বর্ধমান, 12 মে : কোরোনার উপসর্গ থাকায় বর্ধমানের কোরোনা হাসপাতালে ভরতি করা হল 17 জনকে । যদিও গত 24 ঘন্টায় এই হাসপাতালে কোনও রোগীর মৃত্যু হয়নি ।
জেলা প্রশাসনের দেওয়া বুলেটিনে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত কোরোনা হাসপাতালে মোট 78 জন ভরতি ছিলেন । চারজনকে রাখা হয়েছে CCU-তে । 11 জনকে অক্সিজেন দেওয়া হয়েছে । 13 জন সুস্থ হওয়ায় তাদের ছুটি দেওয়া হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সোমবার পরীক্ষার জন্য মোট 259 জনের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে । এরমধ্যে 251 জনের সোয়াবের নমুনা কলকাতার RG কর হাসপাতালে এবং 8 জনের সোয়াবের নমুনা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা করা হবে।
বর্ধমানের কোরোনা হাসপাতালে ভরতি আরও 17 - বর্ধমান কোরোনা হাসপাতাল
মঙ্গলবার সকাল পর্যন্ত বর্ধমানের কোরোনা হাসপাতালে মোট 78 জন ভরতি ছিলেন । চারজনকে রাখা হয়েছে CCU-তে।
বর্ধমান, 12 মে : কোরোনার উপসর্গ থাকায় বর্ধমানের কোরোনা হাসপাতালে ভরতি করা হল 17 জনকে । যদিও গত 24 ঘন্টায় এই হাসপাতালে কোনও রোগীর মৃত্যু হয়নি ।
জেলা প্রশাসনের দেওয়া বুলেটিনে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত কোরোনা হাসপাতালে মোট 78 জন ভরতি ছিলেন । চারজনকে রাখা হয়েছে CCU-তে । 11 জনকে অক্সিজেন দেওয়া হয়েছে । 13 জন সুস্থ হওয়ায় তাদের ছুটি দেওয়া হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সোমবার পরীক্ষার জন্য মোট 259 জনের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে । এরমধ্যে 251 জনের সোয়াবের নমুনা কলকাতার RG কর হাসপাতালে এবং 8 জনের সোয়াবের নমুনা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা করা হবে।