ETV Bharat / briefs

কোহলি সামনে থেকে নেতৃত্ব দেওয়ার উদাহরণ তৈরি করছেন : ডিভিলিয়ার্স - BCCI

19 সেপ্টেম্বর থেকে 10 নভেম্বর পর্যন্ত 13 তম IPL হওয়ার কথা । এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এর আসর বসতে চলেছে আরব আমিরশাহিতে । UAE র তিনটি স্থান দুবাই, আবুধাবি এবং শারজাতে IPL 2020 অনুষ্ঠিত হবে ।

বিরাটকে নিয়ে ডিভিলিয়ার্সের মন্তব্য
বিরাটকে নিয়ে ডিভিলিয়ার্সের মন্তব্য
author img

By

Published : Sep 14, 2020, 7:40 PM IST

দুবাই, 14 সেপ্টেম্বর : অধিনায়ক বিরাট কোহলির দরাজ প্রশংসা শোনা গেল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স এর গলায় । তাঁর কথায় প্রতিটা ক্ষেত্রে বিরাট সামনে থেকে দলকে নেতৃত্ব দেন । এইভাবে বিরাট নেতৃত্বেরএকটি সঠিক উদাহরণ ।

আগামী 19 সেপ্টেম্বর থেকে 10 নভেম্বর পর্যন্ত 13 তম IPL হওয়ার কথা । এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এর আসর বসতে চলেছে আরব আমিরশাহিতে । UAE র তিনটি স্থান দুবাই, আবুধাবি এবং শারজাতে IPL 2020 অনুষ্ঠিত হবে । অন্যান্য বছরের মতো এ বছরও বিরাট কোহলি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বে থাকবেন।

RCB র টুইটার হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিয়োয় ডিভিলিয়ার্স বলছেন, " আমি মনে করি আইপিএল হওয়ার নিশ্চয়তা এসেছে 1 মাস আগে । BCCI দুরন্ত কাজ করেছে । এবং তার ফলস্বরূপ IPL হতে চলেছে । আমরা এই টুর্নামেন্ট খেলার জন্য উজ্জীবিত হয়ে আছি । অন্যান্য বারের তুলনায় এবারের আমরা বেশি সজীব । আমি বাকিদের সঙ্গে মাঠে নামতে মুখিয়ে আছি ।"

তিনি আরও বলেন, " আমরা কঠিন পরিশ্রম করছি। আমরা পরিকল্পনা মাফিক কাজ করছি। এটা মনে হচ্ছে প্রত্যেকেই কঠিন পরিশ্রম করবার মতো পরিবেশ তৈরি করছে । এর পুরো কৃতিত্ব যায় বিরাট কোহলির উপর । ও সামনে থেকে নেতৃত্ব দেওয়ার উদাহরণ তৈরি করেছে । যখন তোমার অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দেয় তখন বাকিদের কাছে কাজটা সহজ হয়ে যায়। ডিভিলিয়ার্স কে জিজ্ঞাসা করা হয়, একটা দীর্ঘ সময় পর ফিরে আসাটা কতটা কঠিন ? জবাবে প্রোটিয়াজদের প্রাক্তন অধিনায়ক বলেন, " এই বিরতিটা স্বাভাবিক । কিছু সময় দু মাসের বেশি সূচিতে কোনও ক্রিকেট থাকে না । কোন কোন সময় চোট-আঘাত লাগে, এবং একজন ক্রিকেটার ছয় থেকে সাত মাস মাঠের বাইরে থাকে। তবে এই ভাবে ফিরে আসাটা কঠিন। কিন্তু এটাই ক্রিকেট। তুমি নির্দিষ্ট কিছু একটা আশা করতে পারো না ।"এখনও পর্যন্ত আইপিএলের খেতাব জয় করা হয়নি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর । তারা 2009, 2011 ও 2016 IPL এ ফাইনাল খেলেছে । আবুধাবিতে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস এর ম্যাচ দিয়ে 19 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের IPL । 21 সেপ্টেম্বর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এবারের IPL অভিযান শুরু করবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ।

দুবাই, 14 সেপ্টেম্বর : অধিনায়ক বিরাট কোহলির দরাজ প্রশংসা শোনা গেল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স এর গলায় । তাঁর কথায় প্রতিটা ক্ষেত্রে বিরাট সামনে থেকে দলকে নেতৃত্ব দেন । এইভাবে বিরাট নেতৃত্বেরএকটি সঠিক উদাহরণ ।

আগামী 19 সেপ্টেম্বর থেকে 10 নভেম্বর পর্যন্ত 13 তম IPL হওয়ার কথা । এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এর আসর বসতে চলেছে আরব আমিরশাহিতে । UAE র তিনটি স্থান দুবাই, আবুধাবি এবং শারজাতে IPL 2020 অনুষ্ঠিত হবে । অন্যান্য বছরের মতো এ বছরও বিরাট কোহলি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বে থাকবেন।

RCB র টুইটার হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিয়োয় ডিভিলিয়ার্স বলছেন, " আমি মনে করি আইপিএল হওয়ার নিশ্চয়তা এসেছে 1 মাস আগে । BCCI দুরন্ত কাজ করেছে । এবং তার ফলস্বরূপ IPL হতে চলেছে । আমরা এই টুর্নামেন্ট খেলার জন্য উজ্জীবিত হয়ে আছি । অন্যান্য বারের তুলনায় এবারের আমরা বেশি সজীব । আমি বাকিদের সঙ্গে মাঠে নামতে মুখিয়ে আছি ।"

তিনি আরও বলেন, " আমরা কঠিন পরিশ্রম করছি। আমরা পরিকল্পনা মাফিক কাজ করছি। এটা মনে হচ্ছে প্রত্যেকেই কঠিন পরিশ্রম করবার মতো পরিবেশ তৈরি করছে । এর পুরো কৃতিত্ব যায় বিরাট কোহলির উপর । ও সামনে থেকে নেতৃত্ব দেওয়ার উদাহরণ তৈরি করেছে । যখন তোমার অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দেয় তখন বাকিদের কাছে কাজটা সহজ হয়ে যায়। ডিভিলিয়ার্স কে জিজ্ঞাসা করা হয়, একটা দীর্ঘ সময় পর ফিরে আসাটা কতটা কঠিন ? জবাবে প্রোটিয়াজদের প্রাক্তন অধিনায়ক বলেন, " এই বিরতিটা স্বাভাবিক । কিছু সময় দু মাসের বেশি সূচিতে কোনও ক্রিকেট থাকে না । কোন কোন সময় চোট-আঘাত লাগে, এবং একজন ক্রিকেটার ছয় থেকে সাত মাস মাঠের বাইরে থাকে। তবে এই ভাবে ফিরে আসাটা কঠিন। কিন্তু এটাই ক্রিকেট। তুমি নির্দিষ্ট কিছু একটা আশা করতে পারো না ।"এখনও পর্যন্ত আইপিএলের খেতাব জয় করা হয়নি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর । তারা 2009, 2011 ও 2016 IPL এ ফাইনাল খেলেছে । আবুধাবিতে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস এর ম্যাচ দিয়ে 19 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের IPL । 21 সেপ্টেম্বর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এবারের IPL অভিযান শুরু করবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.