বর্ধমান , 14 এপ্রিল : নববর্ষের সকালটা মন্দিরে পুজো দিয়ে শুরু হয় অনেকের ৷ তাই রাজ্যের অন্য জায়গার মতো বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরেও এই দিনটিতে ভিড় হয় । মন্দির থেকে ভাতছালা ব্রিজ পেরিয়ে রাধারানি স্টেডিয়াম পর্যন্ত পৌঁছে যায় লাইন। প্রতি বছরই সর্বমঙ্গলা মন্দিরের সামনে রং বেরঙের মাটির পুতুল নিয়ে দোকানিরা আগের দিন থেকেই বসতে শুরু করেন । তবে, এই প্রথমবার বদলে গেল সেই ছবিটা ।
এই প্রথমবার নববর্ষের দিনও খুলল না দরজা৷ পড়ল না লম্বা লাইন ৷ পুণ্যার্থীদের সামাল দিতে হিমশিম খেতে হল না পুলিশকর্মীদের । লকডাউনের জেরে ফাঁকা সর্বমঙ্গলা মন্দির । বাইরে লোহার গেট বন্ধ । ভিতরের গেটও আটকানো রয়েছে । শুধু দেবীকে ভোগ নিবেদন করা হয়েছে ।
বাইরে পোস্টার দেওয়া হয়েছে, লকডাউনের জন্য পুজো গ্রহণ বন্ধ । সেজন্য মন্দির কর্তৃপক্ষ সাধারণ মানুষের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছে ।