ETV Bharat / city

অন্ডালে ধস, ভেঙে পড়ল আস্ত বাড়ি

গতকাল দুপুরে ধসের কারণে হরিশপুর গ্রাম ভেঙে পড়ল আস্ত দোতালা বাড়ি ৷ দুর্ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় কারোর ক্ষতি হয়নি ৷

ANDAL
ANDAL
author img

By

Published : Jul 22, 2020, 5:44 AM IST

অন্ডাল, 22ই জুলাই : ধসে অন্ডালের হরিশপুর গ্রাম ভেঙে পড়ল আস্ত দোতালা বাড়ি। গতকাল দুপুরের ঘটনা ৷ ওই বাড়িটির মালিক তপন পাল । কিন্তু গতকাল দুর্ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। ধসের কারণ বাড়ি ভেঙে পড়ায় ধ্বংসস্তূপে চাপা পড়ে যায় বাড়ির আসবাবপত্র । এছাড়াও ওই এলাকার বেশ কয়েকটি বাড়িতেও বড় বড় ফাটল দেখা দিয়েছে । এই ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় । ঘটনাস্থানে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ ।

এর আগে 15 জুলাই অন্ডালের হরিশপুর এলাকায় দুপুর নাগাদ ভয়াবহ ধস নামে । গ্রামের একের পর এক বাড়িতে ফাটল ধরতে দেখা দেয় । পিচের রাস্তায় একাধিক জায়গায় ফাটল ধরে । ধসের জেরে কয়েকটি কাঁচা মাটির বাড়ি ভেঙে যায় । ওই ঘটনার পর গতকাল এই ঘটনা ।

ANDAL
ধসে ভেঙে পড়ল আস্ত বাড়ি

কয়েকদিন আগেই অন্ডাল থানার জামবাদ খোলামুখ খনিরসম্প্রসারণের কারণে ECL-এর পরিত্যক্তআবাসন সহ এক মহিলা মাটির তলায় তলিয়ে যায়। দশ দিন পরে ওই মহিলার দেহ উদ্ধার হয়।বুধবার অন্ডালের হরিশপুর এলাকায় গ্রামের রাস্তায় ধস নামে । তারপর থেকেই আতঙ্কে দিনকাটছে গ্রামবাসীর ।

অন্ডাল, 22ই জুলাই : ধসে অন্ডালের হরিশপুর গ্রাম ভেঙে পড়ল আস্ত দোতালা বাড়ি। গতকাল দুপুরের ঘটনা ৷ ওই বাড়িটির মালিক তপন পাল । কিন্তু গতকাল দুর্ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। ধসের কারণ বাড়ি ভেঙে পড়ায় ধ্বংসস্তূপে চাপা পড়ে যায় বাড়ির আসবাবপত্র । এছাড়াও ওই এলাকার বেশ কয়েকটি বাড়িতেও বড় বড় ফাটল দেখা দিয়েছে । এই ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় । ঘটনাস্থানে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ ।

এর আগে 15 জুলাই অন্ডালের হরিশপুর এলাকায় দুপুর নাগাদ ভয়াবহ ধস নামে । গ্রামের একের পর এক বাড়িতে ফাটল ধরতে দেখা দেয় । পিচের রাস্তায় একাধিক জায়গায় ফাটল ধরে । ধসের জেরে কয়েকটি কাঁচা মাটির বাড়ি ভেঙে যায় । ওই ঘটনার পর গতকাল এই ঘটনা ।

ANDAL
ধসে ভেঙে পড়ল আস্ত বাড়ি

কয়েকদিন আগেই অন্ডাল থানার জামবাদ খোলামুখ খনিরসম্প্রসারণের কারণে ECL-এর পরিত্যক্তআবাসন সহ এক মহিলা মাটির তলায় তলিয়ে যায়। দশ দিন পরে ওই মহিলার দেহ উদ্ধার হয়।বুধবার অন্ডালের হরিশপুর এলাকায় গ্রামের রাস্তায় ধস নামে । তারপর থেকেই আতঙ্কে দিনকাটছে গ্রামবাসীর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.