আসানসোল, 21 ফেব্রুয়ারি: আসানসোলে শুভেন্দু অধিকারীর রোড শোয় ঢল নামল মানুষের। রবিবার উষাগ্রাম থেকে আসানসোল বাস স্ট্যান্ড পর্যন্ত রোড শো করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন আসানসোলের দলীয় সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল, বিজেপি নেতা অর্জুন সিংহ-সহ অন্যরা ৷
এদিন হুডখোলা গাড়িতে শুভেন্দু, বাবুলরা রোড শোয়ের নেতৃত্ব দেন ৷ কর্মসূচিতে সামিল হতে জেলার বিভিন্ন ব্লক থেকে আসানসোলে আসেন বিজেপির স্থানীয় নেতাকর্মীরা ৷ তারকা নেতাদের দেখতে ভিড় জমে উৎসাহী জনতারও ৷
আরও পড়ুন: শিক্ষা গ্রহণ করি কর্মসংস্থানের জন্য, 5 টাকার ডিম-ভাত খাওয়ার জন্য নয় : শুভেন্দু
শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন বেশ কয়েকমাস হল ৷ গেরুয়াশিবিরে আসামাত্রই পুরনো দল তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শুভেন্দু ৷ ভোটের দিনক্ষণ ঘোষিত না হলেও বিজেপির হয়ে কার্যত নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন তিনি ৷ ছুটে বেড়াচ্ছেন বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ৷ আসানসোলের এদিনের কর্মসূচিও তারই অংশ ৷ এমনিতেই আসনসোলে বিজেপির জনভিত্তি বেশ ভাল ৷ পরপর দু’বারের সাংসদ বাবুল সুপ্রিয়ও এই কেন্দ্র থেকেই বিজেপির টিকিটে জিতে সংসদে পৌঁছে গিয়েছেন ৷ দলের আশা, আসন্ন বিধানসভা নির্বাচনেও গেরুয়াবাহিনীকে দু’হাত ভরেই আশীর্বাদ করবেন আসানসোল ও সংলগ্ন এলাকার মানুষ ৷