দুর্গাপুর, 19 জানুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইন ইশুতে সরব হয়েছেন বিশিষ্ট জনদের একাংশ ৷ এই ইশুতেই নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করলেন সাহিত্যিক বাণী বসু ৷ তাঁর কথায়, ''গুজরাতের দু'জন মানুষের কাছে প্রমাণ দিতে হবে নাগরিকত্বের? আমাদের ভোটেই তো জিতেছেন । তাহলে আগে গদি ছাড়ুন । তারপর এসব বলুন । দুর্গাপুর পৌরসভার উদ্যোগে দ্বিতীয় বর্ষের বইমেলার উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে এসে এভাবেই CAA ইশুতে নাম না করে মোদি-শাহকে আক্রমণ করলেন প্রখ্যাত সাহত্যিক বাণী বসু ।
দুর্গাপুর গান্ধি মোড়ে শনিবার থেকে দুর্গাপুর পৌরসভার উদ্যোগে শুরু হয় দ্বিতীয় বর্ষের বইমেলা । এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাহিত্যিক বাণী বসু । সাম্প্রতিকতম CAA ইশুতে নিজের উদ্বেগের কথা প্রকাশ করেন সাহিত্যিক । তাঁর কথায়, "ভয় এটাই যে বুদ্ধিজীবীরা শাসকদলের কাছে বিক্রি হয়ে গেছেন ।" একইসঙ্গে নাম না করে নরেন্দ্র মোদি ও অমিত শাহের সমালোচনা করে তিনি বলেন, "গুজরাত থেকে আসা দু'জন মানুষ ঠিক করবেন আমরা নাগরিক কিনা ? কী ভেবেছেন কী ? আমরা তো নাগরিক । তা না হলে আমাদের ভোটেই তাঁরা জয়লাভ করলেন কীভাবে ? তাহলে আগে গদি ছাড়ুন ।"
কেন্দ্রীয় সরকারের সমালোচনার পাশাপাশি তিনি সমস্ত রাজ্যের ভূমিকা নিয়ে সরব হন ৷ বলেন, "আমি সমস্ত রাজ্যের সরকারকে বলছি, তারা যেন এটা না ভাবেন, আমরা কিছুই দেখছি না । সব দেখতে পাচ্ছি ।"