বুনিয়াদপুর, 20 এপ্রিল : আজ বুনিয়াদপুরের নারায়ণপুর ময়দানে BJP প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে সভা করছেন নরেন্দ্র মোদি।
মোদি বলেন :
- অনুপ্রবেশকারীদের করব সীমাপার, ঘরে ঘরে চৌকিদার
- সন্ত্রাসবাদীদের নেই ছাড়, ঘরে ঘরে চৌকিদার
- বন্ধ হয়েছে কালো কারবার, ঘরে ঘরে চৌকিদার
- দুর্নীতিবাজরা হুঁশিয়ার,ঘরে ঘরে চৌকিদার
- বাংলায় বললেন আমার সঙ্গে বলুন ঘরে ঘরে চৌকিদার
- কিন্তু যতদিন এই অবস্থা আছে কিছু সম্ভব নয়
- এখানে ইন্ডাস্ট্রির সম্ভাবনা আছে
- কারণ এখানে তোলাবাজির ট্যাক্স দেওয়া হয়নি
- কিন্তু আমাদের তালিকা দেওয়া হয়নি
- আমাদের সরকার বাংলায় 70 লাখ কৃষককে সরাসরি সাহায্য করতে চায়
- দিদিও রেলমন্ত্রী ছিলেন কী করেছেন?
- রেলওয়ের কাজ সব বন্ধ ছিল। আমাদের সরকার আবার কাজ শুরু করেছে
- বালুরঘাটে এয়ারপোর্টের কাজও চলছে
- আমাদের লক্ষ্য 2022-র মধ্যে সবার যেন নিজেদের বাড়ি হয়
- চৌকিদারের সরকার সবার সঙ্গে সবার বিকাশে বিশ্বাসী
- এরা ভেদাভেদের রাজনীতি করে
- এবার আমাদের লক্ষ্য সংসদে NRC পাশ করব
- এতদিন কেন্দ্রে বসে থাকা লোকজন নিজেদের মানুষদেরই আলাদা করে দিয়েছে
- কয়েকজন নিজের স্বার্থ চরিতার্থ করছেন
- NRC নিয়ে গুজব রটানো হচ্ছে
- যদি প্রমাণ খোঁজার হয় চিটফান্ডের প্রমাণ খুঁজুন
- মোদির কথায় ভরসা করেন ?
- আপনাদের প্রমাণ চাই
- দিদি প্রমাণ চাইছিলেন
- মোদি ঠিক করছে না ভুল আপনারা বলুন
- ভারত ঘরে ঢুকে সন্ত্রাসবাদীদের মারছে
- দিদি ভোটব্যাঙ্কের জন্য সন্ত্রাসবাদীদের নিয়ে রাজনীতি করেন
- এমন মডেল চাই যেখানে দেশের সন্ত্রাসবাদীদের মোকাবিলা করা হয়
- এমন মডেল চাই যেখানে পৃথিবীজুড়ে ভারতের জয়জয়কার হচ্ছে
- স্বার্থ চরিতার্থ করার জন্য দিদি সবকিছু করতে পারেন
- দেখেছেন কোথাও ?
- অন্যদেশ থেকে লোকজন এসে ভারতে প্রচার করেন
- স্পর্ধা ভাবুন সেই বাংলার মডেলে ভারত বানাবেন বলেন
- এখানে তোলাবাজি ট্যাক্স ছাড়া চলে না
- দিদির কাছে গুন্ডাকে দেওয়ার জন্য টাকা আছে DA দেওয়ার জন্য টাকা নেই
- পিসি ভাইপো মিলে বাংলার সংস্কৃতিকে বদনাম করেছে
- গরিবের চোখের জলের হিসেব দিতে হবে
- সবার বিচার হবে
- জগাই মাধাই যত ক্ষমতা দেখাক
- তিনি দুর্নীতিবাজদের জন্য ধরনায় বসেছিলেন
- কিন্তু পরে চিনেছি তাঁকে
- ভেবেছিলাম তিনি ভালো চান, পরিশ্রম করেন। বাংলাকে বামমুক্ত করে কাজ করবেন মানুষের জন্য
- ভুল আমিও করেছিলাম
- তিনি মা মাটি মানুষের নামে ধোঁকা দিয়েছেন
- আপনারা দিদিকে বিশ্বাস করছিলেন
- দোষীরা উপযুক্ত শাস্তি পাবে
- বাংলায় চারদিকে দুর্নীতি, লুট চলছে
- আশ্বাস দিচ্ছি সব হিংসার বিচার হবে
- আমরা তাঁর পরিবারের পাশে আছি
- পুরুলিয়া এক কর্মীর মৃত্যু হয়েছে
- প্রথম দফা ও দ্বিতীয় দফার যা রিপোর্ট তা দিদির ঘুমেও ব্রেক লাগিয়েছে
- আমি দেখছিলাম কীভাবে আমাদের বোনেরা TMC-র গুন্ডাদের শিক্ষা দিয়েছে
- বিকাশে বাধা হওয়ার ফল কী হতে পারে?
- স্পিড ব্রেকার দিদি 23 মে বুঝতে পারবেন
- অদ্ভুত ভালোবাসা আপনাদের
- আপনাদের উচ্ছ্বাস তা দেখাচ্ছে
- পুরো দেশ বলছে বাংলায় এবার বড় কিছু হচ্ছে
- আপনাদের অভিনন্দন ও প্রণাম
- আপনারা বৈশাখের গরম উপেক্ষা করে নতুন বাংলা গড়ার জন্য এসেছেন। বাংলায় বললেন মোদি
- BJP কে জিততে দেখতে হবে
- সাবধানে দাঁড়ান আপনাদের স্বপ্নপূরণ বাকি
- আপনারা কামাল করে দিয়েছেন
- হেলিকপ্টার থেকে দেখছিলাম চারদিক থেকে লোকজন আসছে