ETV Bharat / city

গুজরাতের দু'জন মানুষ আমাদের নাগরিকত্বের প্রমাণ নেবেন ? মন্তব্য সাহিত্যিক বাণী বসুর - সাহিত্যিক বাণী বসু

গুজরাতের দুজন মানুষ এসে আমাদের নাগরিকত্ব দেবেন? CAA ইশুতে নাম না করে মোদি-অমিত শাহকে কটাক্ষ সাহিত্যিক বাণী বসুর ।

Bani Basu attacks center on CAA
CAA ইশুতে কেন্দ্রকে আক্রমণ বাণী বসুর
author img

By

Published : Jan 19, 2020, 10:33 AM IST

দুর্গাপুর, 19 জানুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইন ইশুতে সরব হয়েছেন বিশিষ্ট জনদের একাংশ ৷ এই ইশুতেই নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করলেন সাহিত্যিক বাণী বসু ৷ তাঁর কথায়, ''গুজরাতের দু'জন মানুষের কাছে প্রমাণ দিতে হবে নাগরিকত্বের? আমাদের ভোটেই তো জিতেছেন । তাহলে আগে গদি ছাড়ুন । তারপর এসব বলুন । দুর্গাপুর পৌরসভার উদ্যোগে দ্বিতীয় বর্ষের বইমেলার উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে এসে এভাবেই CAA ইশুতে নাম না করে মোদি-শাহকে আক্রমণ করলেন প্রখ্যাত সাহত্যিক বাণী বসু ।

কী বললেন সাহিত্যিক বাণী বসু ? দেখুন ভিডিয়ো...

দুর্গাপুর গান্ধি মোড়ে শনিবার থেকে দুর্গাপুর পৌরসভার উদ্যোগে শুরু হয় দ্বিতীয় বর্ষের বইমেলা । এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাহিত্যিক বাণী বসু । সাম্প্রতিকতম CAA ইশুতে নিজের উদ্বেগের কথা প্রকাশ করেন সাহিত্যিক । তাঁর কথায়, "ভয় এটাই যে বুদ্ধিজীবীরা শাসকদলের কাছে বিক্রি হয়ে গেছেন ।" একইসঙ্গে নাম না করে নরেন্দ্র মোদি ও অমিত শাহের সমালোচনা করে তিনি বলেন, "গুজরাত থেকে আসা দু'জন মানুষ ঠিক করবেন আমরা নাগরিক কিনা ? কী ভেবেছেন কী ? আমরা তো নাগরিক । তা না হলে আমাদের ভোটেই তাঁরা জয়লাভ করলেন কীভাবে ? তাহলে আগে গদি ছাড়ুন ।"

কেন্দ্রীয় সরকারের সমালোচনার পাশাপাশি তিনি সমস্ত রাজ্যের ভূমিকা নিয়ে সরব হন ৷ বলেন, "আমি সমস্ত রাজ্যের সরকারকে বলছি, তারা যেন এটা না ভাবেন, আমরা কিছুই দেখছি না । সব দেখতে পাচ্ছি ।"

দুর্গাপুর, 19 জানুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইন ইশুতে সরব হয়েছেন বিশিষ্ট জনদের একাংশ ৷ এই ইশুতেই নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করলেন সাহিত্যিক বাণী বসু ৷ তাঁর কথায়, ''গুজরাতের দু'জন মানুষের কাছে প্রমাণ দিতে হবে নাগরিকত্বের? আমাদের ভোটেই তো জিতেছেন । তাহলে আগে গদি ছাড়ুন । তারপর এসব বলুন । দুর্গাপুর পৌরসভার উদ্যোগে দ্বিতীয় বর্ষের বইমেলার উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে এসে এভাবেই CAA ইশুতে নাম না করে মোদি-শাহকে আক্রমণ করলেন প্রখ্যাত সাহত্যিক বাণী বসু ।

কী বললেন সাহিত্যিক বাণী বসু ? দেখুন ভিডিয়ো...

দুর্গাপুর গান্ধি মোড়ে শনিবার থেকে দুর্গাপুর পৌরসভার উদ্যোগে শুরু হয় দ্বিতীয় বর্ষের বইমেলা । এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাহিত্যিক বাণী বসু । সাম্প্রতিকতম CAA ইশুতে নিজের উদ্বেগের কথা প্রকাশ করেন সাহিত্যিক । তাঁর কথায়, "ভয় এটাই যে বুদ্ধিজীবীরা শাসকদলের কাছে বিক্রি হয়ে গেছেন ।" একইসঙ্গে নাম না করে নরেন্দ্র মোদি ও অমিত শাহের সমালোচনা করে তিনি বলেন, "গুজরাত থেকে আসা দু'জন মানুষ ঠিক করবেন আমরা নাগরিক কিনা ? কী ভেবেছেন কী ? আমরা তো নাগরিক । তা না হলে আমাদের ভোটেই তাঁরা জয়লাভ করলেন কীভাবে ? তাহলে আগে গদি ছাড়ুন ।"

কেন্দ্রীয় সরকারের সমালোচনার পাশাপাশি তিনি সমস্ত রাজ্যের ভূমিকা নিয়ে সরব হন ৷ বলেন, "আমি সমস্ত রাজ্যের সরকারকে বলছি, তারা যেন এটা না ভাবেন, আমরা কিছুই দেখছি না । সব দেখতে পাচ্ছি ।"

Intro:""ভয়ের এটাই যে বুদ্ধিজীবীরা শাসকদলের কাছে বিক্রি হয়ে গেছে""আবার "" গুজরাটের দুটো মানুষের কাছে প্রমান দিতে হবে নাগরিকত্বের?তাহলে আমাদের ভোটে ওরা যখন জিতেছে আগে গদি ছেড়ে এসব বলুন।এরা শয়তানি করছে""-দুর্গাপুর পুরসভার উদ্যোগে দ্বিতীয় বর্ষের বইমেলার উদ্বোধনের প্রধান অতিথি হিসাবে এসে এমন কথা বললেন প্রখ্যাত সাহত্যিক বাণী বসু।।
দুর্গাপুর গান্ধী মোড়ে শনিবার থেকে দুর্গাপুর পুরসভার উদ্যোগে শুরু হলো দ্বিতীয় বর্ষের বইমেলা। এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন এসে উপস্থিত হন প্রখ্যাত সাহিত্যিক বাণী বসু। সাম্প্রতিককালে পাশ হওয়া সিএএ নিয়ে নিজের উদ্বেগের কথা প্রকাশ করেন এই মহিলা সাহিত্যিক। নরেন্দ্র মোদী ও অমিত শাহ নাম না করে তাদের সমালোচনা করে বলেন,"" গুজরাট থেকে আসা দুজন মানুষ ঠিক করবেন আমরা নাগরিক কিনা? আমরা তো নাগরিক। তা না হলে আমাদের ভোটে তারা জয়লাভ করেছেন। আগে তারা গদি ছাড়ুন। ""বর্তমান কেন্দ্রীয় সরকারের সমালোচনার পাশাপাশি তিনি সমস্ত রাজ্য সরকার গুলির ভূমিকা নিয়েও নিজের মত প্রকাশ করতে গিয়ে বলেন, ""আমি রাজ্য সরকার গুলোকেও বলছি তারাও যেন না ভাবেন যে আমরা কিছুই দেখছি না। সব দেখতে পাচ্ছি।""পরিশেষে তিনি নিজের কথা প্রকাশ করে বলেন, ""আমার ভয় বুদ্ধিজীবীরা বিক্রি হয়ে যাচ্ছেন শাসকশ্রেণীর হাতে।""Body:গConclusion:গ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.