ETV Bharat / city

কাটমানি ফেরত না দিলে বাড়িতে তালা ঝোলাব, পঞ্চায়েত সদস্যকে হুমকি - villegers warn pachayet member

কাটমানি ফেরতের দাবিতে পঞ্চায়েত সদস্যের বাড়িতে চড়াও হল গ্রামবাসীরা । সাত দিনের মধ্যে টাকা ফেরত না দিলে বাচ্চু সাউ নামে ওই পঞ্চায়েত সদস্যর বাড়িতে তালা ঝোলানোর হুমকি দেয় তারা । ঘটনাটি বহরমপুর চুঁয়াপুরের ভাকুড়ি-১ পঞ্চায়েতের ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 25, 2019, 7:07 PM IST

Updated : Jun 25, 2019, 7:25 PM IST

বহরমপুর, 25 জুন : কাটমানি ফেরতের দাবিতে পঞ্চায়েত সদস্যের বাড়িতে চড়াও হল গ্রামবাসীরা । সাত দিনের মধ্যে টাকা ফেরত না দিলে বাচ্চু সাউ নামে ওই পঞ্চায়েত সদস্যর বাড়িতে তালা ঝোলানোর হুমকি দেয় তারা । ঘটনাটি বহরমপুর চুঁয়াপুরের ভাকুড়ি-১ পঞ্চায়েতের । গ্রামবাসীদের অভিযোগ, বাংলা আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে ওই পঞ্চায়েত সদস্য তাদের কাছ থেকে টাকা নেয় । কিন্তু দেড় বছরেও ঘর তৈরি হয়নি ।

বহরমপুর চুঁয়াপুরের কাছে বাচ্চু সাউয়ের বাড়িতে আজ সকাল থেকে জড়ো হতে থাকে গ্রামবাসীরা । তাদের অভিযোগ, কারও কাছ থেকে 20 হাজার, কারও কাছ থেকে 25 হাজার, কারও কাছ থেকে 40 হাজার টাকা কাটমানি হিসেবে নেওয়া হয়েছে । টাকা নিয়েছে বাচ্চু । তারপরেই টাকা ফেরতের দাবিতে আজ গ্রামবাসীদের একাংশ বাচ্চুর বাড়ির সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে । সঙ্গে সঙ্গে চলে অশ্রাব্য গালিগালাজ । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

গ্রামবাসীদের অভিযোগ, বাচ্চু প্রায় 50 জনের কাছ থেকে টাকা নিয়েছে । তারপর দেড় বছর হয়ে গেলেও এখনও প্রকল্পের তালিকায় কারও নাম তোলা হয়নি । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বাচ্চু সাউ ।

বহরমপুর, 25 জুন : কাটমানি ফেরতের দাবিতে পঞ্চায়েত সদস্যের বাড়িতে চড়াও হল গ্রামবাসীরা । সাত দিনের মধ্যে টাকা ফেরত না দিলে বাচ্চু সাউ নামে ওই পঞ্চায়েত সদস্যর বাড়িতে তালা ঝোলানোর হুমকি দেয় তারা । ঘটনাটি বহরমপুর চুঁয়াপুরের ভাকুড়ি-১ পঞ্চায়েতের । গ্রামবাসীদের অভিযোগ, বাংলা আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে ওই পঞ্চায়েত সদস্য তাদের কাছ থেকে টাকা নেয় । কিন্তু দেড় বছরেও ঘর তৈরি হয়নি ।

বহরমপুর চুঁয়াপুরের কাছে বাচ্চু সাউয়ের বাড়িতে আজ সকাল থেকে জড়ো হতে থাকে গ্রামবাসীরা । তাদের অভিযোগ, কারও কাছ থেকে 20 হাজার, কারও কাছ থেকে 25 হাজার, কারও কাছ থেকে 40 হাজার টাকা কাটমানি হিসেবে নেওয়া হয়েছে । টাকা নিয়েছে বাচ্চু । তারপরেই টাকা ফেরতের দাবিতে আজ গ্রামবাসীদের একাংশ বাচ্চুর বাড়ির সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে । সঙ্গে সঙ্গে চলে অশ্রাব্য গালিগালাজ । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

গ্রামবাসীদের অভিযোগ, বাচ্চু প্রায় 50 জনের কাছ থেকে টাকা নিয়েছে । তারপর দেড় বছর হয়ে গেলেও এখনও প্রকল্পের তালিকায় কারও নাম তোলা হয়নি । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বাচ্চু সাউ ।

Last Updated : Jun 25, 2019, 7:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.