ETV Bharat / city

জেলার সরকারি হোম থেকে কেন পালাচ্ছে আবাসিকরা ? খতিয়ে দেখলেন জেলাশাসক - পূর্ব বর্ধমান

আজ পূর্ব বর্ধমানের বাম চাঁদাইপুরে সরকারি হোমের পরিকাঠামো খতিয়ে দেখতে যান জেলাশাসক বিজয় ভারতী । সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক রজত নন্দা ।

সরকারি হোম
সরকারি হোম
author img

By

Published : Mar 12, 2020, 8:04 PM IST

Updated : Mar 12, 2020, 9:24 PM IST

বর্ধমান, 12 মার্চ : জেলার কয়েকটি সরকারি হোম থেকে আবাসিকদের পালিয়ে যাওয়ার ঘটনায় উদ্বিগ্ন জেলা প্রশাসন । আজ পূর্ব বর্ধমানের বাম চাঁদাইপুরে সরকারি হোমের পরিকাঠামো খতিয়ে দেখতে যান জেলাশাসক বিজয় ভারতী । সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক রজত নন্দা ।

বিগত কয়েকদিন ধরেই জেলার বিভিন্ন হোম থেকে আবাসিকদের পালিয়ে যাওয়ার খবর সামনে আসে ৷ আজ তাই নিজেই হোম পরিদর্শনে যান জেলাশাসক ৷ জানান, ইতিমধ্যেই উত্তর 24 পরগনা ও মালদার হোম থেকে আবাসিকদের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে । এমনকী গ্রিল কেটে পালিয়ে গেছে । কেন এই সমস্যা হচ্ছে ৷ কেন তারা হোমে থাকতে চাইছে না । বিষয়টি খতিয়ে দেখতে এবং হোমের পরিকাঠামো দেখতে যান তিনি ৷ সেখানকার আবাসিকদের সঙ্গে কথাও বলেন ৷

সরকারি হোমের পরিষেবা খতিয়ে দেখতে যান পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী

হোম ঘুরে দেখার পর তিনি বলেন, "পরিকাঠামো খুব ভালো ৷ কিন্তু একটা ইমোশনাল সাপোর্ট দিতে হয় ৷ যাতে তারা মনে না করে যে বাড়ির বাইরে রয়েছে ৷ "

বর্ধমান, 12 মার্চ : জেলার কয়েকটি সরকারি হোম থেকে আবাসিকদের পালিয়ে যাওয়ার ঘটনায় উদ্বিগ্ন জেলা প্রশাসন । আজ পূর্ব বর্ধমানের বাম চাঁদাইপুরে সরকারি হোমের পরিকাঠামো খতিয়ে দেখতে যান জেলাশাসক বিজয় ভারতী । সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক রজত নন্দা ।

বিগত কয়েকদিন ধরেই জেলার বিভিন্ন হোম থেকে আবাসিকদের পালিয়ে যাওয়ার খবর সামনে আসে ৷ আজ তাই নিজেই হোম পরিদর্শনে যান জেলাশাসক ৷ জানান, ইতিমধ্যেই উত্তর 24 পরগনা ও মালদার হোম থেকে আবাসিকদের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে । এমনকী গ্রিল কেটে পালিয়ে গেছে । কেন এই সমস্যা হচ্ছে ৷ কেন তারা হোমে থাকতে চাইছে না । বিষয়টি খতিয়ে দেখতে এবং হোমের পরিকাঠামো দেখতে যান তিনি ৷ সেখানকার আবাসিকদের সঙ্গে কথাও বলেন ৷

সরকারি হোমের পরিষেবা খতিয়ে দেখতে যান পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী

হোম ঘুরে দেখার পর তিনি বলেন, "পরিকাঠামো খুব ভালো ৷ কিন্তু একটা ইমোশনাল সাপোর্ট দিতে হয় ৷ যাতে তারা মনে না করে যে বাড়ির বাইরে রয়েছে ৷ "

Last Updated : Mar 12, 2020, 9:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.