ETV Bharat / briefs

আবাসিকদের কান্না শুনে হোমের দরজা ভাঙল স্থানীয়রা - local people broke the door of the home at siliguri

শিলিগুড়িতে একটি হোমের আবাসিকদের একাংশ গতকাল রাতে অত্যাচারের অভিযোগ তুলে কান্নাকাটি শুরু করে । আবাসিকদের অভিযোগ, হোমে জোর করে তাদের আটকে রাখা হয়েছে । স্থানীয় বাসিন্দারা তখন হোমের দরজা ভেঙে ভেতরে ঢোকে। যদিও হোমের তরফে অত্যাচারের অভিযোগ অস্বীকার করা হয়েছে।

হোমের দরজায় পুলিশ মোতায়েন
author img

By

Published : Apr 21, 2019, 5:32 AM IST

Updated : Apr 21, 2019, 5:58 AM IST

শিলিগুড়ি, ২১ এপ্রিল : আবাসিকদের কান্না শুনে হোমের দরজা ভেঙে ভেতরে ঢুকল স্থানীয়রা । শিলিগুড়ির হাকিমপাড়ায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার হোমের ঘটনা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গতকাল সন্ধ্যায় আবাসিকরা আচমকা হোমের জানালা খুলে কাঁদতে শুরু করে । তারা চিৎকার জানায় যে, তাদের জোর করে আটকে রাখা হয়েছে । তাদের বাড়ি যেতে দেওয়া হচ্ছে না । হোমে তাদের উপর অত্যাচার করা হয় । আবাসিকদের কান্না শুনে স্থানীয়রা সেখানে জড়ো হন । তাঁরা হোমের দরজা ভেঙে ভিতরে ঢোকেন । এরপর হোমের তরফে পুলিশে খবর দেওয়া হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

হোমের আবাসিকদের একাংশ জানায়, তাদের উপর অত্যাচার করা হয়েছে । তাদের জোর করে আটকে রাখা হয়েছে । অভিযোগ অস্বীকার করেছেন হোমের প্রজেক্ট কো-অর্ডিনেটর দেবযানী দে ভৌমিক।

দেবযানী বলেন, "গতকাল হোমের একটি মেয়ে অসুস্থ হয়ে পড়ায় তাকে আমরা হাসপাতালে নিয়ে যাই। এরপরেই হোমের দুটি মেয়ে কান্নাকাটি শুরু করে। তাদের সাথে আরও কয়েকজন কাঁদতে থাকে। হোমের এক আবাসিক নাবালিকার মা তখন কিছু লোক নিয়ে সেখানে আসে। হোমের তরফে তাদের ফিরিয়ে দেওয়া হয় । কিন্তু পরে তারা হোমের দরজা ভেঙে ভেতরে ঢোকে । তাদের সাথে কয়েকজন স্থানীয় বাসিন্দাও ছিল । এখানে কাউকে জোর করে আটকানো হয় না । সবটাই নিয়ম মেনে হয় । সরকারিভাবে নির্দেশিকা এলে আমরা মেয়েদের তাদের পরিবারের হাতে তুলে দিই ।"

শিলিগুড়ি, ২১ এপ্রিল : আবাসিকদের কান্না শুনে হোমের দরজা ভেঙে ভেতরে ঢুকল স্থানীয়রা । শিলিগুড়ির হাকিমপাড়ায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার হোমের ঘটনা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গতকাল সন্ধ্যায় আবাসিকরা আচমকা হোমের জানালা খুলে কাঁদতে শুরু করে । তারা চিৎকার জানায় যে, তাদের জোর করে আটকে রাখা হয়েছে । তাদের বাড়ি যেতে দেওয়া হচ্ছে না । হোমে তাদের উপর অত্যাচার করা হয় । আবাসিকদের কান্না শুনে স্থানীয়রা সেখানে জড়ো হন । তাঁরা হোমের দরজা ভেঙে ভিতরে ঢোকেন । এরপর হোমের তরফে পুলিশে খবর দেওয়া হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

হোমের আবাসিকদের একাংশ জানায়, তাদের উপর অত্যাচার করা হয়েছে । তাদের জোর করে আটকে রাখা হয়েছে । অভিযোগ অস্বীকার করেছেন হোমের প্রজেক্ট কো-অর্ডিনেটর দেবযানী দে ভৌমিক।

দেবযানী বলেন, "গতকাল হোমের একটি মেয়ে অসুস্থ হয়ে পড়ায় তাকে আমরা হাসপাতালে নিয়ে যাই। এরপরেই হোমের দুটি মেয়ে কান্নাকাটি শুরু করে। তাদের সাথে আরও কয়েকজন কাঁদতে থাকে। হোমের এক আবাসিক নাবালিকার মা তখন কিছু লোক নিয়ে সেখানে আসে। হোমের তরফে তাদের ফিরিয়ে দেওয়া হয় । কিন্তু পরে তারা হোমের দরজা ভেঙে ভেতরে ঢোকে । তাদের সাথে কয়েকজন স্থানীয় বাসিন্দাও ছিল । এখানে কাউকে জোর করে আটকানো হয় না । সবটাই নিয়ম মেনে হয় । সরকারিভাবে নির্দেশিকা এলে আমরা মেয়েদের তাদের পরিবারের হাতে তুলে দিই ।"

Intro:নয়া পরিসেবা দার্জিলিং হিমালয়ান রেলওয়ের, স্বল্প ব্যয়ে ঝটিকা সফরে মিলবে ডাইনিংকার পরিসেবা!


শিলিগুড়ি, ১৬ ডিসেম্বরঃ ইচ্ছে থাকলেও সময় ও অর্থের কথা চিন্তা করে অনেকেই পিছিয়ে থাকতেন টয়ট্রেনের ডাইনিংকার পরিসেবা উপভোগে। কিন্তু এবার দার্জিলিং হিমালয়ান রেলওয়ের উদ্যোগে তা সকলের সাধ্যের মধ্যে পৌছে গেল। স্বল্প খরচেই মিলবে স্টিম ইঞ্জিন চালিত টয়ট্রেনের ডাইনিংকার পরিসেবা৷ আজ থেকে তার ট্রায়াল রান শুরু হল। প্রথমদিনে আট জন পর্যটক নিয়ে সমতল থেকে পাহাড়ের পথে পা রওনা দিল স্টিম ইঞ্জিন।


দার্জিলিং হিমালয়ান রেলওয়ের চার্টার্ড স্পেশাল ট্রেনেই এতদিন সীমাবদ্ধ ছিল ডাইনিংকার পরিসেবা। যেখানে নূন্যতম চা থেকে শুরু করে সম্পূর্ণ ক্যান্টিন পরিসেবা উপলব্ধ ছিল৷ তবে তা ব্যয়বহুল হিসেবেই পরিগনিত ছিল। আর তাই চার্টার্ড স্পেশাল ট্রেনের কথা অনেকেই কল্পনাও করতে পারতেন না। এছাড়াও অনেকের কাছে বাধা হয়ে দাঁড়াত সময়। 


সেক্ষেত্রে এবার সব দিক বিচার করে ভাড়া ও সময় দুটিকেই সকলের সাধ্যের মধ্যে আনতে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফে চালু করা হল ইভিনিং জয় রাইড৷ সমতলের জংশন রেল স্টেশন থেকে শুরু করে শুকনা হয়ে রংটঙে সমাপ্তি ঘোষণা হবে এই জয় রাইডের৷ স্বল্প দৈর্ঘের এই সফরে একদিকে যেমন শহরের দৃশ্য নজরে পরবে তেমনই মিলবে জঙ্গলের নৈসর্গিক দৃশ্য সহ পাহাড়ের আকাবাকা পথ। সাথে থাকছে হেরিটেজ তকমাপ্রাপ্ত স্টিম ইঞ্জিনের কু ঝিক ঝিক। সব মিলিয়ে স্বপ্নের জগতে পৌছাতে প্রয়োজন মাত্র তিন ঘন্টা। অর্থও বেশী নয়। মাত্র ১২০০ টাকা। 


তিন ঘন্টার সফরে এই ইভিনিং জয় রাইডে থাকছে একটি স্টিম ইঞ্জিন সহ একটি ফাস্ট ক্লাস কামড়া ও একটি ডাইনিংকার। যেখানে বসে জঙ্গল পাহাড়ের মাঝ দিয়ে ছুটতে ছুটতে দার্জিলিং চায়ে চুমুক দিয়ে পৌছে যেতে পারেন স্বপ্নের জগতে৷ বড়দিন ও ফাস্ট জানুয়ারির আগে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের এমন উদ্যোগে খুশি পর্যটক মহল।


DRM কাঠিহার সি পি গুপ্তা বলেন, আজ থেকে জয়রাইড শুরু করা হল। নিত্যদিন বিকেল তিনটে থেকে এই পরিসেবা বহাল থাকবে জনসাধারণের জন্য। ফাস্ট ক্লাসে ১০০০ টাকা এবং ডাইনিংকারের জন্য ১২০০ টাকা বরাদ্দ করা হয়েছে। প্রথমদিকে একটি ফাস্ট ক্লাস ও একটি ডাইনিংকার থাকলেও পর্যটকদের চাহিদা অনুসারে তা সংখ্যায় বাড়তেও পারে বলে জানান তিনি।


DRM আরও জানান, টয়িট্রেনের পরিসেবাকে আরও কিছুটা তরান্বিত করতে স্টিম ইঞ্জিন মেরামক্তে নজর দেওয়া হয়েছে৷ মোট তেরটি ইঞ্জিনের মধ্যে আটটি সচল। বাকীগুলি মেরামত করে নয়া পরিসেবায় কাজে লাগানো হতে পারে। 




Body:.


Conclusion:.
Last Updated : Apr 21, 2019, 5:58 AM IST

For All Latest Updates

TAGGED:

homesiliguri
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.