ETV Bharat / city

Sukanata-Dilip on Jitendra's Tweet : জিতেন্দ্রর বক্তব্য দিল্লির নেতাদেরও বুঝতে হবে, মন্তব্য দিলীপের - Trinamool Congress

জিতেন্দ্র তিওয়ারির একটি টুইট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে (Jitendra Tiwari Tweet Controversy) ৷ সেই বিতর্কে আমল দিতে নারাজ বিজেপি (Dilip-Sukanta Support Jitendra Tiwari on Tweet Controversy) ৷ দুর্গাপুরে সেটাই স্পষ্ট করলেন দলের দুই নেতা দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার ৷

dilip-sukanta support jitendra tiwari on tweet controversy
Sukanata-Dilip on Jitendra's Tweet : জিতেন্দ্রর বক্তব্য দিল্লির নেতাদেরও বুঝতে হবে, মন্তব্য দিলীপের
author img

By

Published : May 13, 2022, 5:24 PM IST

দুর্গাপুর, 13 মে : টুইট বিতর্কের পর থেকে জিতেন্দ্র তিওয়ারির রাজনৈতিক অবস্থান নিয়ে নানা জল্পনা চলছে ৷ কিন্তু সেই জল্পনায় আমল দিতে নারাজ বঙ্গ বিজেপির দুই হেভিওয়েট নেতা ৷ তাঁরা বরং জিতেন্দ্রর টুইটে কোনও বিতর্কই দেখতে পাচ্ছেন না ৷ জিতেন্দ্র ঠিক কথা বলছেন বলেও সওয়াল করছেন তাঁরা (Dilip-Sukanta Support Jitendra Tiwari on Tweet Controversy) ৷

এই দুই নেতার একজন বঙ্গ বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder) ৷ আর দ্বিতীয়জন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh) ৷ জিতেন্দ্রর টুইট বিতর্ক নিয়ে সুকান্ত পালটা প্রশ্ন তুলেছেন ৷ তাঁর প্রশ্ন, অধিকাংশ মানুষের সমর্থন না পেলে জয় আসবে কী করে ? অন্যদিকে মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও একই কথা বলছেন ৷

কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচন থেকে একের পর ভোটে ভরাডুবি ৷ পদে রদবদল নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব, পদত্যাগ নিয়ে জেরবার ভারতীয় জনতা পার্টি ৷ সেই পরিস্থিতিতে বাংলায় এসে কয়েকদিন আগেই দলের নেতাদের ভোকাল টনিক দিয়ে গিয়েছেন অমিত শাহ (Union Home Minister Amit Shah) ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির নম্বর-2 নেতা শাহ চলে যাওয়ার ঠিক পরই জিতেন্দ্রর এই টুইট করা কি উচিত হল ?

এখানে উল্লেখ করা প্রয়োজন যে অমিত শাহ বাংলা সফর সেরে যাওয়ার পর পরই একটি টুইট করেন জিতেন্দ্র তিওয়ারি (BJP Leader Jitendra Tiwari) ৷ তিনি বাংলা জয়ের জন্য আগে বাংলার মানুষের মন জয়ের কথা বলেন ৷ এর পরই শুরু হয় বিতর্ক ৷ কারণ, 2021-এর বিধানসভা নির্বাচনের (Bengal Assembly Elections 2021) আগে অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন ৷ সেই দলে জিতেন্দ্র তিওয়ারিও ছিলেন ৷ ভোট মেটার পর অনেকে তৃণমূলে (Trinamool Congress) ফিরে যান ৷ কিন্তু ফিরে যাওয়ার আগে থেকেই তাঁদের মন্তব্যে ক্ষোভ ধরা পড়তে থাকে ৷

জিতেন্দ্র তিওয়ারির পাশে সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ

জিতেন্দ্রর টুইটেও সেই ইঙ্গিত ছিল বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ পরিস্থিতি বুঝে আসরে নেমে পড়ে তৃণমূল ৷ শিল্পাঞ্চলের তৃণমূল নেতারা জিতেন্দ্রর এই বক্তব্যকে ‘বিলম্বিত বোধোদয়’ হিসেবে তুলে ধরেন ৷ তবে জিতেন্দ্র এই টুইটের মধ্যে বিতর্ক নেই বলেই স্পষ্ট করেছিলেন ৷ বিজেপির (BJP) তরফেও বারবার বিষয়টিতে বিতর্ক নেই বলে উল্লেখ করা হয়েছে ৷ সেই একই বক্তব্য আরও একবার ধরা পড়ল সুকান্ত-দিলীপের কথায় ৷

আরও পড়ুন : Sukanta Majumdar on Deucha Pachami : জমি ছিনিয়ে শিল্প হলে মাওবাদীদের হাত শক্ত হবে, দেউচা-পাচামি প্রসঙ্গে মত সুকান্তর

দুর্গাপুর, 13 মে : টুইট বিতর্কের পর থেকে জিতেন্দ্র তিওয়ারির রাজনৈতিক অবস্থান নিয়ে নানা জল্পনা চলছে ৷ কিন্তু সেই জল্পনায় আমল দিতে নারাজ বঙ্গ বিজেপির দুই হেভিওয়েট নেতা ৷ তাঁরা বরং জিতেন্দ্রর টুইটে কোনও বিতর্কই দেখতে পাচ্ছেন না ৷ জিতেন্দ্র ঠিক কথা বলছেন বলেও সওয়াল করছেন তাঁরা (Dilip-Sukanta Support Jitendra Tiwari on Tweet Controversy) ৷

এই দুই নেতার একজন বঙ্গ বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder) ৷ আর দ্বিতীয়জন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh) ৷ জিতেন্দ্রর টুইট বিতর্ক নিয়ে সুকান্ত পালটা প্রশ্ন তুলেছেন ৷ তাঁর প্রশ্ন, অধিকাংশ মানুষের সমর্থন না পেলে জয় আসবে কী করে ? অন্যদিকে মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও একই কথা বলছেন ৷

কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচন থেকে একের পর ভোটে ভরাডুবি ৷ পদে রদবদল নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব, পদত্যাগ নিয়ে জেরবার ভারতীয় জনতা পার্টি ৷ সেই পরিস্থিতিতে বাংলায় এসে কয়েকদিন আগেই দলের নেতাদের ভোকাল টনিক দিয়ে গিয়েছেন অমিত শাহ (Union Home Minister Amit Shah) ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির নম্বর-2 নেতা শাহ চলে যাওয়ার ঠিক পরই জিতেন্দ্রর এই টুইট করা কি উচিত হল ?

এখানে উল্লেখ করা প্রয়োজন যে অমিত শাহ বাংলা সফর সেরে যাওয়ার পর পরই একটি টুইট করেন জিতেন্দ্র তিওয়ারি (BJP Leader Jitendra Tiwari) ৷ তিনি বাংলা জয়ের জন্য আগে বাংলার মানুষের মন জয়ের কথা বলেন ৷ এর পরই শুরু হয় বিতর্ক ৷ কারণ, 2021-এর বিধানসভা নির্বাচনের (Bengal Assembly Elections 2021) আগে অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন ৷ সেই দলে জিতেন্দ্র তিওয়ারিও ছিলেন ৷ ভোট মেটার পর অনেকে তৃণমূলে (Trinamool Congress) ফিরে যান ৷ কিন্তু ফিরে যাওয়ার আগে থেকেই তাঁদের মন্তব্যে ক্ষোভ ধরা পড়তে থাকে ৷

জিতেন্দ্র তিওয়ারির পাশে সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ

জিতেন্দ্রর টুইটেও সেই ইঙ্গিত ছিল বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ পরিস্থিতি বুঝে আসরে নেমে পড়ে তৃণমূল ৷ শিল্পাঞ্চলের তৃণমূল নেতারা জিতেন্দ্রর এই বক্তব্যকে ‘বিলম্বিত বোধোদয়’ হিসেবে তুলে ধরেন ৷ তবে জিতেন্দ্র এই টুইটের মধ্যে বিতর্ক নেই বলেই স্পষ্ট করেছিলেন ৷ বিজেপির (BJP) তরফেও বারবার বিষয়টিতে বিতর্ক নেই বলে উল্লেখ করা হয়েছে ৷ সেই একই বক্তব্য আরও একবার ধরা পড়ল সুকান্ত-দিলীপের কথায় ৷

আরও পড়ুন : Sukanta Majumdar on Deucha Pachami : জমি ছিনিয়ে শিল্প হলে মাওবাদীদের হাত শক্ত হবে, দেউচা-পাচামি প্রসঙ্গে মত সুকান্তর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.