ETV Bharat / city

স্বয়ম্ভর গোষ্ঠীর টাকা আত্মসাৎ, অভিযুক্ত তৃণমূল ছেড়ে BJP-তে আসা নেত্রী

author img

By

Published : Nov 25, 2020, 7:54 PM IST

তৃণমূলে থাকাকালীন দুর্গাপুর পুরসভার 9নং ওয়ার্ডের বেশ কয়েকটি দায়িত্বে ছিলেন সুপ্রিয়া দাস মেহরা ৷ সে সময় তিনি স্থানীয় কয়েকজন মহিলাকে নিয়ে স্বয়ম্ভর গোষ্ঠী গঠন করেন তিনি ৷ সেখানে ওই মহিলারা টাকা জমা রেখেছিলেন ৷ অভিযোগ তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেওয়ার পর সেই স্বয়ম্ভর গোষ্ঠীর কাজ বন্ধ ৷

cheating allegation aganst bjp leader in durgapur
স্বয়ম্ভর গোষ্ঠীর টাকা আত্মসাত, অভিযুক্ত তৃণমূল ছেড়ে BJP-তে আসা নেত্রী

দুর্গাপুর, 25 নভেম্বর : তৃণমূল ছেড়ে সম্প্রতি BJP-তে যোগ দিয়েছেন দুর্গাপুর ট্রাঙ্ক রোডের 28 নং স্ট্রিটের বাসিন্দা সুপ্রিয়া দাস মেহরা ৷ অভিযোগ উঠেছে তিনি তৃণমূল ছেড়ে BJP-তে যাওয়ার সময় স্থানীয় স্বযম্ভর গোষ্ঠীর টাকা আত্মসাৎ করেছেন ৷ অভিযোগ সেই টাকা বারবার ফেরত চেয়েও পাননি স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্য়রা ৷ তার প্রতিবাদে আজ সুপ্রিয়া দাস মেহরার বাড়ি ঘেরাও করলেন গোষ্ঠীর অন্য়ান্য় মহিলারা ৷

তৃণমূলে থাকাকালীন দুর্গাপুর পুরসভার 9নং ওয়ার্ডের বেশ কয়েকটি দায়িত্বে ছিলেন সুপ্রিয়া দাস মেহরা ৷ সে সময় তিনি স্থানীয় কয়েকজন মহিলাকে নিয়ে স্বয়ম্ভর গোষ্ঠী গঠন করেন তিনি ৷ সেখানে ওই মহিলারা টাকা জমা রেখেছিলেন ৷ অভিযোগ তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেওয়ার পর সেই স্বয়ম্ভর গোষ্ঠীর কাজ বন্ধ ৷ কিন্তু, সুপ্রিয়া দাসকে বারবার টাকা ফেরতের কথা বললেও, তিনি তা ফেরত দেননি ৷ এই পরিস্থিতিতে এদিন তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখান গোষ্ঠীর মহিলারা ৷ যদিও গোটা অভিযোগই অস্বীকার করেছেন সুপ্রিয়া দাস মেহরা ৷ তাঁর পাল্টা অভিযোগ, তৃণমূল ছেড়ে BJP-তে যাওয়ায় তাঁর বিরুদ্ধে রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করা হচ্ছে ৷

খবর পেয়ে ঘটনাস্থলে যায় দুর্গাপুর থানার পুলিশ ৷ তাঁদের আশ্বাসে ঘেরাও তুলে নেন স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা ৷ তবে, তাঁদের টাকা ফেরত না পেলে আবারও ঘেরাও এর হুঁশিয়ারি দিয়েছেন গোষ্ঠীর ওই মহিলারা ৷ তবে, রাজনৈতিক চক্রান্তের অভিযোগ অস্বীকার করেছেন দুর্গাপুরের 9নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর রীনা চৌধুরি ৷ ঘটনার মধ্য়ে কোনও রাজনৈতিক ষড়যন্ত্র নেই বলে দাবি করেছেন তিনি ৷

দুর্গাপুর, 25 নভেম্বর : তৃণমূল ছেড়ে সম্প্রতি BJP-তে যোগ দিয়েছেন দুর্গাপুর ট্রাঙ্ক রোডের 28 নং স্ট্রিটের বাসিন্দা সুপ্রিয়া দাস মেহরা ৷ অভিযোগ উঠেছে তিনি তৃণমূল ছেড়ে BJP-তে যাওয়ার সময় স্থানীয় স্বযম্ভর গোষ্ঠীর টাকা আত্মসাৎ করেছেন ৷ অভিযোগ সেই টাকা বারবার ফেরত চেয়েও পাননি স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্য়রা ৷ তার প্রতিবাদে আজ সুপ্রিয়া দাস মেহরার বাড়ি ঘেরাও করলেন গোষ্ঠীর অন্য়ান্য় মহিলারা ৷

তৃণমূলে থাকাকালীন দুর্গাপুর পুরসভার 9নং ওয়ার্ডের বেশ কয়েকটি দায়িত্বে ছিলেন সুপ্রিয়া দাস মেহরা ৷ সে সময় তিনি স্থানীয় কয়েকজন মহিলাকে নিয়ে স্বয়ম্ভর গোষ্ঠী গঠন করেন তিনি ৷ সেখানে ওই মহিলারা টাকা জমা রেখেছিলেন ৷ অভিযোগ তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেওয়ার পর সেই স্বয়ম্ভর গোষ্ঠীর কাজ বন্ধ ৷ কিন্তু, সুপ্রিয়া দাসকে বারবার টাকা ফেরতের কথা বললেও, তিনি তা ফেরত দেননি ৷ এই পরিস্থিতিতে এদিন তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখান গোষ্ঠীর মহিলারা ৷ যদিও গোটা অভিযোগই অস্বীকার করেছেন সুপ্রিয়া দাস মেহরা ৷ তাঁর পাল্টা অভিযোগ, তৃণমূল ছেড়ে BJP-তে যাওয়ায় তাঁর বিরুদ্ধে রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করা হচ্ছে ৷

খবর পেয়ে ঘটনাস্থলে যায় দুর্গাপুর থানার পুলিশ ৷ তাঁদের আশ্বাসে ঘেরাও তুলে নেন স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা ৷ তবে, তাঁদের টাকা ফেরত না পেলে আবারও ঘেরাও এর হুঁশিয়ারি দিয়েছেন গোষ্ঠীর ওই মহিলারা ৷ তবে, রাজনৈতিক চক্রান্তের অভিযোগ অস্বীকার করেছেন দুর্গাপুরের 9নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর রীনা চৌধুরি ৷ ঘটনার মধ্য়ে কোনও রাজনৈতিক ষড়যন্ত্র নেই বলে দাবি করেছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.