আসানসোল, 27 মে : এ বার আসানসোলেও ব্ল্যাক ফাংগাস ? ব্ল্যাক ফাংগাসের লক্ষণ থাকা এক রোগীকে চিত্তরঞ্জনের কস্তুরবা গান্ধি হাসপাতাল থেকে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হল । আসানসোল জেলা হাসপাতালে তাঁকে ক্লিনিক্যালি পরীক্ষা করার পর প্রশাসনিক বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ওই রোগীকে পাঠানো হয়েছে বাঁকুড়া মেডিক্যাল কলেজে । এই খবরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোল এবং চিত্তরঞ্জন শহর এলাকায় ।
জানা গিয়েছে, রূপনারায়নপুর নিমতলা এলাকার বাসিন্দা বছর চল্লিশের এক মহিলা গত 16মে করোনা আক্রান্ত হয়ে চিত্তরঞ্জনের রেল হাসপাতাল কস্তুরবা গান্ধি হাসপাতালে ভর্তি হয়েছিলেন । গত কয়েকদিন ধরে তাঁর মধ্যে ব্ল্যাক ফাংগাস বা মিউকরমাইকোসিসের লক্ষণ দেখা যায় । তাঁর চোখের তলা কালো হয়ে ওঠে । আজ কস্তুরবা গান্ধি হাসপাতাল থেকে ওই রোগীকে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় । আসানসোল জেলা হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ এবং অন্যান্য চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করেন ।
আরও পড়ুন: রোজগার নেই, তবু হাসি মুখে করোনা সচেতনতার প্রচার শুভঙ্করের
অনুমান করা হচ্ছে, ওই রোগী মিউকরমাইকোসিসে আক্রান্ত । এর পরেই আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিলচন্দ্র দাস, অ্যাসিস্ট্যান্ট সুপার ও মেডিক্যাল অফিসারদের সঙ্গে বৈঠক করেন । প্রশাসনিক বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলির নোডাল হাসপাতাল বাঁকুড়া মেডিক্যাল কলেজে ওই মহিলাকে স্থানান্তরিত করা হয় ।
আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিলচন্দ্র দাস জানিয়েছেন, "এই ধরনের রোগী এই প্রথমবার এখানে পাওয়া গেল । তাঁর চোখের পাশে কালো হয়ে রয়েছে । চক্ষু বিশেষজ্ঞরা পরীক্ষা করেছেন । অনুমান করা হচ্ছে, তিনি মিউকরমাইকোসিসে আক্রান্ত । আমি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে বিষয়টি জানিয়েছি । তবে রোগী আপাতত স্থিতিশীল রয়েছেন ।"