ETV Bharat / business

অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে এই বাজেট, মত ফিকির সভাপতির

কেন্দ্রীয় সরকারের বাজেটের প্রশংসা করলেন ফিকির সভাপতি উদয় শংকর৷ সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে যে বাজেট পেশ করেছেন অনেক উপকার হবে বলে তাঁর মত৷

অর্থনীতিতে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে এই বাজেট, মত ফিকির সভাপতির
অর্থনীতিতে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে এই বাজেট, মত ফিকির সভাপতির
author img

By

Published : Feb 1, 2021, 9:25 PM IST

দিল্লি, 1 ফেব্রুয়ারি : কেন্দ্রীয় সরকারের বাজেটের প্রশংসা করলেন ফিকির সভাপতি উদয় শংকর৷ তাঁর মতে, সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে যে বাজেট পেশ করেছেন, তাতে অর্থনৈতিক বৃদ্ধি ভালো হবে, বিনিয়োগ বাড়বে৷ তাছাড়া প্যানডেমিকের জেরে যে সমস্ত মানুষ সমস্যার সম্মুখীন হয়েছেন, তাঁদেরও সুরাহা হবে বলে মনে করছেন উদয় শংকর৷

2021-22 অর্থবর্ষে কোভিড-19 টিকাকরণের জন্য কেন্দ্রীয় সরকার 35 হাজার কোটি টাকা বরাদ্দ করেছে৷ সোমবার বাজেটেই সেই ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ এই প্রসঙ্গে ফিকির সভাপতি উদয় শংকর এই বরাদ্দ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন৷ তাঁর কথায়, ‘‘ অর্থমন্ত্রী ও সরকার এটা স্পষ্ট বুঝিয়ে দিল যে টিকাকরণকে তারা কত বড় বিষয় হিসেবে দেখছে৷’’

আরও পড়ুন : বিলগ্নিকরণে জোর কেন্দ্রের, 2022 সালে বিক্রি হচ্ছে এয়ার ইন্ডিয়া

এদিন আয়কর নিয়েও একটি বড় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার৷ বাজেট বক্তৃতায় নির্মলা সীতারমন জানান যে 75 বছরের বেশি যাঁদের বয়স, তাঁদের পেনশন থেকে আয়ের উপর আয়কর রিটার্ন ফাইলে ছাড় দেওয়া হল৷ সরকারের এই সিদ্ধান্তেরও প্রশংসা করেছেন উদয় শংকর৷ তিনি জানান, অবসরের পরও অনেকের অতিরিক্ত দায়িত্ব থাকে৷ তাই সরকারের তরফে নেওয়া এই সিদ্ধান্তকে ভালো বলা যেতেই পারে৷ কারণ, সরকার অনেক চিন্তাভাবনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন৷

দিল্লি, 1 ফেব্রুয়ারি : কেন্দ্রীয় সরকারের বাজেটের প্রশংসা করলেন ফিকির সভাপতি উদয় শংকর৷ তাঁর মতে, সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে যে বাজেট পেশ করেছেন, তাতে অর্থনৈতিক বৃদ্ধি ভালো হবে, বিনিয়োগ বাড়বে৷ তাছাড়া প্যানডেমিকের জেরে যে সমস্ত মানুষ সমস্যার সম্মুখীন হয়েছেন, তাঁদেরও সুরাহা হবে বলে মনে করছেন উদয় শংকর৷

2021-22 অর্থবর্ষে কোভিড-19 টিকাকরণের জন্য কেন্দ্রীয় সরকার 35 হাজার কোটি টাকা বরাদ্দ করেছে৷ সোমবার বাজেটেই সেই ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ এই প্রসঙ্গে ফিকির সভাপতি উদয় শংকর এই বরাদ্দ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন৷ তাঁর কথায়, ‘‘ অর্থমন্ত্রী ও সরকার এটা স্পষ্ট বুঝিয়ে দিল যে টিকাকরণকে তারা কত বড় বিষয় হিসেবে দেখছে৷’’

আরও পড়ুন : বিলগ্নিকরণে জোর কেন্দ্রের, 2022 সালে বিক্রি হচ্ছে এয়ার ইন্ডিয়া

এদিন আয়কর নিয়েও একটি বড় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার৷ বাজেট বক্তৃতায় নির্মলা সীতারমন জানান যে 75 বছরের বেশি যাঁদের বয়স, তাঁদের পেনশন থেকে আয়ের উপর আয়কর রিটার্ন ফাইলে ছাড় দেওয়া হল৷ সরকারের এই সিদ্ধান্তেরও প্রশংসা করেছেন উদয় শংকর৷ তিনি জানান, অবসরের পরও অনেকের অতিরিক্ত দায়িত্ব থাকে৷ তাই সরকারের তরফে নেওয়া এই সিদ্ধান্তকে ভালো বলা যেতেই পারে৷ কারণ, সরকার অনেক চিন্তাভাবনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.