্য পবিত্র চট্টোপাধ্যায়ের ৷ মঙ্গলবার বিকেল 4 টের সময় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি ।

কোভিডে আক্রান্ত হয়ে পবিত্র চট্টোপাধ্যায় দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন । প্রথম থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তাঁর ।এরপর কোমাতে চলে যান তিনি । 26 দিনের লড়াই শেষ হল আজ ।

আরও পড়ুন: শীর্ষ আদালত থেকে আবেদন প্রত্যাহার সিবিআইয়ের, নারদ মামলা হাইকোর্টেই

কংগ্রেস ছেড়ে 2016 সালের পরে তৃণমূলে যোগ দেন উখড়ার বাসিন্দা পবিত্র চট্টোপাধ্যায় । তারপরে তিনি দুর্গাপুরে যান পাকাপাকিভাবে । এখানে দুর্গাপুর পৌর নিগমের নির্বাচনে স্টিল টাউনশিপের 7 নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন তিনি । তাঁকে জল দফতরের মেয়র পারিষদ সদস্য করা হয় ।

দুর্গাপুর, 25 মে : টানা 26 দিনের লড়াই শেষ ৷ কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হল দুর্গাপুর পৌর নিগমের জল দফতরের মেয়র পারিষদ সদস্য পবিত্র চট্টোপাধ্যায়ের ৷ মঙ্গলবার বিকেল 4 টের সময় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি ।

কোভিডে আক্রান্ত হয়ে পবিত্র চট্টোপাধ্যায় দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন । প্রথম থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তাঁর ।এরপর কোমাতে চলে যান তিনি । 26 দিনের লড়াই শেষ হল আজ ।

আরও পড়ুন: শীর্ষ আদালত থেকে আবেদন প্রত্যাহার সিবিআইয়ের, নারদ মামলা হাইকোর্টেই

কংগ্রেস ছেড়ে 2016 সালের পরে তৃণমূলে যোগ দেন উখড়ার বাসিন্দা পবিত্র চট্টোপাধ্যায় । তারপরে তিনি দুর্গাপুরে যান পাকাপাকিভাবে । এখানে দুর্গাপুর পৌর নিগমের নির্বাচনে স্টিল টাউনশিপের 7 নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন তিনি । তাঁকে জল দফতরের মেয়র পারিষদ সদস্য করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.