বর্ধমান, 20 ফেব্রুয়ারি : চলছে মাধ্যমিক ৷ তার মধ্যেই উচ্চস্বরে মাইক বাজিয়ে সম্মেলন করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ বর্ধমানের ঘটনা ৷ যদিও এই অভিযোগ মানতে চাননি INTTUC-র রাজ্য সভানেত্রী দোলা সেন ৷ বলেন, "CPI(M)-এর আমল নয় যে লোকাল কমিটিই শেষ কথা বলবে ৷ OC-রা কেউ নয় ৷ "
আজ বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে NRC ও CAA-র বিরুদ্ধে সম্মেলনের আয়োজন করা হয়েছিল ৷ রীতিমতো তারস্বরে মাইক বাজিয়ে অনুষ্ঠান করা হয় ৷ এই বিষয়ে দোলা সেন বলেন, "আমি অভিযোগ মানি না ৷ আমাদের কোথাও কোনও মাইক ছিল না ৷ নিজে দেখেছি ৷ হলে ঢোকার আগে দেখেছি, কোনও মাইক ছিল না ৷ মিছিল করেছি, মাইক ছিল না ৷ শুধু হলের ভিতরে মাইক রয়েছে ৷ বাইরে মাইক নেই ৷ "
পরীক্ষা শুরুর আগে থেকেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, পরীক্ষা চলাকালীন মাইক বাজানোর অভিযোগ এলে প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে হবে ৷ সেখানে তাঁরই দলের সম্মেলনে তারস্বরে বাজল মাইক ৷ এ বিষয়ে SFI-এর পূর্ব বর্ধমান জেলার সম্পাদক অনির্বাণ রায়চৌধুরি বলেন, " দুর্ভাগ্যজনক ঘটনা ৷ আমরা জানি মাধ্যমিক পরীক্ষার সাতদিন আগে থেকে যে কোনও মাইক প্রচার বন্ধ থাকে ৷ মাইক নিয়ে কোনও রাজনৈতিক সভা, মিছিল করা যায় না ৷ সরকার মাধ্যমিক পরীক্ষা নিতে সম্পূর্ণভাবে ব্যর্থ ৷ শিক্ষাক্ষেত্রে অরাজকতা তৈরি হয়েছে ৷ সেটা আবার প্রমাণ হল । "
খবর পেয়ে মাইক বাজানো বন্ধ করতে বর্ধমান থানার পুলিশ লোকমঞ্চে যায় ৷