ETV Bharat / briefs

গলসিতে লরির ধাক্কায় যুবকের মৃত্যু; বিক্ষোভ, আগুন - road accident

বালির গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির । পূর্ব বর্ধমানের গলসি থানার আদারহাটি গ্রামের ঘটনা ।

author img

By

Published : Apr 27, 2019, 6:49 AM IST

Updated : Apr 27, 2019, 10:48 PM IST

গলসি, 27 এপ্রিল : বালির গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির । এরপরই গাড়িটিতে আগুন ধরিয়ে দেন এলাকার বাসিন্দারা। পূর্ব বর্ধমানের গলসি থানার আদরাহাটি গ্রামের ঘটনা ।

গতরাতে রাইস মিল থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন জুলফিকার শেখ (৩৪) । সেই সময়, আদরাহাটি গুপ্তপাড়া মোড়ের কাছে একটি বালির লরি তাঁকে পিছন থেকে ধাক্কা মারে । দুর্ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয় । গ্রামবাসীদের অভিযোগ, লরির চালক মদ্যপান করে ছিল । ঘটনার পরই এলাকার বাসিন্দারা বালির গাড়িতে আগুন ধরিয়ে দেন ।

দেখুন ভিডিয়ো

খবর পেয়ে দুর্ঘটনাস্থানে আসে গলসি থানার পুলিশ । তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামের বাসিন্দারা । দমকল আগুন নেভাতে গেলে তাদেরও বাধা দেওয়া হয় । গ্রামবাসীদের অভিযোগ, পুলিশের মদতে ওই এলাকায় অবৈধভাবে বালি পাচারের কাজ চলে । যার জেরে প্রায়ই ঘটে দুর্ঘটনা ।

গলসি, 27 এপ্রিল : বালির গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির । এরপরই গাড়িটিতে আগুন ধরিয়ে দেন এলাকার বাসিন্দারা। পূর্ব বর্ধমানের গলসি থানার আদরাহাটি গ্রামের ঘটনা ।

গতরাতে রাইস মিল থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন জুলফিকার শেখ (৩৪) । সেই সময়, আদরাহাটি গুপ্তপাড়া মোড়ের কাছে একটি বালির লরি তাঁকে পিছন থেকে ধাক্কা মারে । দুর্ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয় । গ্রামবাসীদের অভিযোগ, লরির চালক মদ্যপান করে ছিল । ঘটনার পরই এলাকার বাসিন্দারা বালির গাড়িতে আগুন ধরিয়ে দেন ।

দেখুন ভিডিয়ো

খবর পেয়ে দুর্ঘটনাস্থানে আসে গলসি থানার পুলিশ । তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামের বাসিন্দারা । দমকল আগুন নেভাতে গেলে তাদেরও বাধা দেওয়া হয় । গ্রামবাসীদের অভিযোগ, পুলিশের মদতে ওই এলাকায় অবৈধভাবে বালি পাচারের কাজ চলে । যার জেরে প্রায়ই ঘটে দুর্ঘটনা ।

sample description
Last Updated : Apr 27, 2019, 10:48 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.