ETV Bharat / city

বর্ধমানে কনটেইনমেন্ট জ়োন আরও 3 এলাকা - মেমারির সোমেশ্বরতলা

পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বাদুলিয়াকে কনটেইনমেন্ট জ়োন এলাকা থেকে মুক্ত করা হল । কিন্তু আরও তিন এলাকা কনটেইনমেন্ট জ়োনের মধ্যে রয়েছে ।

3 areas of east burdwan is in containment zone still now
বর্ধমানে কন্টেনমেন্ট জ়োন আরও তিন এলাকা
author img

By

Published : May 16, 2020, 9:58 PM IST

বর্ধমান, 16 মে : টানা 21 দিন পর কনটেইনমেন্ট জ়োন থেকে মুক্ত করা হল পূর্ব বর্ধমানের অন্তর্গত খণ্ডঘোষের বাদুলিয়া এলাকাকে । তবে এখনও পর্যন্ত বর্ধমান শহরের সুভাষপল্লি, মেমারির সোমেশ্বরতলা ও কেতুগ্রামের রতনপুর এলাকা কনটেইনমেন্ট জ়োনের অন্তর্ভুক্ত রয়েছে ।

পূর্ব বর্ধমান জেলায় প্রথম কোরোনা আক্রান্ত রোগীর সন্ধান মেলে খণ্ডঘোষের বাদুলিয়ায় । দিন কয়েকের মধ্যেই আক্রান্ত ব্যক্তির ভাইঝি কোরোনায় আক্রান্ত হন । তারপরেই ওই এলাকাকে কনটেইনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয় । 5 কিলোমিটার পর্যন্ত এলাকাকে পুলিশ ব্যারিকেড করে ঘিরে দেয় ।

এর বেশ কিছুদিন পর, বর্ধমানের সুভাষপল্লি এলাকায় এক নার্স কোরোনায় আক্রান্ত হন । পরে বর্ধমানের মেমারি ও কেতুগ্রামে দুই কোরোনা রোগীর সন্ধান মেলে । সব জায়গাতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে কনটেইনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয় । যাতে কেউ ওই এলাকা থেকে বাইরে যেতে না পারে কিংবা ঢুকতে না পারে সেই নির্দেশিকা জারি হয় ।

এমনকী ড্রোন উড়িয়ে চলে নজরদারি । পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী এবিষয়ে বলেন, 21 দিন খণ্ডঘোষের বাদুলিয়া কনটেইনমেন্ট জ়োন ছিল । আজ থেকে তা মুক্ত করে দেওয়া হয়েছে । তবে সুভাষপল্লি, মেমারির সোমেশ্বরতলা এবং কেতুগ্রামের রতনপুর কনটেইনমেন্ট জ়োনের অন্তর্গত রয়েছে । ওই সব এলাকাকে 21 দিন পর কনটেইনমেন্ট জ়োন থেকে মুক্ত করা হবে ।

বর্ধমান, 16 মে : টানা 21 দিন পর কনটেইনমেন্ট জ়োন থেকে মুক্ত করা হল পূর্ব বর্ধমানের অন্তর্গত খণ্ডঘোষের বাদুলিয়া এলাকাকে । তবে এখনও পর্যন্ত বর্ধমান শহরের সুভাষপল্লি, মেমারির সোমেশ্বরতলা ও কেতুগ্রামের রতনপুর এলাকা কনটেইনমেন্ট জ়োনের অন্তর্ভুক্ত রয়েছে ।

পূর্ব বর্ধমান জেলায় প্রথম কোরোনা আক্রান্ত রোগীর সন্ধান মেলে খণ্ডঘোষের বাদুলিয়ায় । দিন কয়েকের মধ্যেই আক্রান্ত ব্যক্তির ভাইঝি কোরোনায় আক্রান্ত হন । তারপরেই ওই এলাকাকে কনটেইনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয় । 5 কিলোমিটার পর্যন্ত এলাকাকে পুলিশ ব্যারিকেড করে ঘিরে দেয় ।

এর বেশ কিছুদিন পর, বর্ধমানের সুভাষপল্লি এলাকায় এক নার্স কোরোনায় আক্রান্ত হন । পরে বর্ধমানের মেমারি ও কেতুগ্রামে দুই কোরোনা রোগীর সন্ধান মেলে । সব জায়গাতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে কনটেইনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয় । যাতে কেউ ওই এলাকা থেকে বাইরে যেতে না পারে কিংবা ঢুকতে না পারে সেই নির্দেশিকা জারি হয় ।

এমনকী ড্রোন উড়িয়ে চলে নজরদারি । পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী এবিষয়ে বলেন, 21 দিন খণ্ডঘোষের বাদুলিয়া কনটেইনমেন্ট জ়োন ছিল । আজ থেকে তা মুক্ত করে দেওয়া হয়েছে । তবে সুভাষপল্লি, মেমারির সোমেশ্বরতলা এবং কেতুগ্রামের রতনপুর কনটেইনমেন্ট জ়োনের অন্তর্গত রয়েছে । ওই সব এলাকাকে 21 দিন পর কনটেইনমেন্ট জ়োন থেকে মুক্ত করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.