ETV Bharat / city

জেলা হাসপাতালের রক্ত সংকটে এগিয়ে এলেন মহিলারা - blood crisis

আসানসোলের পুলিশ লাইন রোডে একটি হোটেলে চলছে লাগাতার রক্তদান শিবির। আর এই রক্তদান শিবিরে আজ শুধুমাত্র মহিলারা রক্তদান করলেন। মোট 40  জন মহিলা রক্তদান শিবিরে রক্ত দান করেন।

blood donation
রক্ত সংকট
author img

By

Published : May 16, 2020, 8:39 PM IST

আসানসোল,16 মে :লকডাউনের কারণে আসানসোল জেলা হাসপাতালে রক্তের জোগান তেমন নেই। আর এই রক্ত সংকট কাটাতে এবার এগিয়ে এলেন শহরের মহিলারা। বিশেষ সুরক্ষা নিয়ে মহিলারা রক্তদান করলেন।এই রক্তদান শিবির থেকে সংগৃহীত 40 বোতল রক্ত আসানসোল জেলা হাসপাতালকে দান করা হয়।


আসানসোলের পুলিশ লাইন রোডে একটি হোটেলে চলছে লাগাতার রক্তদান শিবির। আর এই রক্তদান শিবিরে আজ শুধুমাত্র মহিলারা রক্তদান করলেন। মোট 40 জন মহিলা রক্তদান শিবিরে রক্ত দান করেন।কোরোনা আতঙ্কে বড় রক্তদান শিবিরের আয়োজন করা যাচ্ছেনা। আতঙ্কের কারণে মানুষজন বেরিয়ে আসছেন না রক্তদান করতে। তেমনি বড় শিবির করলে সেখানে জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে। যা থেকে কোরোনা সংক্রমণ ছড়াতে পারে । আর সেই কারণে ন্যানো ক্যাম্প তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আসানসোলে এবার পর্বতারোহী সংগঠন "দ্য পিকার্স"-এর উদ্যোগে 18 দিন ধরে টানা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শনিবার এই শিবিরে রক্তদান করলেন মহিলারা। মোট 40 জন মহিলা এদিন রক্তদান করেন।রক্তদাতা এক মহিলা জলি মিত্র জানান, "আমরা এই লকডাউনে বাড়িতেই বসে আছি। সুরক্ষা নিয়ে যদি রক্তদানে এগিয়ে আসি, তাহলে দেশের জন্য কিছু করা হবে। এই ভেবেই রক্তদান করা।" আজ রক্তদাতাদের প্রথমে থার্মাল গান দিয়ে পরীক্ষা করা হয়। ব্যবস্থা ছিল স্যানিটাইজেশনের। এছাড়াও সংক্রমণ এড়াতে অন্যান্য সতর্কতাও নেওয়া হয় ।রক্তদাতা মহিলারাও অন্য মহিলাদেরও এভাবে এগিয়ে আসতে আহ্বান জানান।

আসানসোল,16 মে :লকডাউনের কারণে আসানসোল জেলা হাসপাতালে রক্তের জোগান তেমন নেই। আর এই রক্ত সংকট কাটাতে এবার এগিয়ে এলেন শহরের মহিলারা। বিশেষ সুরক্ষা নিয়ে মহিলারা রক্তদান করলেন।এই রক্তদান শিবির থেকে সংগৃহীত 40 বোতল রক্ত আসানসোল জেলা হাসপাতালকে দান করা হয়।


আসানসোলের পুলিশ লাইন রোডে একটি হোটেলে চলছে লাগাতার রক্তদান শিবির। আর এই রক্তদান শিবিরে আজ শুধুমাত্র মহিলারা রক্তদান করলেন। মোট 40 জন মহিলা রক্তদান শিবিরে রক্ত দান করেন।কোরোনা আতঙ্কে বড় রক্তদান শিবিরের আয়োজন করা যাচ্ছেনা। আতঙ্কের কারণে মানুষজন বেরিয়ে আসছেন না রক্তদান করতে। তেমনি বড় শিবির করলে সেখানে জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে। যা থেকে কোরোনা সংক্রমণ ছড়াতে পারে । আর সেই কারণে ন্যানো ক্যাম্প তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আসানসোলে এবার পর্বতারোহী সংগঠন "দ্য পিকার্স"-এর উদ্যোগে 18 দিন ধরে টানা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শনিবার এই শিবিরে রক্তদান করলেন মহিলারা। মোট 40 জন মহিলা এদিন রক্তদান করেন।রক্তদাতা এক মহিলা জলি মিত্র জানান, "আমরা এই লকডাউনে বাড়িতেই বসে আছি। সুরক্ষা নিয়ে যদি রক্তদানে এগিয়ে আসি, তাহলে দেশের জন্য কিছু করা হবে। এই ভেবেই রক্তদান করা।" আজ রক্তদাতাদের প্রথমে থার্মাল গান দিয়ে পরীক্ষা করা হয়। ব্যবস্থা ছিল স্যানিটাইজেশনের। এছাড়াও সংক্রমণ এড়াতে অন্যান্য সতর্কতাও নেওয়া হয় ।রক্তদাতা মহিলারাও অন্য মহিলাদেরও এভাবে এগিয়ে আসতে আহ্বান জানান।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.