বর্ধমান, 7 এপ্রিল: কন্যাশ্রী ও স্কলারশিপের টাকা থেকে পঞ্চায়েতের ত্রাণ তহবিলে পাঁচ হাজার টাকা দান করল দুই ছাত্রী। আজ পূর্ব বর্ধমান জেলার গলসি 1 নম্বর ব্লকের উচ্চগ্রামের প্রধান মনসা বাউরির হাতে সেই টাকা তুলে দেয় দুই ছাত্রী শিল্পী চক্রবর্তী ও শ্বেতা চক্রবর্তী।
শিল্পী প্রথম বর্ষের নার্সিংয়ের ছাত্রী, শ্বেতা একাদশ শ্রেণীর ছাত্রী।শিল্পী কন্যাশ্রী থেকে পাওয়া 25 হাজার ও শ্বেতা স্কলারশিপে 12 হাজার টাকা পেয়েছিল। পড়ার খরচ বাবদ টাকা খরচের পর বাকি টাকা থেকে এই দুই বোন আড়াই হাজার করে মোট পাঁচ হাজার টাকা অঞ্চলের ত্রাণ তহবিলে দান করে।
তাদের বাবা নরেন্দ্রনাথ চক্রবর্তী পেশায় ছোট ব্যবসায়ী ও মা রুনু চক্রবর্তী পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী। পরিবারের সামান্য আয় থাকা সত্ত্বেও দুই বোন যেভাবে মিলে ত্রাণ তহবিলে দান করেছেন তাতে সাধুবাদ জানিয়েছেন পঞ্চায়েত প্রধান।
ত্রাণ তহবিলে দান 2 ছাত্রীর
ত্রাণ তহবিলে দান করল দুই ছাত্রী ।পূর্ব বর্ধমান জেলার গলসি 1 নম্বর ব্লকের উচ্চগ্রামের প্রধান মনসা বাউরির হাতে 5 হাজার টাকা তুলে দেন দুই ছাত্রী শিল্পী চক্রবর্তী ও শ্বেতা চক্রবর্তী।
বর্ধমান, 7 এপ্রিল: কন্যাশ্রী ও স্কলারশিপের টাকা থেকে পঞ্চায়েতের ত্রাণ তহবিলে পাঁচ হাজার টাকা দান করল দুই ছাত্রী। আজ পূর্ব বর্ধমান জেলার গলসি 1 নম্বর ব্লকের উচ্চগ্রামের প্রধান মনসা বাউরির হাতে সেই টাকা তুলে দেয় দুই ছাত্রী শিল্পী চক্রবর্তী ও শ্বেতা চক্রবর্তী।
শিল্পী প্রথম বর্ষের নার্সিংয়ের ছাত্রী, শ্বেতা একাদশ শ্রেণীর ছাত্রী।শিল্পী কন্যাশ্রী থেকে পাওয়া 25 হাজার ও শ্বেতা স্কলারশিপে 12 হাজার টাকা পেয়েছিল। পড়ার খরচ বাবদ টাকা খরচের পর বাকি টাকা থেকে এই দুই বোন আড়াই হাজার করে মোট পাঁচ হাজার টাকা অঞ্চলের ত্রাণ তহবিলে দান করে।
তাদের বাবা নরেন্দ্রনাথ চক্রবর্তী পেশায় ছোট ব্যবসায়ী ও মা রুনু চক্রবর্তী পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী। পরিবারের সামান্য আয় থাকা সত্ত্বেও দুই বোন যেভাবে মিলে ত্রাণ তহবিলে দান করেছেন তাতে সাধুবাদ জানিয়েছেন পঞ্চায়েত প্রধান।