ETV Bharat / briefs

গোরুচুরিকে কেন্দ্র করে কোচবিহারে খণ্ডযুদ্ধ, জখম 3 পুলিশকর্মী

author img

By

Published : May 10, 2019, 2:47 PM IST

Updated : May 10, 2019, 3:15 PM IST

স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরেই এলাকায় গোরু চুরি হচ্ছিল । বিষয়টি নিয়ে একাধিকবার পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ।

পুলিশ

কোচবিহার, 10 মে : গোরুচোর সন্দেহে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করল স্থানীয়রা । একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় । খবর পেয়ে ঘটনাস্থানে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে স্থানীয়দের । উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে । তারপর স্থানীয়রা পুলিশের উপর হামলা চালায় । তার জেরে তিন পুলিশকর্মী জখম হয়েছেন । সংবাদ সংগ্রহে গিয়ে তিন সাংবাদিকও জখম হয়েছেন । ঘটনাটি কোচবিহারের ধলপলের ।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরেই এলাকায় গোরু চুরি হচ্ছিল । বিষয়টি নিয়ে একাধিকবার পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ । তারপর আজ ভোররাতে গোরু চোর সন্দেহে একজনকে ধরে রাখে । তার সঙ্গে থাকা একটি একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ।

খবর পেয়ে ঘটনাস্থানে যায় তুফানগঞ্জ থানার পুলিশ । স্থানীয়দের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেধে যায় । উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চালায় । তারপর আরও উত্তেজনা ছড়ায় । পুলিশের উপর হামলা চালানো হয় । তার জেরে তুফানগঞ্জ থানার OC সৌমাল্য আইচ সহ তিন পুলিশকর্মী গুরুতর জখম হয়েছেন । পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয় । যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে গ্রামবাসীরা ।

কোচবিহার, 10 মে : গোরুচোর সন্দেহে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করল স্থানীয়রা । একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় । খবর পেয়ে ঘটনাস্থানে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে স্থানীয়দের । উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে । তারপর স্থানীয়রা পুলিশের উপর হামলা চালায় । তার জেরে তিন পুলিশকর্মী জখম হয়েছেন । সংবাদ সংগ্রহে গিয়ে তিন সাংবাদিকও জখম হয়েছেন । ঘটনাটি কোচবিহারের ধলপলের ।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরেই এলাকায় গোরু চুরি হচ্ছিল । বিষয়টি নিয়ে একাধিকবার পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ । তারপর আজ ভোররাতে গোরু চোর সন্দেহে একজনকে ধরে রাখে । তার সঙ্গে থাকা একটি একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ।

খবর পেয়ে ঘটনাস্থানে যায় তুফানগঞ্জ থানার পুলিশ । স্থানীয়দের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেধে যায় । উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চালায় । তারপর আরও উত্তেজনা ছড়ায় । পুলিশের উপর হামলা চালানো হয় । তার জেরে তুফানগঞ্জ থানার OC সৌমাল্য আইচ সহ তিন পুলিশকর্মী গুরুতর জখম হয়েছেন । পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয় । যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে গ্রামবাসীরা ।

Intro:কোচবিহার টেস্ট ফাইল


Body:টেস্ট


Conclusion:টেস্ট
Last Updated : May 10, 2019, 3:15 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.