ETV Bharat / briefs

আসানসোলে অভিযান, বোজানো হল একাধিক বেআইনি খাদান - ecl

বেআইনি কয়লা খাদান বন্ধে গতকাল অভিযান চালাল CISF (কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনী) । এই অভিযানে CISF-এর সঙ্গে আসানসোল উত্তর থানার পুলিশও ছিল । 20টির বেশি বেআইনি কয়লা খাদানকে বুজিয়ে ফেলা হয়।

খাদান বোজানোর অভিযান
author img

By

Published : May 21, 2019, 5:32 AM IST

আসানসোল, 21 মে : বেআইনি কয়লা খাদান বন্ধে গতকাল অভিযান চালাল CISF (কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনী) । এই অভিযানে CISF-এর সঙ্গে আসানসোল উত্তর থানার পুলিশও ছিল । 20টির বেশি বেআইনি কয়লা খাদানকে বুজিয়ে ফেলা হয়।

কয়েকদিন ধরে অভিযোগ উঠছিল আসানসোল উত্তর থানার কাখয়া এলাকায় একাধিক বেআইনি কয়লা খাদান তৈরি করা হয়েছে । প্রায় ৩০ থেকে ৩৫ টি খাদান থেকে বেআইনি ভাবে কয়লা তুলছিল দুষ্কৃতীরা । স্থানীয়দের অভিযোগ পুলিশ সব জেনেও চুপ করে ছিল । কিন্তু অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে ECL কর্তৃপক্ষ ।

আজ দুপুরে CISF এবং ECL-এর নিরাপত্তারক্ষীরা বেআইনি কয়লা খাদানগুলির বিরুদ্ধে অভিযান চালায় । আর্থমুভার দিয়ে খাদানগুলি বুজিয়ে ফেলা হয় । আটক করা হয় কয়লা তোলার নানা সামগ্রী। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি । ২০ টির বেশি খাদান বুজিয়ে ফেলা হয়েছে বলে ECL সূত্রে খবর।

আসানসোল, 21 মে : বেআইনি কয়লা খাদান বন্ধে গতকাল অভিযান চালাল CISF (কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনী) । এই অভিযানে CISF-এর সঙ্গে আসানসোল উত্তর থানার পুলিশও ছিল । 20টির বেশি বেআইনি কয়লা খাদানকে বুজিয়ে ফেলা হয়।

কয়েকদিন ধরে অভিযোগ উঠছিল আসানসোল উত্তর থানার কাখয়া এলাকায় একাধিক বেআইনি কয়লা খাদান তৈরি করা হয়েছে । প্রায় ৩০ থেকে ৩৫ টি খাদান থেকে বেআইনি ভাবে কয়লা তুলছিল দুষ্কৃতীরা । স্থানীয়দের অভিযোগ পুলিশ সব জেনেও চুপ করে ছিল । কিন্তু অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে ECL কর্তৃপক্ষ ।

আজ দুপুরে CISF এবং ECL-এর নিরাপত্তারক্ষীরা বেআইনি কয়লা খাদানগুলির বিরুদ্ধে অভিযান চালায় । আর্থমুভার দিয়ে খাদানগুলি বুজিয়ে ফেলা হয় । আটক করা হয় কয়লা তোলার নানা সামগ্রী। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি । ২০ টির বেশি খাদান বুজিয়ে ফেলা হয়েছে বলে ECL সূত্রে খবর।

Intro:ফের কয়লা খাদানে হানা দিল হানা দিল দিল কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনী বা সিআইএসএফ। সঙ্গে আসানসোল উত্তর থানার পুলিশও ছিল। আজ আসানসোল উত্তর থানার অন্তর্গত কাখয়া এলাকায় বেআইনি কয়লা খাদানে সিআইএসএফ এবং ইসিএলের নিরাপত্তারক্ষীরা অভিযান চালালো। এই অভিযানে বেশ কয়েকটি বেআইনি কয়লা খাদান কে বুজিয়ে ফেলা হয়।Body:গত কয়েকদিন ধরেই অভিযোগ উঠছিল আসানসোল উত্তর থানার কাখয়া এলাকায় বেআইনি কয়লা খাদান গড়ে উঠেছে। প্রায় ৩০ থেকে ৩৫ টি কুয়ো আকৃতির কয়লা খাদান করে তা থেকে বেআইনি কয়লা উত্তোলন চলছিল। স্থানীয়দের অভিযোগ পুলিশ সব জেনেও চুপ ছিল। কিন্তু অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে ECL কর্তৃপক্ষ। আজ দুপুরে CISF এবং ECL এর নিরাপত্তারক্ষীরা কয়লা খাদানে অভিযান চালায়। পেলোডার ও ড্রোজার দিয়ে কুয়ো আকৃতির খাদানগুলি বুজিয়ে ফেলা হয়। আটক করা হয় কয়লা তোলার নানান সামগ্রী। যদি ঘটনাস্থানে কেউ না থাকায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। ২০ টির বেশী খাদান বুজিয়ে ফেলা হয়েছে বলে ECL সূত্রে খবর। যদিও এলাকাবাসীদের মতে এই ঘটনা আইওয়াশ ছাড়া কিছুই নয়।Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.