ব্যারাকপুর, 14 মে : "দেশের এখন নেতা নয়, নীতির প্রয়োজন ।" গতকাল খড়দার পথসভার মঞ্চ থেকে একথা বলেন CPI(M)-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ।
গতকাল দমদম লোকসভা কেন্দ্রের CPI(M) প্রার্থী নেপালদেব ভট্টাচার্যের সমর্থনে পদযাত্রার মাধ্যমে রোড শো করার কথা ছিল CPI(M)-এর । কিন্তু শেষ মুহূর্তে খড়দা থানার আপত্তিতে বাতিল করে দেওয়া হয় রোড শো । ফলে খড়দা পৌরসভার সামনেই পথসভা করেন সীতারাম ইয়েচুরি । পথসভার মঞ্চ থেকে তিনি এক এক করে মমতা ও নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেন ।
মোদিকে তিনি হিটলারের সঙ্গে তুলনা করেন । বলেন, "1945-এর 23 মে হিটলারের পরাজয় হয়েছিল । আর এবার নির্বাচনের ফলাফল জানা যাবে 23 মে । মনে রাখবেন, ইতিহাস নিজের মতো করে শিক্ষা দেয় ।"
মোদিকে কটাক্ষ করে ইয়েচুরি বলেন, "মোদিবাবু যে বারবার বলেন মোদি সরকারের বিকল্প কে ? মোদি সরকারের বিকল্প সেইসব মানুষ যারা ভোট দেবেন । আর তাঁরাই বদলাবে দেশের পরিস্থিতি । তাই দেশের এখন নেতা নয়, নীতির প্রয়োজন । এই নীতি আনতে গেলে পশ্চিমবঙ্গের লোকের কাছে একটাই বিকল্প রয়েছে । যদি ভারতকে বাঁচাতে হয়, নীতিকে বদলাতে হয় তাহলে CPI(M)-কে জেতাতে হবে ।"