ETV Bharat / briefs

অভূতপূর্ব জয়ের জন্য নরেন্দ্রভাই মোদিকে শুভেচ্ছা : আদবানি

অভূতপূর্ব জয়ের জন্য নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন বর্ষীয়ান BJP নেতা লালকৃষ্ণ আদবানি ।

লালকৃষ্ণ আদবানি
author img

By

Published : May 23, 2019, 4:07 PM IST

দিল্লি, 23 মে : এই নির্বাচনে BJP-র অভূতপূর্ব জয়ের জন্য নরেন্দ্রভাই মোদিকে হার্দিক শুভেচ্ছা । বললেন বর্ষীয়ান BJP নেতা লালকৃষ্ণ আদবানি । একইসঙ্গে BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং দলীয় কর্মীদের শুভেচ্ছা জানান তিনি । অমিত শাহ এবং দলের কর্মীদের জন্যই BJP-র বার্তা প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দেওয়া গেছে বলে তিনি মন্তব্য করেন ।

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানান তিনি । দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করেন ।

এবারের নির্বাচনে বয়সজনিত কারণে টিকিট পাননি আদবানি । এই নিয়ে অবশ্য প্রকাশ্যে কিছু বলেননি বর্ষীয়ান এই BJP নেতা । তবে আজ ভোটগণনা শুরুর কয়েকঘণ্টা পর গেরুয়া ঝড়ের আভাস পাওয়ার পর মোদির প্রশংসা করে মুখ খুললেন তিনি ।

দিল্লি, 23 মে : এই নির্বাচনে BJP-র অভূতপূর্ব জয়ের জন্য নরেন্দ্রভাই মোদিকে হার্দিক শুভেচ্ছা । বললেন বর্ষীয়ান BJP নেতা লালকৃষ্ণ আদবানি । একইসঙ্গে BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং দলীয় কর্মীদের শুভেচ্ছা জানান তিনি । অমিত শাহ এবং দলের কর্মীদের জন্যই BJP-র বার্তা প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দেওয়া গেছে বলে তিনি মন্তব্য করেন ।

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানান তিনি । দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করেন ।

এবারের নির্বাচনে বয়সজনিত কারণে টিকিট পাননি আদবানি । এই নিয়ে অবশ্য প্রকাশ্যে কিছু বলেননি বর্ষীয়ান এই BJP নেতা । তবে আজ ভোটগণনা শুরুর কয়েকঘণ্টা পর গেরুয়া ঝড়ের আভাস পাওয়ার পর মোদির প্রশংসা করে মুখ খুললেন তিনি ।

Jaipur (Rajasthan), May 23 (ANI): As Bharatiya Janata Party (BJP) is appearing to be storming back to power, Former chief minister of Rajasthan and Bharatiya Janata Party (BJP) leader Vasundhara Raje thanked everyone. She said, "Today I want to thank our voters, BJP leadership and state leadership for making these results a reality. I want to thank everybody in Rajasthan and outside Rajasthan." Celebrations are going in Rajasthan's Jaipur ahead of 17th Lok Sabha results. Fate of as many as 8,040 candidates will be decided on Thursday.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.