রায়গঞ্জ, 6 জুলাই : 8 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত পুরোপুরিভাবে ফের লকডাউন জারি করতে চলেছে ডালখোলা পৌরসভা । 15 জনের দেহে কোরোনা ভাইরাসের খোঁজ মেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বুধবার থেকেই পুরোপুরিভাবে বাজার এলাকা বন্ধ করে দেওয়া হবে । যদিও খোলা থাকবে জাতীয় সড়কের কাজ, বিভিন্ন সরকারি দপ্তর এবং অত্যাবশ্যকীয় জিনিসপত্রের দোকান। পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হবে পার্শ্ববর্তী রাজ্য বিহার এবং অন্যান্য জায়গা থেকে মানুষের আনাগোনা ।
ডালখোলা পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু 200 জনের লালারস পরীক্ষার পর 20 জনের দেহে ইতিমধ্যেই পাওয়া গেয়েছে কোরোনা ভাইরাসের সংক্রমণ । ডালখোলার মতো ছোটো পৌরসভা এলাকায় যা অত্যন্ত চিন্তার কারণ । ইতিমধ্যেই ওই 20 জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে । মৃত ব্যক্তির পরিবারের সদস্যরাও আক্রান্ত হয়েছেন । এছাড়াও ডালখোলা বিহার সংলগ্ন হওয়ায় সেখান থেকে ব্যবসা ও অন্যান্য প্রয়োজনে অনেকে লাগাতার যাতায়াত করে থাকে। এই কারণেই আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে । তাই আতঙ্কিত এলাকাবাসী পৌরসভা কর্তৃপক্ষের কাছে বারবার লকডাউন জারির আবেদন করে । অবশেষে তাদের সেই আবেদনে সাড়া দিয়েছে পৌরসভা । দাবি মেনেই 8 তারিখ থেকে ডালখোলায় জারি হতে পারে লকডাউন ।
এই বিষয়ে ডালখোলা পৌরসভার প্রশাসক সুভাষ গোস্বামী বলেন, "আমাদের পৌরসভা এলাকার প্রায় 200 জনের লালারসের পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে প্রায় কুড়ি জন ইতিমধ্যে কোরোনায় আক্রান্ত হয়েছে । তাদের মধ্যে একজনের মৃত্যুও হয়েছে । এটি অত্যন্ত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে । এই কারণেই আমরা পুরোপুরিভাবে লকডাউনে যেতে চলেছি । আগামী 8 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত পৌরসভা এলাকায় লকডাউন থাকবে ।"