কলকাতা, 26 জুন : জার্সির রং বা দলেরনাম যাই হোক, নিজের পুরনো দলেই ফের এক মরশুম খেলার কথা জানিয়েদিলেন রয় কৃষ্ণ। 2019 ISL এ ATK চ্যাম্পিয়ন হওয়ার পিছনেফিজির এই গোলমেশিনের ভূমিকা অপরিসীম ।
ডেভিড উইলিয়ামসেরসঙ্গে জুটি বেঁধে নিয়মিত গোল করেছিলেন, যা আন্তেনিও লোপেজহাবাসের দলের কাজ সহজ করেছিল। তাঁকে দলে পেতে ইস্টবেঙ্গল এবং মুম্বই সিটি FC আগ্রহী ছিল । কিন্তু রয় কৃষ্ণ পুরানো দলেরই থাকলেন । দলের 33টিগোলের মধ্যে 15টি গোল করে চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্য নায়ক বলেছেন, "আমার ক্লাবের সঙ্গে ফের চুক্তিবদ্ধ হতে পেরে ভালো লাগছে । 2019-20 মরশুমে চ্যাম্পিয়ন হওয়ার পরে চ্যাম্পিয়ন টিমে থাকা নিয়ে আমার মনে কোনও প্রশ্ননেই। কলকাতায় প্রথম বছর মাঠে এবং মাঠের বাইরে আমার দারুণ কেটেছে । সতীর্থ খেলোয়াড়, কর্তাথেকে কলকাতার সমর্থক সবার কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি যে মনে হয়েছে নিজেরপরিবারেই রয়েছি । এটাই ছিল প্রথম ভারত সফর। দেশ থেকে অনেক দূরে হলেও এখানে এসেসময়টা বেশ উপভোগ করেছি । কলকাতার শহরটির মতোই এখানকার মানুষরা অসাধারণ। এখন মনে হয়এটাই আমার সেকেন্ড হোম ।"
ভারতে ফেরারঅপেক্ষায় থাকা ফিজির স্ট্রাইকার হাবাসের অধীনে অনুশীলনে নামার জন্য মুখিয়ে। মোহনবাগানেরসঙ্গে ATK গাঁটছড়া বাঁধার খবরটি রয় কৃষ্ণর কাছে আকর্ষণীয়। ভারতে পৌঁছানোর বিমান পরিষেবাচালু হওয়ার পরে নির্দিষ্ট সময়ে অনুশীলন শুরুর ব্যাপারে আশাবাদী। ফিজির অলিম্পিকদলের সদস্য অস্ট্রেলিয়া লিগে ডেভিড উইলিয়ামসের সঙ্গে একসঙ্গে খেলেন। ISL এ তাদের জুটি একইরকম সফল ।
এবার প্রত্যাশার চাপবাড়বে জানেন রয় কৃষ্ণ। শুধু ATK নয় মোহনবাগানের সমর্থকরাওএকজোট হয়ে গলা ফাটাবেন । একই সঙ্গে AFC কাপেও ভালো পারফরম্যান্সকরার চাপ থাকবে। নতুন মরশুমে নতুন চ্যালেঞ্জ নিতে স্কোরিং বুট বাঁধা শুরু করলেন রয়কৃষ্ণ ।
নিজের পুরানো দলেই ফের চুক্তিবদ্ধ হলেন রয় কৃষ্ণ - 2019 ISL
সামনের মরশুমে ফের ATK - মোহনবাগানের জার্সি পরেই দেখা যাবে ফিজির স্ট্রাইকার রয় কৃষ্ণকে। ফের একবার নিজের পুরানো দলে চুক্তিবদ্ধ হলেন তিনি।
কলকাতা, 26 জুন : জার্সির রং বা দলেরনাম যাই হোক, নিজের পুরনো দলেই ফের এক মরশুম খেলার কথা জানিয়েদিলেন রয় কৃষ্ণ। 2019 ISL এ ATK চ্যাম্পিয়ন হওয়ার পিছনেফিজির এই গোলমেশিনের ভূমিকা অপরিসীম ।
ডেভিড উইলিয়ামসেরসঙ্গে জুটি বেঁধে নিয়মিত গোল করেছিলেন, যা আন্তেনিও লোপেজহাবাসের দলের কাজ সহজ করেছিল। তাঁকে দলে পেতে ইস্টবেঙ্গল এবং মুম্বই সিটি FC আগ্রহী ছিল । কিন্তু রয় কৃষ্ণ পুরানো দলেরই থাকলেন । দলের 33টিগোলের মধ্যে 15টি গোল করে চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্য নায়ক বলেছেন, "আমার ক্লাবের সঙ্গে ফের চুক্তিবদ্ধ হতে পেরে ভালো লাগছে । 2019-20 মরশুমে চ্যাম্পিয়ন হওয়ার পরে চ্যাম্পিয়ন টিমে থাকা নিয়ে আমার মনে কোনও প্রশ্ননেই। কলকাতায় প্রথম বছর মাঠে এবং মাঠের বাইরে আমার দারুণ কেটেছে । সতীর্থ খেলোয়াড়, কর্তাথেকে কলকাতার সমর্থক সবার কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি যে মনে হয়েছে নিজেরপরিবারেই রয়েছি । এটাই ছিল প্রথম ভারত সফর। দেশ থেকে অনেক দূরে হলেও এখানে এসেসময়টা বেশ উপভোগ করেছি । কলকাতার শহরটির মতোই এখানকার মানুষরা অসাধারণ। এখন মনে হয়এটাই আমার সেকেন্ড হোম ।"
ভারতে ফেরারঅপেক্ষায় থাকা ফিজির স্ট্রাইকার হাবাসের অধীনে অনুশীলনে নামার জন্য মুখিয়ে। মোহনবাগানেরসঙ্গে ATK গাঁটছড়া বাঁধার খবরটি রয় কৃষ্ণর কাছে আকর্ষণীয়। ভারতে পৌঁছানোর বিমান পরিষেবাচালু হওয়ার পরে নির্দিষ্ট সময়ে অনুশীলন শুরুর ব্যাপারে আশাবাদী। ফিজির অলিম্পিকদলের সদস্য অস্ট্রেলিয়া লিগে ডেভিড উইলিয়ামসের সঙ্গে একসঙ্গে খেলেন। ISL এ তাদের জুটি একইরকম সফল ।
এবার প্রত্যাশার চাপবাড়বে জানেন রয় কৃষ্ণ। শুধু ATK নয় মোহনবাগানের সমর্থকরাওএকজোট হয়ে গলা ফাটাবেন । একই সঙ্গে AFC কাপেও ভালো পারফরম্যান্সকরার চাপ থাকবে। নতুন মরশুমে নতুন চ্যালেঞ্জ নিতে স্কোরিং বুট বাঁধা শুরু করলেন রয়কৃষ্ণ ।